Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ছিল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের সপ্তম আসর,[1] যা সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিটি দল ২০২১ সালের ১০ অক্টোবরের মধ্যে নিজেদের দলীয় সদস্যের তালিকা ঘোষণা করে।[2][3]
২০২১ সালের ১৮ আগস্ট অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করে।[4]
কোচ: জাস্টিন ল্যাংগার
ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথান এলিসকে চোটের বদলি হিসেবে দলে রাখা হয়।[5]
২০২১ সালের ৯ সেপ্টেম্বর আফগানিস্তান তাদের দল ঘোষণা করে।[6] কিন্তু দল ঘোষণার পরে রাশিদ খান অধিনায়কত্ব থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[7] কারণ হিসেবে তিনি নির্বাচক কমিটির সাথে নিজের মতবিরোধের কথা বলেন।[8] মোহাম্মদ নবিকে পরবর্তীতে আফগানিস্তানের অধিনায়ক ঘোষণা করা হয়।[9] ২০২১ সালের ১০ অক্টোবর আফগানিস্তানের দল হালনাগাদ করা হয়, যার ফলে শাপুর জাদরান, কায়েস আহমেদ ও আফসার জাজাই দল থেকে বাদ পড়েন। নতুন করে সামিউল্লাহ শেনওয়ারি, ফজলহক ফারুকী ও রিজার্ভ তালিকা থেকে ফরিদ আহমদ মালিককে দলে নেয়া হয়।[10] ২০২১ সালের ৩১ অক্টোবর আসগর আফগান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।[11] টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শরফউদ্দিন আশরাফকে তাঁর বদলি হিসেবে নেয়া হয়।[12]
কোচ: ল্যান্স ক্লুজনার
দৌলত জাদরান, ফজলহক ফারুকী ও সামিউল্লাহ শেনওয়ারিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[13]
২০২১ সালের ৯ সেপ্টেম্বর আয়ারল্যান্ড ১৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[14][15] ২০২১ সালের ৮ অক্টোবর ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়, এবং গ্রাহাম কেনেডি, ব্যারি ম্যাকার্থি ও শেন গেটকেটকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[16]
কোচ: গ্রাহাম ফোর্ড
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইংল্যান্ড তাদের দল ঘোষণা করে।[17] ২০২১ সালের ৫ অক্টোবর পিঠের চোটের কারণে ইংল্যান্ডের দল থেকে স্যাম কারান ছিটকে যান।[18] তাঁর বদলি হিসেবে তাঁর ভাই টম কারানকে দলে নেয়া হয় ও রিস টপলিকে একজন রিজার্ভ খেলোয়াড় ঘোষণা করা হয়।[19] ২০২১ সালের ৩ নভেম্বর উরুর চোটের কারণে টিম্যাল মিলস টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রিস টপলিকে মূল দলে নেয়া হয়।[20] ২০২১ সালের ৮ নভেম্বর পায়ের পেশির চোটের কারণে জেসন রয় টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রিজার্ভ তালিকা থেকে জেমস ভিন্সকে মূল দলে নেয়া হয়।[21]
কোচ: ক্রিস সিলভারউড
লিয়াম ডসনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[22]
২০২১ সালের ৮ সেপ্টেম্বর ওমান তাদের দল ঘোষণা করে।[23]
কোচ: দিলীপ মেন্ডিস
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ তাদের দল ঘোষণা করে।[24] ২০২১ সালের ২০ অক্টোবর ফ্যাবিয়ান অ্যালেন গোড়ালির চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে আকিল হোসেনকে মূল দলে নেয়া হয়।[25] ২০২১ সালের ২৭ অক্টোবর ওবেদ ম্যাককয় ডান পায়ে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান, যে কারণে বদলি হিসেবে জেসন হোল্ডারকে মূল দলে নেয়া হয়।[26]
কোচ: ফিল সিমনস
ড্যারেন ব্রাভো ও শেল্ডন কটরেলকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[27]
২০২১ সালের ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা তাদের দল ঘোষণা করে।[28]
