গুন্টার গ্রাস
সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, কবি, নাট্যকার, ভাস্কর এবং গ্রাফিক ডিজাইনার।[১][২][৩][৪] গ্রাস ছিলেন কাশুবিয়ান আদিবাসী।[৫]
গুন্টার গ্রাস | |
---|---|
![]() গুন্টার গ্রাস ২০০৬ সালে | |
জন্ম | গুন্টার ভিলহেলম গ্রাস ১৬ অক্টোবর ১৯২৭ দানজিগ-লংফোর, দানজিগ, ফ্রি সিটি অফ ডানজিগ |
মৃত্যু | ১৩ এপ্রিল ২০১৫ ৮৭) লুবেক, জার্মানি | (বয়স
পেশা |
|
জাতীয়তা | জার্মান / কাশুবিয়ান |
নাগরিকত্ব | জার্মান |
সময়কাল | ১৯৫৬–২০১৫ |
সাহিত্য আন্দোলন | Vergangenheitsbewältigung |
উল্লেখযোগ্য রচনাবলি | Die Blechtrommel Katz und Maus Hundejahre Im Krebsgang "Was gesagt werden muss" |
উল্লেখযোগ্য পুরস্কার | Georg Büchner Prize ১৯৬৫ Honorary Fellow of the Royal Society of Literature ১৯৯৩ সাহিত্যে নোবেল পুরস্কার ১৯৯৯ প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার ১৯৯৯ |
স্বাক্ষর | ![]() |

গ্রাস দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে মুক্ত শহর ডানজিগে (বর্তমান গদানস্ক, পোল্যান্ড) জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালের মে মাসে ভাপেন এসএস-এ কিশোর সৈনিক হিসেবে সংক্ষিপ্ত পরিষেবা প্রদানের পর, মার্কিন বাহিনী কর্তৃক তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং এপ্রিল ১৯৪৬ সালে তিনি মুক্তি পান। একজন স্টোনম্যাসন এবং ভাস্কর হিসাবে প্রশিক্ষণপ্রাপ্তির পর, তিনি ১৯৫০-এর দশকে লেখালেখি শুরু করেন। তার কথাসাহিত্যে ঘন-ঘন তার শৈশবের ড্যান্জিং শহরের উল্লেখ রয়েছে।
গ্রাস তার প্রথম উপন্যাস দ্য টিন ড্রাম (১৯৫৯)-এর জন্য পরিচিত হয়, যা একটি ইউরোপীয় জাদু বাস্তবতার অন্যতম শ্রেষ্ঠ লেখনী এবং দানজিগ ত্রয়ীর প্রথম অংশ যাতে ক্যাট এ্যন্ড মাউস, ও ডগ ইয়ার্স অর্ন্তভূক্ত রয়েছে। তার লেখা সবসময় বামপন্থী রাজনৈতিক লেখা হিসেবে ধরা হয়ে থাকে এবং তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানির একজন সক্রিয় সমর্থনকারী। দ্য টিন ড্রাম উপন্যাসটি নিয়ে একই নামের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যা ১৯৭৯ সালে পাম ডি’অর এবং সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করে। সুয়েডীয় একাডেমি ১৯৯৯ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে।
মৃত্যু
গ্রাস ১৩ এপ্রিল ২০১৫ সালে লুবেক শহরে ৮৭ বছর বয়সে ফুসফুসের সংক্রমণ জনিত কারণে মৃত্যু বরণ করেন।[৬][৭][৮]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.