... কুতুব মিনার ২০০৬ সালে ভারতের সবচেয়ে পরিদর্শিত সৌধ যার পর্যটকের সংখ্যা ছিলো প্রায় ৩৮.৯৫ লক্ষ, যেখানে তাজমহলের পরিদর্শিত পর্যটকের সংখ্যা প্রায় ২৫.৪ লক্ষ?
... ফরাসি সরকার ১৯২৮ সালে পরিবর্তনশীল নক্ষত্রের ওপর তার কাজের জন্য যশোর জেলার একজন কেরানী রাধাগোবিন্দ চন্দ্রকে OARF (Officer d'Academic Republic Francaise) পদক প্রদান করে?
...বাংলাদেশ টেলিভিশনেরসময়ের কথা আলোচনা অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রসিকতার ছলে বাংলাদেশীদের "ষড়যন্ত্রপ্রবণ" আখ্যা দিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন?
...লুৎফর রহমান তাঁর নিজ বাসভবনে গড়ে তুলেছিলেন নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান যার সভানেত্রী ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং সম্পাদক ছিলেন তিনি নিজেই?
...তারেক মাসুদ পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র মাটির ময়না দেশের প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হিসেবে একাডেমি এ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত হওয়ার আগে সেন্সর বোর্ড কর্তৃক সাময়িক ভাবে নিষিদ্ধ ছিল?
...থাই সরকার ১৯৭০ সালে নেশা সৃষ্টিকারী ইয়াবা ট্যাবলেটকে নিষিদ্ধ ঘোষণা করে?
... কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়?
...১৯৫০ সালের ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন সত্ত্বেও কেবলমাত্র খেলার জুতা না থাকায় ভারত জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে পারেনি?
...ইন্টারনেট-ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক সেবা অর্কুট, যেটি ২০০৪ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল, ২০০৭ সালের আগস্ট মাস পর্যন্ত এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০০০,০০০ জনেরও বেশি?
...হরপ্পা রবি নদী তীরবর্তী বিস্তৃত এলাকার কারণে প্রত্নবিদদের কাছে বেশ পরিচিত ছিল, কিন্তু ১৯২২ সালে মহেঞ্জোদড়ো আবিস্কাররের পূর্বে সিন্ধু সভ্যতার এই গুরুত্বপূর্ণ শহরের প্রকৃত তাৎপর্য সবার কাছে অজ্ঞাত ছিল?
...১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে?
...সুব্রত মুখার্জী, যিনি ভারতীয় বিমানবাহিনীর প্রথম চিফ অব দ্য এয়ার স্টাফ, জাপানের একটি রেস্তোরাঁয় খাবারের টুকরা গলায় আটকে যাওয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন?
...জেরুসালেম মুসলমানদের দখলে আসার পরে জেরুসালেমে আগত বিপুল সংখ্যক ইউরোপীয় তীর্থযাত্রীদের নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ১০৯৬ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের পরে নাইট টেম্পলার সৈনিক বাহিনী তৈরি করা হয় এসব তীর্থযাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করার উদ্দেশ্যেই?
...একটি দশ বছর বয়সী মেয়ের শরীরে একই বয়সের একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র ৫% বেশি, কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্য হয় ৫০%-এর কাছাকাছি?
...জোসে মরিনহো ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের ম্যানেজার থাকাকালে ক্লাবটি পরপর ৬৪টি নিজ মাঠের খেলায় অপরাজিত থাকার নতুন ইংরেজ রেকর্ড গড়েছিল?
...পারিবারিক পেশা কবিরাজী হওয়া সত্ত্বেও কবিয়াল রমেশ শীল১৮৯৯ সালে কবিগান পরিবেশনায় প্রতিদ্বন্দী তিনজন কবিয়ালকে পরাজিত করে মোট তেরো টাকা সম্মানী লাভ করেন, যা পেশা হিসাবে পরবর্তীকালে কবিগানকে বেছে নিতে তাঁকে অনুপ্রাণিত করে?
...কিংবদন্তি চরিত্র সান্টা ক্লজের বর্তমান রূপটি জনপ্রিয়তা লাভ করেছে মূলত ঊনবিংশ শতাব্দীতে?
...মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণসত্ত্বা থাকার বিপুল সম্ভাবনা সত্ত্বেও এখনো পর্যন্ত এর কোন নিদর্শন খুঁজে না পাওয়ার বিভ্রান্তিটি ফার্মি হেঁয়ালি নামে পরিচিত?
...যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের টাইম ১০০-এ সর্বাধিক সাত বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন মার্কিন টেলিভিশন উপস্থাপিকা ওপরা উইনফ্রি?
...বহুল প্রচলিত খনার বচনের রচনাকারী খনার আবির্ভাব ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের দিকে হয়েছিলো বলে ধারণা করা হয়?
...২০০৮ সালে মার্কিন চলচ্চিত্র কোম্পানি ড্রিমওয়ার্কস ভারতীয় চলচ্চিত্রে বিনিয়োগের আশায় ভারতের রিলায়েন্স গ্রুপ নামক বৃহৎ কর্পোরেশনের সাথে ১৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি সাক্ষর করেছে?
...রকসঙ্গীত গায়ক মিট লোফেরব্যাট আউট অফ হেল অ্যালবামটি মুক্তির ৩০ বছর পরেও প্রতি বছর এটি প্রায় ২ লক্ষ কপি করে বিক্রি হচ্ছে?
...এক ইঞ্জিন ও চার আসনবিশিষ্ট বিমানগুলির মধ্যে অনেক দিন যাবত সাইরাস এসআর২২ বিশ্বের সর্বাধিক বিক্রিত বিমান?
...আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের কাছাকাছি সময়ে সৃষ্ট ও দক্ষিণ পোল্যান্ডে প্রাপ্ত চার চাকাযুক্ত গাড়ির চিত্রটি গাড়িতে চাকা ব্যবহারের সবচেয়ে পুরোনো নিদর্শন?
...মুখস্থভাবে গাণিতিক ধ্রুবক পাইয়ের মান বলাতে গিনেসের স্বীকৃতিপ্রাপ্ত রেকর্ড হল দশমিক বিন্দুর পরে ৭০,০০০ ঘর পর্যন্ত, যার অধিকারী ভারতের নাগরিক রাজবীর মীনা?
...ভারতেরগুজরাত রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির অতীতে ছয়বার ধ্বংসপ্রাপ্ত হলেও, প্রতিবারই তা শীঘ্রই পুনর্নিমাণ করা হয়?
...প্রায় দুই বছর লুকিয়ে থাকার পর ১৯৪৪ সালের ৪ আগস্টআন ফ্রাংক তাঁর পরিবারসহ জার্মান নিরাপত্তারক্ষীদের কাছে ধরা পড়েন, যদিও কে তাঁদের লুকানো বাসগৃহের কথা ফাঁস করেছিলো তা এখনো নিশ্চিত করে জানা যায়নি?
...মানুষের লৈঙ্গিক পার্থক্য বিষয়ক গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ যথাক্রমে প্রায় ৫২ ও ৪৬ লক্ষ?
...মহাভারতের বনপর্বে ‘রামোপাখ্যান’ নামে যে অধ্যায়টি সংযোজিত হয়েছে, তা আসলে রামায়ণের একটি সারাংশ?
...গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরাও তাদের নিজেদের আলাদাভাবে পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে?
...ব্রাজিলে কার্নিভাল উদযাপনের সময় বিয়ার ও পর্যটকের সংখ্যা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৮০% ও ৭০% বৃদ্ধি পায়?
...ভারত সরকার প্রথম দিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের সমর্থন করলেও পুবে তাকাও নীতি গ্রহণের পর সেদেশের সামরিক সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে?
...যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর তৈরি বি-২ স্পিরিট-ই একমাত্র যুদ্ধবিমান, যা স্টেল্থ অবস্থানে, দূর আকাশ থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে সক্ষম?
...বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুসঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার?
...বাংলাদেশী নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক "লেজিওঁ দনর" পুরস্কার লাভ করেন?
...যুক্তরাষ্ট্রেরনাসড্যাকশেয়ার বাজার বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ইলেকট্রনিক শেয়ার বাজার যেখানে পৃথিবীর অন্য যেকোন শেয়ার বাজারের তুলনায় সর্বাধিক শেয়ার লেনদেন সম্পন্ন হয়?
...বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ’র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না?
...যে ১৯৮৬ সালের ব্যবসাসফল হিন্দি চলচ্চিত্র শত্রুতে বলিউডের প্রথম সুপারস্টার বলে খ্যাত রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলাদেশি চিত্রনায়িকা শাবানা?
... সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে হাইস্কুলে পড়াকালীন সময়ে প্রতি শনিবারে একটি বেকারিতে কাজ করে নিজের হাতখরচা চালাতেন?
...যে, ২০১৬ সালে সাজিদ আলী হাওলাদার কর্তৃক ঢাকাইয়া ব্যাঙ আবিষ্কারের মাধ্যমে ঢাকায় দেড়শ বছর পর কোন নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়?
