শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ দলীয় সদস্য

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ছিল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের সপ্তম আসর,[] যা সংযুক্ত আরব আমিরাতওমানে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিটি দল ২০২১ সালের ১০ অক্টোবরের মধ্যে নিজেদের দলীয় সদস্যের তালিকা ঘোষণা করে।[][]

অস্ট্রেলিয়া

২০২১ সালের ১৮ আগস্ট অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করে।[]

কোচ: অস্ট্রেলিয়া জাস্টিন ল্যাংগার

ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথান এলিসকে চোটের বদলি হিসেবে দলে রাখা হয়।[]

Remove ads

আফগানিস্তান

২০২১ সালের ৯ সেপ্টেম্বর আফগানিস্তান তাদের দল ঘোষণা করে।[] কিন্তু দল ঘোষণার পরে রাশিদ খান অধিনায়কত্ব থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[] কারণ হিসেবে তিনি নির্বাচক কমিটির সাথে নিজের মতবিরোধের কথা বলেন।[] মোহাম্মদ নবিকে পরবর্তীতে আফগানিস্তানের অধিনায়ক ঘোষণা করা হয়।[] ২০২১ সালের ১০ অক্টোবর আফগানিস্তানের দল হালনাগাদ করা হয়, যার ফলে শাপুর জাদরান, কায়েস আহমেদ ও আফসার জাজাই দল থেকে বাদ পড়েন। নতুন করে সামিউল্লাহ শেনওয়ারি, ফজলহক ফারুকী ও রিজার্ভ তালিকা থেকে ফরিদ আহমদ মালিককে দলে নেয়া হয়।[১০] ২০২১ সালের ৩১ অক্টোবর আসগর আফগান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।[১১] টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শরফউদ্দিন আশরাফকে তাঁর বদলি হিসেবে নেয়া হয়।[১২]

কোচ: দক্ষিণ আফ্রিকা ল্যান্স ক্লুজনার

দৌলত জাদরান, ফজলহক ফারুকীসামিউল্লাহ শেনওয়ারিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[১৩]

Remove ads

আয়ারল্যান্ড

২০২১ সালের ৯ সেপ্টেম্বর আয়ারল্যান্ড ১৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[১৪][১৫] ২০২১ সালের ৮ অক্টোবর ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়, এবং গ্রাহাম কেনেডি, ব্যারি ম্যাকার্থিশেন গেটকেটকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[১৬]

কোচ: দক্ষিণ আফ্রিকা গ্রাহাম ফোর্ড

ইংল্যান্ড

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইংল্যান্ড তাদের দল ঘোষণা করে।[১৭] ২০২১ সালের ৫ অক্টোবর পিঠের চোটের কারণে ইংল্যান্ডের দল থেকে স্যাম কারান ছিটকে যান।[১৮] তাঁর বদলি হিসেবে তাঁর ভাই টম কারানকে দলে নেয়া হয় ও রিস টপলিকে একজন রিজার্ভ খেলোয়াড় ঘোষণা করা হয়।[১৯] ২০২১ সালের ৩ নভেম্বর উরুর চোটের কারণে টিম্যাল মিলস টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রিস টপলিকে মূল দলে নেয়া হয়।[২০] ২০২১ সালের ৮ নভেম্বর পায়ের পেশির চোটের কারণে জেসন রয় টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রিজার্ভ তালিকা থেকে জেমস ভিন্সকে মূল দলে নেয়া হয়।[২১]

কোচ: ইংল্যান্ড ক্রিস সিলভারউড

লিয়াম ডসনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২২]

Remove ads

ওমান

২০২১ সালের ৮ সেপ্টেম্বর ওমান তাদের দল ঘোষণা করে।[২৩]

কোচ: শ্রীলঙ্কা দিলীপ মেন্ডিস

ওয়েস্ট ইন্ডিজ

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ তাদের দল ঘোষণা করে।[২৪] ২০২১ সালের ২০ অক্টোবর ফ্যাবিয়ান অ্যালেন গোড়ালির চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে আকিল হোসেনকে মূল দলে নেয়া হয়।[২৫] ২০২১ সালের ২৭ অক্টোবর ওবেদ ম্যাককয় ডান পায়ে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান, যে কারণে বদলি হিসেবে জেসন হোল্ডারকে মূল দলে নেয়া হয়।[২৬]

কোচ: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ফিল সিমনস

ড্যারেন ব্রাভোশেল্ডন কটরেলকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২৭]

Remove ads

দক্ষিণ আফ্রিকা

২০২১ সালের ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা তাদের দল ঘোষণা করে।[২৮]

কোচ: দক্ষিণ আফ্রিকা মার্ক বাউচার

অ্যান্ডিল ফেহলাকওয়াইও, জর্জ লিন্ডেলিজাদ উইলিয়ামসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২৯]

