Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেজুল হোসেন হলেন একজন বাংলাদেশি সাংবাদিক, গীতিকার, লেখক ও পরিচালক। তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন। তিনি স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়ালের প্রধান নির্বাহী।[1]
সেজুল হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[1] তিনি ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি আমাদের সময় ও একুশে টেলিভিশনের মত গণমাধ্যমে কাজ করেছেন।[2] তিনি ২০১৪ সালে এটিএন নিউজে যোগ দেন।[1]
সেজুল হোসেন ২০০০ সালে লেখালেখি শুরু করেন। তার রচিত প্রথম বই ফুলপাখির জন্মমৃত্যু ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।[1] তার রচিত দ্বিতীয় বই স্মৃতিমেঘ, স্বপ্নজালরেখা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে।[3] ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল তার রচিত বই দখিন দুয়ারের হাওয়া।[2] ২০১৬ তার রচিত বই ও জীবন ও মায়া প্রকাশিত হয়েছিল।[4]
ছোটপর্দায় সেজুল হোসেন পরিচালিত প্রথম টিভি নাটক ফাঁদ।[1] তিনি নাটকটির গল্পও লিখেছেন।[5][6]
সেজুল হোসেন ২০০৬ সালে গান লেখা শুরু করেন।[2] তিনি শতাধিক গান লিখেছেন।[1] তিনি সত্তা চলচ্চিত্রের "না জানি কোন অপরাধে" গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন।[7][8][9] তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[1]
বছর | পুরস্কার | বিভাগ | গান | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ গীতিকার | "না জানি কোন অপরাধে" | সত্তা | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.