...যে রাজেশ খান্না ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত টানা ১৫টি ব্যবসাসফল চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, যা বলিউডে টানা সবচেয়ে বেশি ব্যবসাসফল চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করার রেকর্ড হিসেবে আজও টিকে রয়েছে?
...মুন্না মাইকেল চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবার সময় চলচ্চিত্রটির নায়িকা নিধি আগারওয়ালের চুক্তিপত্রে উল্লেখ ছিল যে, তিনি চলচ্চিত্রটি নির্মাণ শেষ হবার পূর্বে চলচ্চিত্রটির কোনো শিল্পী কিংবা কলাকুশলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াতে পারবেন না?
...যে মাইক নামের এক মোরগ মস্তকহীন অবস্থায় ১৮ মাস বেঁচে ছিল?
...কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই?
...সুতানুটিতে প্রথম বসতি স্থাপনকারী ছিলেন সপ্তগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেঠ ও বসাক এবং তাঁরা এই এলাকার বেশিরভাগ জঙ্গল পরিষ্কার করিয়ে ছিলেন?
... ১৯২০ সালে, ব্রিটিশ শাসনামলের সময় প্রতিষ্ঠিত শ্রীহট্ট সংস্কৃত কলেজ বাংলাদেশের একমাত্র সংস্কৃত কলেজ?
...যে, ৭৪ বছর বয়স্ক এররামাত্তি মাঙ্গাম্মা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যমজ সন্তান প্রসব করার মাধ্যমে সবচেয়ে বেশি বয়সে সন্তান প্রসব করার বিশ্বরেকর্ড গড়েন?
... যে ১৯২৮ সালে ঢাকায় নির্মিত প্রথম নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুকুমারীতে নায়িকার চরিত্রে একজন পুরুষ অভিনয় করেছিলেন?
... যে ১৯৭১ সালে মেজর খালেদ’স ওয়ার প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য যুক্তরাজ্যের টিভি সাংবাদিক ভানিয়া কিউলি ও তার দল আট দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে অবস্থান করেন?
... যে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান সব ক’টা জানালা খুলে দাও না-এর প্রথম পঙ্ক্তি প্রাথমিকভাবে সব ক’টা দরজা খুলে দাও না লেখা হয়েছিল?
... যে অয়মিয়াকনের গড় তাপমাত্রা -৫০° সেলসিয়াস (হিমাঙ্কের নিচে) হওয়ায় সাধারণভাবে সেখানকার অধিবাসীরা ডিপ ফ্রিজের ভেতরে বাস করেন বলে বিবেচনা করা যায়?
... যে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সারেং বৌ চলচ্চিত্রের জনপ্রিয় গান ওরে নীল দরিয়া-তে সুরকার আলম খান ভূপালি ও বিলাবল রাগের সাথে বাংলাদেশের গ্রামীণ সুরের মিশ্রণ করেছিলেন?
... যে ১৯৭৩ সালে গাওয়া ওরে সালেকা ওরে মালেকা গানটি বাংলাদেশের পপগুরু আজম খানের প্রথম রেকর্ড করা গান; যা ২০০৬ সালে গডফাদার চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল?
... যে জোজিবিনি টুনজি তৃতীয় দক্ষিণ আফ্রিকান এবং মিস ইউনিভার্স ২০১১ মুকুটধারী লেইলা লোপেজের পর প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট অর্জন করেন?
...সংযুক্ত নেদারল্যান্ড ও সিলি দ্বীপপুঞ্জের মধ্যে চলা ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ৩৩৫ বছরের যুদ্ধে কোন গুলি ছোঁড়া হয়নি এবং একজন মানুষও আহত বা নিহত হয়নি?
...বিশ্বে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে জাপানেরঅওকিগাহারা বন দ্বিতীয় এবং এ বন থেকে প্রতি বছর একশত এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়?
...অভিনেতা রিয়াজ সুচন্দা পরিচালিত জহির রায়হান এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে মাত্র ১০১ টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করেছিলেন?
...ব্রিটিশ নাগরিক গ্রাহাম হিউজ বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কোন বিমান-ভ্রমণ না করেই জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে গিয়েছেন?
...১২২১ সালে চেঙ্গিজ খানের আক্রমণে বামিয়ানের পতন হলে সেখানকার সমস্ত অধিবাসীকে এমনভাবে হত্যা করা হয় যে শহরটি শহর-ই-ঘলঘোলা বা নৈঃশব্দের শহর বলে পরিচিত হয়ে যায়?
...পহেলা বৈশাখে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসব মঙ্গল শোভাযাত্রা ৩০ নভেম্বর ২০১৬ তারিখে ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?