Remove ads

নামিবিয়া

২০২১ সালের ১০ সেপ্টেম্বর নামিবিয়া তাদের দল ঘোষণা করে।[৩০]

কোচ: দক্ষিণ আফ্রিকা পিয়ের দ্য ব্রয়েন

মরিশাস ন্‌গুপিতাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৩১]

Remove ads

নিউজিল্যান্ড

২০২১ সালের ১০ আগস্ট নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করে।[৩২] অ্যাডাম মিলনাকে চোটের বদলি হিসেবে দলে রাখা হয়,[৩৩] এবং লকি ফার্গুসন পায়ের পেশির চোটে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলে তাঁকে মূল দলে নিয়ে আসা হয়।[৩৪]

কোচ: নিউজিল্যান্ড গ্যারি স্টেড

নেদারল্যান্ডস

২০২১ সালের ১০ সেপ্টেম্বর নেদার‌ল্যান্ডস তাদের দল ঘোষণা করে।[৩৫]

কোচ: হংকং রায়ান ক্যাম্পবেল

টোবিয়াস ভিসে ও শেন স্নেটারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।

Remove ads

পাকিস্তান

২০২১ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান তাদের দল ঘোষণা করে।[৩৬] ২০২১ সালের ৮ অক্টোবর পাকিস্তান তাদের দল হালনাগাদ করে। আজম খান ও মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে সরফরাজ আহমেদহায়দার আলিকে দলে নেয়া হয়।[৩৭] মূল দলের খুশদিল শাহের স্থানে রিজার্ভ খেলোয়াড় ফখর জামানকে নেয়া হয়।[৩৮] এর পরের দিন পিঠের চোটের কারণে সোহাইব মাকসুদ পাকিস্তানের দল থেকে ছিটকে যান।[৩৯] তাঁর বদলি হিসেবে শোয়েব মালিককে দলে নেয়া হয়।[৪০]

কোচ: পাকিস্তান সাকলাইন মুশতাক

উসমান কাদির, খুশদিল শাহ ও শাহনেওয়াজ দাহানিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৪১]

Remove ads

পাপুয়া নিউ গিনি

২০২১ সালের ২৪ আগস্ট পাপুয়া নিউ গিনি তাদের দল ঘোষণা করে।[৪২]

কোচ: ইতালি কার্ল সান্দ্রি

বাংলাদেশ

২০২১ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের দল ঘোষণা করে।[৪৩] আমিনুল ইসলামরুবেল হোসেনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৪৪] কিন্তু ২০২১ সালের ১০ অক্টোবর আমিনুল ইসলাম দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ও দেশে ফিরে আসেন।[৪৫] ২০২১ সালের ২৬ অক্টোবর মোহাম্মদ সাইফুদ্দিন পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে রুবেল হোসেনকে মূল দলে নেয়া হয়।[৪৬] হ্যামস্ট্রিং-এর চোটের কারণে সুপার ১২ পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান সাকিব আল হাসান[৪৭]

কোচ: দক্ষিণ আফ্রিকা রাসেল ডমিংগো

ভারত

২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভারত তাদের দল ঘোষণা করে।[৪৮] ২০২১ সালের ১২ অক্টোবর শার্দুল ঠাকুরকে মূল দলে নিয়ে আসা হয় ও তাঁর স্থানে রিজার্ভ তালিকায় অক্ষর প্যাটেলকে রাখা হয়।[৪৯]

কোচ: ভারত রবি শাস্ত্রী

অক্ষর প্যাটেল, দীপক চাহারশ্রেয়াস আইয়ারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৫০]

শ্রীলঙ্কা

২০২১ সালের ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা তাদের প্রাথমিক দল ঘোষণা করে।[৫১] ২০২১ সালের ১ অক্টোবর শ্রীলঙ্কা দলে পাথুম নিশঙ্কা, মিনোদ ভানুকা, আশেন বণ্ডারা, লক্ষান সন্দকানরমেশ মেন্ডিসের নাম যুক্ত করা হয়।[৫২][৫৩] ১০ অক্টোবর শ্রীলঙ্কা ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে।[৫৪]

কোচ: দক্ষিণ আফ্রিকা মিকি আর্থার

স্কটল্যান্ড

২০২১ সালের ৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড ১৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে,[৫৫] যেটিকে ১০ অক্টোবর ১৫ সদস্যে নামিয়ে আনা হয়।[৫৬] কুঁচকির চোটের কারণে জশ ডেভি স্কটল্যান্ডের শেষ তিন ম্যাচ হতে ছিটকে যান।[৫৭] তাঁর পরিবর্তে মাইকেল জোনসকে দলে নেয়া হয়।[৫৮]

কোচ: দক্ষিণ আফ্রিকা শেন বার্গার

ক্রিস সোলকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৫৯]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads