গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গ্লেন জেমস ম্যাক্সওয়েল (ইংরেজি: Glenn James Maxwell; জন্ম: ১৪ অক্টোবর, ১৯৮৮) হলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি মুলত একজন অল-রাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলে থাকেন।[১] ২০১১ সালে অস্ট্রেলিয়ান দলের কোন ব্যাটসম্যান হয়ে তিনি দ্রুতগতিতে মাত্র ১৯ বলে ৫০ রানের (অর্ধশতক) করার ইতিহাস গড়েন।[২] ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি তার। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৪০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই অজি ব্যাটার। তিনি হংকং ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেসের দলের হয়ে খেলে থাকেন।[৩] এছাড়াও তিনি ২০১২ সালের ফ্রেন্ডস লাইফ টি-২০ সিজনে হ্যাম্পশায়ার এর সাথে চুক্তিবদ্ধ হন।[৪] ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স তাকে ১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়।[৫] মার্চে ভারতের হায়দ্রবাদে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।[৬] ২০২২ সালের মার্চে তিনি তার দীর্ঘদিনের সঙ্গী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গ্লেন জেমস ম্যাক্সওয়েল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ১৪ অক্টোবর ১৯৮৮|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | বিগ শো, ম্যাক্সি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ১১.৫ ইঞ্চি (১৮২ সে.মি.) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৪৩৩) | ২ মার্চ ২০১৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২২ মার্চ ২০১৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৯৬) | ২৫ আগস্ট ২০১২ বনাম আফগানিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৯ নভেম্বর ২০২৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৩২ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০–বর্তমান | ভিক্টোরিয়া (জার্সি নং ৩২) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–২০১২ | মেলবোর্ন রেনিগেজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২ | দিল্লি ডেয়ারডেভিলস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২ | হ্যাম্পশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২–বর্তমান | মেলবোর্ন স্টার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | মুম্বাই ইন্ডিয়ানস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | সারে কাউন্টি ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৪–বর্তমান | কিংস এলেভেন পাঞ্জাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৮ মার্চ ২০১৫ |
প্রাথমিক জীবন
ম্যাক্সওয়েল ভিক্টোরিয়া জন্মগ্রহণ করেন; যেটি মেলবোর্নে শহরে অবস্থিত। তিনি তার জুনিয়র ক্রিকেট সাউথ বেলগ্রেভ সিসি এর হয়ে খেলছেন।
আন্তর্জাতিক জীবনী
২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত-এ অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে তার অভিষেক হয়। তার দ্বিতীয় ওডিআই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৬* রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন যাতে তিনি ছয়ের মারের মাধ্যমে অস্ট্রেলিয়া দলকে জয়ের দারপ্রান্তে পৌছাতে সাহায্য করেন।
ভারতের বিরুদ্ধে টেস্ট খেলায় তার অভিষেক হয়[৬] তিনি প্রধান স্পিনার জেভিয়ার ডোহার্টি বদলে দলের দ্বিতীয় স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে খেলেন।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল একদিনের আন্তর্জাতিকে তার প্রথম সেঞ্চুরি করেন। এছাড়াও ৫১ বলে গড়া তার এ সেঞ্চুরিটি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ও অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরি।[৭] ৭ই নভেম্বর ২০২৩ আইসিসি বিশ্ব কাপ আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল প্রথম খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেন (১২৮ বলে ২০১*)।[৮]
আইপিএল ক্যারিয়ার
ম্যাক্সওয়েলকে ২০১৩ সালের আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়, এতে করে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বিদেশী খেলোয়াড় হিসেবে প্রমাণিত হন।[৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.