কোচ: মার্ক বাউচার
অ্যান্ডিল ফেহলাকওয়াইও, জর্জ লিন্ডে ও লিজাদ উইলিয়ামসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[29]
২০২১ সালের ১০ সেপ্টেম্বর নামিবিয়া তাদের দল ঘোষণা করে।[30]
মরিশাস ন্গুপিতাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[31]
২০২১ সালের ১০ আগস্ট নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করে।[32] অ্যাডাম মিলনাকে চোটের বদলি হিসেবে দলে রাখা হয়,[33] এবং লকি ফার্গুসন পায়ের পেশির চোটে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলে তাঁকে মূল দলে নিয়ে আসা হয়।[34]
কোচ: গ্যারি স্টেড
২০২১ সালের ১০ সেপ্টেম্বর নেদারল্যান্ডস তাদের দল ঘোষণা করে।[35]
কোচ: রায়ান ক্যাম্পবেল
টোবিয়াস ভিসে ও শেন স্নেটারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান তাদের দল ঘোষণা করে।[36] ২০২১ সালের ৮ অক্টোবর পাকিস্তান তাদের দল হালনাগাদ করে। আজম খান ও মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে সরফরাজ আহমেদ ও হায়দার আলিকে দলে নেয়া হয়।[37] মূল দলের খুশদিল শাহের স্থানে রিজার্ভ খেলোয়াড় ফখর জামানকে নেয়া হয়।[38] এর পরের দিন পিঠের চোটের কারণে সোহাইব মাকসুদ পাকিস্তানের দল থেকে ছিটকে যান।[39] তাঁর বদলি হিসেবে শোয়েব মালিককে দলে নেয়া হয়।[40]
কোচ: সাকলাইন মুশতাক
উসমান কাদির, খুশদিল শাহ ও শাহনেওয়াজ দাহানিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[41]
২০২১ সালের ২৪ আগস্ট পাপুয়া নিউ গিনি তাদের দল ঘোষণা করে।[42]
২০২১ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের দল ঘোষণা করে।[43] আমিনুল ইসলাম ও রুবেল হোসেনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[44] কিন্তু ২০২১ সালের ১০ অক্টোবর আমিনুল ইসলাম দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ও দেশে ফিরে আসেন।[45] ২০২১ সালের ২৬ অক্টোবর মোহাম্মদ সাইফুদ্দিন পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রুবেল হোসেনকে মূল দলে নেয়া হয়।[46] হ্যামস্ট্রিং-এর চোটের কারণে সুপার ১২ পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান সাকিব আল হাসান।[47]
কোচ: রাসেল ডমিংগো
২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভারত তাদের দল ঘোষণা করে।[48] ২০২১ সালের ১২ অক্টোবর শার্দুল ঠাকুরকে মূল দলে নিয়ে আসা হয় ও তাঁর স্থানে রিজার্ভ তালিকায় অক্ষর প্যাটেলকে রাখা হয়।[49]
কোচ: রবি শাস্ত্রী
অক্ষর প্যাটেল, দীপক চাহার ও শ্রেয়াস আইয়ারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[50]
২০২১ সালের ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা তাদের প্রাথমিক দল ঘোষণা করে।[51] ২০২১ সালের ১ অক্টোবর শ্রীলঙ্কা দলে পাথুম নিশঙ্কা, মিনোদ ভানুকা, আশেন বণ্ডারা, লক্ষান সন্দকান ও রমেশ মেন্ডিসের নাম যুক্ত করা হয়।[52][53] ১০ অক্টোবর শ্রীলঙ্কা ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে।[54]
কোচ: মিকি আর্থার
২০২১ সালের ৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড ১৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে,[55] যেটিকে ১০ অক্টোবর ১৫ সদস্যে নামিয়ে আনা হয়।[56] কুঁচকির চোটের কারণে জশ ডেভি স্কটল্যান্ডের শেষ তিন ম্যাচ হতে ছিটকে যান।[57] তাঁর পরিবর্তে মাইকেল জোনসকে দলে নেয়া হয়।[58]
ক্রিস সোলকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[59]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.