Remove ads
যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ, প্রদেশ বা অঞ্চল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর আয়ারল্যান্ড (আইরিশ: Tuaisceart Éireann [ˈt̪ˠuəʃcəɾˠt̪ˠ ˈeːɾʲən̪ˠ] (; )[৭] আলস্টার-স্কট্স: Norlin Airlann) যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ, প্রদেশ বা অঞ্চল।[৮][৯][১০][১১][১২] আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত এই অঞ্চলটির দক্ষিণ ও পশ্চিমদিকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্ত রয়েছে। ২০১১ সালে এর জনসংখ্যা ছিল ১,৮১০,৮৬৩,[৪] যা দ্বীপটির মোট জনসংখ্যার ৩০% এবং যুক্তরাজ্যের মোট জনসংখ্যার ৩%। গুড ফ্রাইডে চুক্তির অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৯৮ দ্বারা প্রতিষ্ঠিত উত্তর আয়ারল্যান্ড আইনসভা (যা স্টরমন্ট হিসেবে পরিচিত) উন্নয়ন নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়াবলির দায়িত্ব পালন করে, এছাড়া অন্যান্য ক্ষেত্র ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে থাকে। উত্তর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে থাকে এবং চুক্তিমতে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড “দুই সরকারের মধ্যে বিদ্যমান মতভেদসমূহ নিষ্পত্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ” থেকে উত্তর আয়ারল্যান্ডের নিকট “মতামত ও প্রস্তাব পেশ” করার ক্ষমতা রাখে।[১৩]
অবস্থা | দেশ, প্রদেশ বা অঞ্চল |
---|---|
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | বেলফাস্ট ৫৪°৩৬′ উত্তর ৫°৫৫′ পশ্চিম |
ভাষাসমূহ[b] | ইংরেজি |
আঞ্চলিক ভাষাসমূহ |
|
নৃগোষ্ঠী (২০১১) |
|
সরকার | ব্রিটিশ এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রের অধীন বিকেন্দ্রীকৃত আইনসভা |
আইন-সভা | উত্তর আয়ারল্যান্ড আইনসভা |
বিকেন্দ্রীকরণ | |
• আয়ারল্যান্ড সরকার আইন | ৩ মে ১৯২১ |
• সাংবিধানিক আইন ১৯৭৩ | ১৮ জুলাই ১৯৭৩ |
• উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৭৪ | ১৭ জুলাই ১৯৭৪ |
• উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৯৮ | ১৯ নভেম্বর ১৯৯৮ |
আয়তন | |
• মোট | ১৪,১৩০ কিমি২ (৫,৪৬০ মা২)[২] |
জনসংখ্যা | |
• ২০১৯ আনুমানিক | ১,৮৯৩,৭০০[৩] |
• ২০১১ আদমশুমারি | ১,৮১০,৮৬৩[৪] |
• ঘনত্ব | ১৩৩/কিমি২ (৩৪৪.৫/বর্গমাইল) |
মানব উন্নয়ন সূচক (২০১৭) | ০.৮৯৯[৫] অতি উচ্চ |
কলিং কোড | +৪৪[c] |
|
উত্তর আয়ারল্যান্ড বেশিরভাগ বরফ যুগের জন্য এবং পূর্ববর্তী বহু উপলক্ষে আইস শীট দ্বারা আচ্ছাদিত ছিল, যার উত্তরাধিকার কাউন্টি ফারমানাগ, আর্মাগ, এন্ট্রিমে এবং বিশেষত ডাউনে ড্রামলিনের বিস্তৃত কভারেজে দেখা যায়।
উত্তর আয়ারল্যান্ডের ভূগোলের কেন্দ্রস্থল লৌহ নেগ, ১৫১ বর্গমাইল (৩৯১ কিমি২) এ আয়ারল্যান্ড দ্বীপ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উভয় বৃহত্তম মিঠা পানির হ্রদ। দ্বিতীয় বিস্তৃত হ্রদ ব্যবস্থাটি ফর্মেনাগে লোয়ার এবং আপার লফ এরনে কেন্দ্র করে। উত্তর আয়ারল্যান্ডের বৃহত্তম দ্বীপটি র্যাথলিন, উত্তর এন্টরিমের উপকূলে অবস্থিত। স্ট্র্যাংফোর্ড লৌ হ'ল ব্রিটিশ দ্বীপপুঞ্জের বৃহত্তম খাঁজ, এটি ৫৮ বর্গমাইল (১৫০ কিমি২) জুরে রয়েছে।
স্পেরিন পর্বতমালার (কালেডোনিয়ান পর্বতমালার একটি প্রসারিত) বিস্তীর্ণ স্বর্ণের আমানত, গ্রানাইট মরনে পর্বতমালা এবং বেসাল্ট অ্যান্ট্রিম মালভূমির পাশাপাশি দক্ষিণ আরমাগে এবং ফারমানাঘ – টাইরোন সীমান্তের আরও ছোট রেঞ্জগুলি রয়েছে। পাহাড়ের কোনওটিই বিশেষত উঁচু নয়, নাটকীয় মরনেসে স্লিভ ডোনার্ড ৮৫০ মিটার (২,৭৮৯ ফুট), উত্তর আয়ারল্যান্ডের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছে। বেলফাস্টের সর্বাধিক বিশিষ্ট শিখরটি ক্যাভহিল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.