...জগজ্জীবনপুর তাম্রশাসন আবিষ্কারের মধ্য দিয়ে নবম শতাব্দীর পালবংশীয় রাজা মহেন্দ্রপালের অস্তিত্ব প্রমাণিত হয়েছে এবং দেবপাল-পরবর্তী পাল রাজাদের ক্রম ও বংশলতিকা নির্ণয়ে দীর্ঘকালের প্রমাদ ও রহস্য দূরীভূত হয়েছে?
...উত্তর আফ্রিকা ও আরবের সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শুষ্ক, উষ্ণ ও ধুলিময় বায়ু প্রবাহ খামসিন পঞ্চাশ দিন পর্যন্ত স্থায়ী হয়?
...রাজা হরিশচন্দ্র প্রথম ভারতীয় পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র?
...সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮১০ মিটার উচ্চতায় অবস্থিত তিতিকাকা হ্রদ হল পৃথিবীর সর্বোচ্চ নৌচলাচলযোগ্য হ্রদ, যা পেরু ও বলিভিয়া দুটি দেশের মধ্যে বিস্তৃত ও আয়তনে ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার প্রায় সমান?
...১৮৯৬ সালের অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধটি ছিল ইতিহাসের সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী যুদ্ধ, যা মাত্র ৩৮ মিনিট স্থায়ী ছিল?
...আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যেসব প্রতিযোগী কোনো পদক জয় করতে পারে না, কিন্তু কোনো সমস্যায় সাত নম্বর পায় তাঁদেরও সম্মানজনক উদ্ধৃতি প্রদান করা হয়?
...১৯৩৩ খ্রিস্টাব্দে নির্মিত কর্ম নামক চলচ্চিত্রে দেবিকা রাণী ও হিমাংশু রায়ের চার মিনিট ব্যাপী চুম্বন দৃশ্য ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘতম চুম্বন দৃশ্যের রেকর্ড ধরে রেখেছে?
...বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ওয়াসফিয়া নাজরীন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন?
...ভারতেরমেঘালয় রাজ্যে অবস্থিত খাসিয়াদের মাতৃতান্ত্রিক পরিবার কাঠামোর জন্য পরিচিত মাওলাইনং গ্রামকে (ছবিতে) ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া ২০০৩ সালে এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে উল্লেখ করে?
...দ্য ডেইলি টকলাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার সর্বাধিক পঠিত দৈনিক যা প্রতিদিন শহরের কেন্দ্রস্থলের একটি স্থানে ব্ল্যাকবোর্ডে লিখিত আকারে প্রকাশিত হয়?
...দক্ষিণ আমেরিকায়পেরুর সমুদ্রতীরে যে সুপ্রাচীন সভ্যতার নিদর্শন অতি সম্প্রতি (৯০-এর দশকে) খুঁজে পাওয়া গেছে, সেই কারাল সভ্যতার উন্মেষ ঘটেছিল ৯০০০ খ্রিস্টপূর্বাব্দে এবং এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম?
...৪৪তম একাডেমি পুরস্কার আয়োজনে চার্লি চ্যাপলিনকে ১২ মিনিট দাঁড়িয়ে সম্মান জানানো হয়, যা একাডেমি পুরস্কারের ইতিহাসে এখন পর্যন্ত দীর্ঘতম সময় সম্মাননা প্রদর্শন?
...২০১৮ সালের ১৪ জানুয়ারির হিসেব অনুযায়ী, ৫,৪৭,৬১৬ জন শরণার্থী নিয়ে কুতুপালং শরণার্থী শিবিরের (ছবিতে) সম্প্রসারিত এলাকাটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির?
...বিদাসোয়া নদীতে অবস্থিত নদী দ্বীপ ফেজ্যান্ট (ছবিতে) বছরের ছয় মাস (১ ফেব্রুয়ারি – ৩১ জুলাই) স্পেনের অধীনে এবং বাকি ছয় মাস (১ আগস্ট – ৩১ জানুয়ারি) ফ্রান্সের অধীনে থাকে, যা ১৬৫৯ সালে স্বাক্ষরিত হয়?
...১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত লুটতরাজ চলচ্চিত্রের অনন্ত প্রেম তুমি দাও আমাকে গানটির মাধ্যমে আইয়ুব বাচ্চু প্রথম বার বাংলা চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে কন্ঠ দিয়েছেন?
... যে হ্যারি পটার খ্যাত লেখিকা জে কে রাউলিংকে চলচ্চিত্রে হ্যারি পটারের মা লিলি পটার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিলো, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন?