ভারত জাতীয় ক্রিকেট দল
জাতীয় ক্রীড়া দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারত জাতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই দ্বারা পরিচালিত এই দল টেস্ট,ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি২০ ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র পূর্ণ সদস্য।
![]() | |||||||||||||
ডাকনাম | Men in Blue (নীল পোশাক পরিহিত পুরুষ) | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংঘ | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | ||||||||||||
কর্মীবৃন্দ | |||||||||||||
অধিনায়ক | রোহিত শর্মা | ||||||||||||
কোচ | গৌতম গম্ভীর | ||||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |||||||||||||
আইসিসি মর্যাদা | পূর্ণ সদস্য | ||||||||||||
আইসিসি অঞ্চল | এশিয়া | ||||||||||||
| |||||||||||||
টেস্ট | |||||||||||||
প্রথম টেস্ট | ব ইংল্যান্ড লর্ডস, লন্ডন; ২৫–২৮ জুন ১৯৩২ | ||||||||||||
সর্বশেষ টেস্ট | ব নিউজিল্যান্ড মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে; ২৪–২৬ অক্টোবর ২০২৪ | ||||||||||||
| |||||||||||||
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি | ২ (২০১৯–২০২১ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | রানার্স-আপ (২০১৯–২১, ২০২১–২৩) | ||||||||||||
একদিনের আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম ওডিআই | ব ইংল্যান্ড হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড, লিডস; ১৩ জুলাই ১৯৭৪ | ||||||||||||
সর্বশেষ ওডিআই | ব শ্রীলঙ্কা আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো; ৭ আগস্ট ২০২৪ | ||||||||||||
| |||||||||||||
বিশ্বকাপ উপস্থিতি | ১৩ (১৯৭৫ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (১৯৮৩,২০১১) | ||||||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম টি২০আই | ব দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ; ১ ডিসেম্বর ২০০৬ | ||||||||||||
সর্বশেষ টি২০আই | ব বাংলাদেশ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ; ১২ অক্টোবর ২০২৪ | ||||||||||||
| |||||||||||||
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৯ (২০০৭ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (২০০৭,২০২৪) | ||||||||||||
| |||||||||||||
৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী |
অধিনায়ক
সারাংশ
প্রসঙ্গ
পঁয়ত্রিশ জন অন্তত একটি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, যদিও মাত্র ছয়জন ২৫টিরও বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং ছয়জনই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু টেস্টে নয়। ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সিকে নাইডু, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন: ১৯৩২ সালে ইংল্যান্ডে একটি এবং ১৯৩৩-৩৪ সালে ঘরের মাঠে তিনটি ম্যাচের সিরিজ। লালা অমরনাথ , ভারতের চতুর্থ অধিনায়ক, ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দেন। ১৯৫২-৫৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ উভয়েই তিনি দলের প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ের নেতৃত্ব দেন। ১৯৫২ থেকে ১৯৬১-৬২ পর্যন্ত, ভারতে বিজয় হাজারে, পলি উমরিগার এবং নারী কন্ট্রাক্টর এর মতো অনেক অধিনায়ক ছিলেন।
পতৌদির নবাব, মনসুর আলি খান পতৌদি, ১৯৬১-৬২ থেকে ১৯৬৯-৭০ পর্যন্ত ৩৬টি টেস্ট ম্যাচের জন্য দলের অধিনায়ক ছিলেন, ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও চারটি ম্যাচে ফিরে আসেন। তার অধিনায়কত্বের মেয়াদের প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলকে হোয়াইটওয়াশ করা হয়। ১৯৬৭-৬৮ সালে, পতৌদি ভারতকে তার প্রথম নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন, যা ভারতে টেস্ট সিরিজ ৩-১ তে জিতেছিল। ১৯৭০-৭১ সালে, অজিত ওয়াদেকর পতৌদির কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। ওয়াদেকরের নেতৃত্বে, ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজ জয়ের নথিভুক্ত করে। ভারত ১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলেছিল, এছাড়াও তার অধিনায়কত্বেই। ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে ভারত প্রথম ওডিআই জিতেছিল।পূর্ব আফ্রিকার বিপক্ষে। ১৯৭৫-৭৬ এবং ১৯৭৮-৭৯-এর মধ্যে, বিষেন সিং বেদী ২২টি টেস্ট এবং ৪টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দিয়েছিলেন, ৬টি টেস্ট এবং একটি ওডিআই জিতেছিলেন।
সুনীল গাভাস্কার ১৯৭৮-৭৯ সালে টেস্ট ও ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ৪৭টি টেস্ট ম্যাচ এবং ৩৭টি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন, ৯টি টেস্ট এবং ১৪টি ওডিআই জিতেছিলেন। তিনি ১৯৮০-এর দশকে কপিল দেবের স্থলাভিষিক্ত হন, যিনি ৪টি জয় সহ ৩৪টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কপিল দেব ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ সহ তার দায়িত্বে থাকা ৭৪টি ওডিআইয়ের মধ্যে ৩৯টিতে ভারতকে জয়ের পথে নিয়ে যান। কপিল দেব ১৯৮৬ সালে ইংল্যান্ডে ভারতের ২-০ টেস্ট সিরিজ জয়ের নেতৃত্বও দিয়েছিলেন। ১৯৮৭-৮৮ এবং ১৯৮৯-৯০-এর মধ্যে ভারতের তিনজন অধিনায়ক ছিলেন দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের পর ভেঙ্গসরকার কপিল দেবের কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। যদিও তিনি অধিনায়ক হিসাবে তার প্রথম সিরিজে দুটি সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন, তার অধিনায়কত্বের সময়কাল ছিল অশান্ত এবং ১৯৮৯ সালের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের একটি বিপর্যয়কর সফর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে বিরোধের কারণে তিনি অধিনায়কত্ব হারান।
আন্তর্জাতিক মাঠ
নির্বাচক কমিটি
বর্তমান সিনিয়র জাতীয় নির্বাচন কমিটি
- অজিত আগরকার (চেয়ারম্যান) যিনি একজন medium pace অলরাউন্ডার ছিলেন
- শিব সুন্দর দাস যিনি একজন উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন
- পেসার ছিলেন সুব্রতো ব্যানার্জি
- একজন পেসার ছিলেন সলিল আনকোলা
- শ্রীধরন শরৎ যিনি একজন ব্যাটসম্যান ছিলেন
বর্তমান দলের সদস্য
সারাংশ
প্রসঙ্গ
সাম্প্রতিক টেস্ট দলের সদস্য
জার্সি নং | নাম | টেস্ট
চ্যাম্পিয়নশিপ ফাইনাল |
ওয়েস্টইন্ডিজ
সফর |
দক্ষিণ আফ্রিকা
সফর |
ঘরোয়া
ইংল্যান্ড সফর |
ঘরোয়া
বাংলাদেশ সফর |
ঘরোয়া
নিউজিল্যান্ড সফর |
অস্ট্রেলিয়া
সফর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | লোকেশ রাহুল (wk) | Y | Y (৩৭ গড়ে রান করেছেন) | Y (৫৪ গড়ে রান করেছেন) | Y (৫৩ গড়ে রান করেছেন) | Y (১টি ম্যাচ খেলেছেন) | সম্ভাব্য | |
৮ | রবীন্দ্র জাদেজা | Y | Y | Y | Y | Y | Y | সম্ভাব্য |
১১ | মোহাম্মদ শামি | Y | Y | সম্ভাব্য | ||||
১৪ | কে এস ভারত (wk) | Y | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y (২৩ গড়ে রান করেছেন) | |||
১৭ | ঋষভ পন্ত (wk) | Y | Y | সম্ভাব্য | ||||
১৮ | বিরাট কোহলি | Y | Y (৯৮ গড়ে রান করেছেন) | Y (৪৩ গড়ে রান করেছেন) | Y (৩৩ গড়ে রান করেছেন) | Y (২২ গড়ে রান করেছেন) | সম্ভাব্য | |
২০ | অক্ষর প্যাটেল | Y | Y | Y | Y | Y | সম্ভাব্য | |
২৭ | অজিঙ্কা রাহানে | Y | Y | |||||
৩২ | ঈশান কিষাণ (wk) | Y | Y | Y | ||||
৪৫ | রোহিত শর্মা (c) | Y | Y (৮০ গড়ে রান করেছেন) | Y (২০ গড়ে রান করেছেন) | Y (৪৪ গড়ে রান করেছেন) | Y (১০ গড়ে রান করেছেন) | Y (১৫ গড়ে রান করেছেন) | - |
৪৯ | মুকেশ কুমার | Y | Y | Y | সম্ভাব্য | |||
৫৪ | শার্দুল ঠাকুর | Y | Y | Y | সম্ভাব্য | |||
৫৫ | ওয়াশিংটন সুন্দর | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y | সম্ভাব্য | ||||
৬৪ | যশস্বী জয়সওয়াল | Y | Y | Y | Y | Y | সম্ভাব্য | |
৭৩ | মোহাম্মদ সিরাজ | Y | Y | Y | Y | Y | Y | সম্ভাব্য |
৭৭ | শুভমান গিল | Y | Y | Y | Y | Y | Y | সম্ভাব্য |
৯১ | জয়দেব উনাদকট | Y | Y | সম্ভাব্য | ||||
৯৩ | জসপ্রীত বুমরাহ | Y | Y | Y | Y | সম্ভাব্য | ||
৯৯ | রবিচন্দ্রন অশ্বিন | Y | Y (৫৬ গড়ে রান - ১৫ গড়ে বল করেছেন) | Y (৪ গড়ে রান - ৪১ গড়ে বল করেছেন) | Y (২৪ গড়ে বল করেছেন) | Y (৫৭ গড়ে রান - ১৯ গড়ে বল করেছেন) | Y (৯ গড়ে রান - ৪৩ গড়ে বল করেছেন) | |
শ্রেয়াস আইয়ার | Y (১০ গড়ে রান করেছেন) | Y (২৬ গড়ে রান করেছেন) | ||||||
আভেশ খান | Y (অভিষেক হয়নি) | Y (অভিষেক হয়নি) | ||||||
প্রসিধ কৃষ্ণা | Y | |||||||
ঋতুরাজ গায়কওয়াড় | Y | Y | ||||||
আকাশ দীপ | Y (২৭ গড়ে বল করেছেন) | Y | Y | সম্ভাব্য | ||||
ধ্রুব জুরেল (wk) | Y (৬৩ গড়ে রান করেছেন) | Y | Y | সম্ভাব্য | ||||
সরফরাজ খান | Y (৫০ গড়ে রান করেছেন) | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y | সম্ভাব্য | ||||
রজত পাতিদার | Y (১০ গড়ে রান করেছেন) | |||||||
কুলদীপ যাদব | Y | Y | Y | |||||
দেবদূত পাদিক্কাল | Y | সম্ভাব্য |
সাম্প্রতিক একদিবসীয় দলের সদস্য
জার্সি নং | নাম | বিশ্বকাপে | দঃ আ সফরে | শ্রীলঙ্কা সফরে | ঘরোয়া
ইংল্যান্ড সফর |
চ্যাম্পিয়ন্স ট্রফি |
---|---|---|---|---|---|---|
১ | লোকেশ রাহুল (wk) | Y | Y | Y | Y | Y |
২ | আর্শদীপ সিং | Y | Y (৫২ গড়ে বল করেছেন) | Y | Y | |
৫ | ওয়াশিংটন সুন্দর | Y | Y | Y | Y | |
৮ | রবীন্দ্র জাদেজা | Y | Y | Y | ||
১১ | মোহাম্মদ শামি | Y | Y | Y | ||
১৭ | ঋষভ পন্ত (wk) | Y (১টি ম্যাচ খেলেন) | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y | ||
১৮ | বিরাট কোহলি | Y | Y | Y | Y | |
২০ | অক্ষর প্যাটেল | Y (কোনো ম্যাচ খেলেনি) | Y (৪ গড়ে রান করেছেন) | Y | Y | Y |
২২ | হারশিত রানা | দলে অন্তর্ভুক্ত | Y | Y | ||
২৩ | কুলদীপ যাদব | Y | Y | Y | Y | Y |
২৪ | প্রসিধ কৃষ্ণা | Y (কোনো ম্যাচ খেলেনি) | ||||
২৯ | বরুন চক্রবর্তী | Y | Y | |||
৩২ | ঈশান কিষাণ (wk) | Y (২টি ম্যাচ খেলেন) | ||||
৩৩ | হার্দিক পাণ্ড্য (vc) | Y | Y | Y | ||
৪৫ | রোহিত শর্মা (c) | Y (৫৪ গড়ে রান করেছেন) | Y (৫২ গড়ে রান করেছেন) | Y (৪০ গড়ে রান করেছেন) | Y | |
৫৪ | শার্দুল ঠাকুর | Y (৩টি ম্যাচ খেলেন) | ||||
৬৩ | সূর্যকুমার যাদব | Y (১৭ গড়ে রান করেছেন) | ||||
৭৩ | মোহাম্মদ সিরাজ | Y | Y (৫২ গড়ে বল করেছেন) | |||
৭৭ | শুভমান গিল | Y | Y | Y | Y | |
৯৩ | জসপ্রীত বুমরাহ | Y | ||||
৯৬ | শ্রেয়াস আইয়ার | Y (৬৬ গড়ে রান করেছেন) | Y (১টি ম্যাচ খেলেন) | Y (১২ গড়ে রান করেছেন) | Y (৬০ গড়ে রান করেছেন) | Y |
৯৯ | রবিচন্দ্রন অশ্বিন | Y (১টি ম্যাচ খেলেন) | ||||
দীপক চাহার | Y (কোনো ম্যাচ খেলেনি) | |||||
যুজবেন্দ্র চাহাল | Y (কোনো ম্যাচ খেলেনি) | |||||
আকাশ দীপ | Y (কোনো ম্যাচ খেলেনি) | |||||
ঋতুরাজ গায়কওয়াড় | Y (৪ গড়ে রান করেছেন) | |||||
আভেশ খান | Y | |||||
মুকেশ কুমার | Y (১৪৮ গড়ে বল করেছেন) | |||||
রজত পাতিদার | Y (১টি ম্যাচ খেলেন) | |||||
সঞ্জু স্যামসন (wk) | Y | |||||
রিংকু সিং | Y | |||||
সাই সুদর্শন | Y | |||||
তিলক বর্মা | Y | |||||
রিয়ান পরাগ | Y (১টি ম্যাচ খেলেন) | |||||
শিবম দুবে | Y (১১ গড়ে রান করেছেন) | |||||
খলীল | দলে অন্তর্ভুক্ত | |||||
যশস্বী জয়সওয়াল | Y |
কোচিং এবং সাপোর্ট স্টাফ
- ম্যানেজার : গিরিশ ডংরে
- প্রধান প্রশিক্ষক : গৌতম গম্ভীর[১০]
- সহকারী কোচ: রায়ান টেন ডেসকাট
- ব্যাটিং প্রশিক্ষক: অভিষেক নায়ার
- বোলিং প্রশিক্ষক : মরনে মরকেল
- ফিল্ডিং প্রশিক্ষক: টি দিলীপ
- ফিজিও: নিতিন প্যাটেল
- ভিডিও অ্যানালিস্ট: হরি প্রসাদ মোহন
- Trainer: Basu Shanker
- শক্তি এবং কন্ডিশনিং কোচ : নিক ওয়েব এবং সোহম দেসাই
- থ্রোডাউন বিশেষজ্ঞ : রাঘবিন্দ্রা, নুয়ান সেনেভিরত্নে এবং দয়ানন্দ গারানি
- ম্যাসেজ থেরাপিস্ট: অরুণ কানাদে এবং রাজীব কুমার
ঘরোয়া ক্রিকেট
বিশ্ব ক্রিকেটের অন্যতম সুগঠিত ঘরোয়া ক্রিকেট ভারতীয় জাতীয় দলকে আরো সমৃদ্ধ করেছে। ভারত এ ক্রিকেট দল বিভিন্ন সময়ে প্রথম শ্রেণীর ও লিস্ট এ ক্রিকেট খেলে থাকে যেখানে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা হয়৷
অন্যতম ঘরোয়া লিগ গুলি হল :-
১. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
২. রঞ্জি ট্রফি
৩. বিজয় হাজারে ট্রফি
৪. সৈয়দ মুশতাক আলী ট্রফি
৫. দিলীপ ট্রফি
ইত্যাদি৷
ফলাফল ও আসন্ন সূচি
দ্বি-পাক্ষিক
তারিখ | বিপক্ষে | হোম/অ্যওয়ে | ফলাফল | ||
---|---|---|---|---|---|
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
জুন ২০১৮ | ![]() |
হোম | [১] | – | – |
ফেব্রুয়ারি-মার্চ ২০২১ | ![]() |
হোম | ২-১ [৪] | ৩-২ [৫] | ২-১ [৩] |
জুন ২০২১ | ![]() |
২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ | [১] | - | - |
অগাস্ট-সেপ্টেম্বর ২০২১ | ![]() |
পতৌদি ট্রফি (২০২১) | [৫] | - | - |
নভেম্বর - ডিসেম্বর ২০২১ | ![]() |
২০২১-২২ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর | [২] | - | [৩] |
ডিসেম্বর-জানুয়ারী ২০২২ | ![]() |
২০২১-২২ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | [৩] | [৩] | [৪] |
ফেব্রুয়ারি ২০২২ | ![]() |
২০২১-২২ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর | – | [৩] | [৩] |
ফেব্রুয়ারি-মার্চ ২০২২ | ![]() |
২০২১-২২ সালে ভারতে শ্রীলঙ্কা ক্রিকেট দল | [২] | [৩] | |
ডিসেম্বর –জানুয়ারি ২০২৪ | ![]() |
২০২৩–২৪ ভারত পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | [২] | [৩] | [৩] |
জুলাই ২০২৪ | ![]() |
অ্যওয়ে | – | - | [৫] |
জুলাই ২০২১ | ![]() |
আওয়ে | - | [৩] | [৩] |
সেপ্টেম্বর ২০২৪ | ![]() |
ঘরোয়া | [২] | - | [৩] |
নভেম্বর ২০২৪ | ![]() |
অ্যওয়ে | [৫] | - | - |
বহুজাতিক
বহু দল সিরিজ এবং প্রতিযোগিতা | ||||
---|---|---|---|---|
তারিখ | সিরিজ | বিন্যাস | অবস্থান | ফলাফল |
মার্চ ২০১৮ | ![]() |
টি২০আই | বিজয়ী | ৪-১ [৫] |
সেপ্টেম্বর ২০২০ | ![]() |
টি২০আই | বিজয়ী | |
আগস্ট, ২০১৯ – জুন, ২০২১ | ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ | টেস্ট ক্রিকেট | রানার-আপ | |
অক্টোবর - নভেম্বর ২০২১ | ![]() ![]() ![]() |
টি২০আই | - | [৭] |
মে ২০২০ – মার্চ ২০২২ | ২০২০-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ | ওডিআই | - | [৭] |
জুন ২০২৪ | ![]() ![]() |
টি২০আই | - | [৯] |
ফেব্রুয়ারি – মার্চ ২০২৫ | ![]() ![]() |
ওডিআই | [৫] |
টুর্নামেন্টের ইতিহাস
সারাংশ
প্রসঙ্গ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ
বিশ্বকাপ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
চূড়ান্ত খেলার আয়োজক | বছর | রাউন্ড | অবস্থান | সিরিজ খেলা | সিরিজ জ | সিরিজ হা | সিরিজ টাই | পয়েন্ট |
ইংল্যান্ড | ২০১৯-২১ | - | ১/৯ | ৬ | ৫ | ১ | ০ | ৫২০ |
ক্রিকেট বিশ্বকাপ
বিশ্বকাপ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
স্বাগতিক | বছর | রাউন্ড | অবস্থান | খেলা | জ | হা | টাই | ফহ |
ইংল্যান্ড | ১৯৭৫ | রাউন্ড ১ | ৬/৮ | ৩ | ১ | ২ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৭৯ | রাউন্ড ১ | ৭/৮ | ৩ | ০ | ৩ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৮৩ | চ্যাম্পিয়ন | ১/৮ | ৮ | ৬ | ২ | ০ | ০ |
ভারত/পাকিস্তান | ১৯৮৭ | সেমি-ফাইনাল | ৪/৮ | ৭ | ৫ | ২ | ০ | ০ |
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড | ১৯৯২ | রাউন্ড ১ | ৭/৯ | ৮ | ২ | ৫ | ০ | ১ |
ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা | ১৯৯৬ | সেমি-ফাইনাল | ৪/১২ | ৭ | ৪ | ৩ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৯৯ | রা২ (সুপার ৬) | ৬/১২ | ৮ | ৪ | ৪ | ০ | ০ |
দক্ষিণ আফ্রিকা/জিম্বাবুয়ে/কেনিয়া | ২০০৩ | রানার-আপ | ২/১৪ | ১১ | ৯ | ২ | ০ | ০ |
ওয়েস্ট ইন্ডিজ | ২০০৭ | রাউন্ড ১ | ১০/১৬ | ৩ | ১ | ২ | ০ | ০ |
ভারত/শ্রীলঙ্কা/বাংলাদেশ | ২০১১ | চ্যাম্পিয়ন | ১/১৪ | ৯ | ৭ | ১ | ১ | ০ |
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড | ২০১৫ | সেমি-ফাইনাল | ৩/১৪ | ৮ | ৭ | ১ | ০ | ০ |
ইংল্যান্ড | ২০১৯ | সেমি-
ফাইনাল |
৩/১৪ | ১০ | ৭ | ২ | ০ | ১ |
ভারত | ২০২৩ | - | – | – | – | – | – | – |
মোট | ১২/১২ | ২টি শিরোপা | ৮৫ | ৫৩ | ২৯ | ১ | ২ |
বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
এশিয়া কাপ
বিলুপ্ত টুর্নামেন্ট
কমনওয়েলথ গেমস† | হিরো কাপ | এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ | অস্ট্রাল-এশিয়া কাপ | ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট |
---|---|---|---|---|
|
|
|
|
†ক্রিকেট শুধু ১৯৯৮ কমনওয়েলথ গেমসে খেলা হয়েছিল।
সিরিজ জয়
সারাংশ
প্রসঙ্গ
টেস্ট সিরিজ জয়
প্রতিপক্ষ | হোম(ভারতে) বিজয় | প্রথম বিদেশে বিজয় | সর্বশেষ বিদেশে বিজয় | সাম্প্রতিক বিফল অধিনায়কগণ |
---|---|---|---|---|
![]() | 1979[১১] | ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ১৯৮১ সালে সুনীল গাভাস্কার-এর নেতৃত্বে ড্র,
১৯৮৫-৮৬ সালে কপিল দেব-এর নেতৃত্বে ড্র, ২০০৩-০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বে ড্র, ২০১৮-১৯ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে, ২০২০-২১ সালে আজিঙ্ক্য রাহানে-এর নেতৃত্বে |
|
![]() | ২০১৬–১৭ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে
২০১৯–২০ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে ২০২৪–২৫ সালে রোহিত শর্মা-এর নেতৃত্বে |
2000 | ||
![]() | ১৯৬১-৬২ সালে নরি কন্ট্রাক্টর-এর নেতৃত্বে
১৯৭২-৭৩ সালে অজিত ওয়াড়েকর-এর নেতৃত্বে ১৯৮১-৮২ সালে সুনীল গাভাস্কার-এর নেতৃত্বে ১৯৯২-৯৩ সালে মোহাম্মদ আজহারউদ্দীন-এর নেতৃত্বে ২০০১-০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বে ২০০৮-০৯ সালে মহেন্দ্র সিং ধোনি-এর নেতৃত্বে ২০১৬–১৭ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে ২০২০–২১ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে |
১৯৭১ সালে অজিত ওয়াড়েকর-এর নেতৃত্বে | ১৯৮৬ সালে কপিল দেব-এর নেতৃত্বে,
২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বে ড্র, ২০০৭ সালে রাহুল দ্রাবিড়-এর নেতৃত্বে |
শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (১৯৭৯),
সুনীল গাভাস্কার (১৯৮২), মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০, ১৯৯৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৪), মহেন্দ্র সিং ধোনি (২০১১ ,২০১৪) , বিরাট কোহলি (২০১৮ ) |
![]() | ১৯৫৫-৫৬ সালে গুলাম আহমেদ-এর নেতৃত্বে
১৯৬৫ সালে মনসুর আলি খান পতৌদি-এর নেতৃত্বে ১৯৭৬ সালে বিষেন সিং বেদী-এর নেতৃত্বে ১৯৮৮ সালে দিলীপ বেঙ্গসরকার-এর নেতৃত্বে ১৯৯৫ সালে মোহাম্মদ আজহারউদ্দীন-এর নেতৃত্বে ১৯৯৯ সালে শচীন তেন্ডুলকর-এর নেতৃত্বে ২০১০ ও ২০১২ সালে মহেন্দ্র সিং ধোনি-এর নেতৃত্বে ২০১৬ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে ২০২১ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে |
1968 | ||
![]() | 1952 | 2004 | ||
![]() | 1996 | – | ||
![]() | 1986/87 | 1993 | ||
![]() | 1978/79 | 1971 | ||
![]() | 1993 | 2005 |
ঘরের মাঠে টেস্ট পরাজয় (শেষ ৪ বছরে)
সাল | মাস | মাঠ | বিপক্ষ | ব্যর্থ ভারতীয় ব্যাট্সমেন | ব্যর্থ ভারতীয় বোলার |
---|---|---|---|---|---|
২০২১ | ফেব্রুয়ারী | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম | ![]() |
অজিঙ্কা রাহানে , রোহিত শর্মা | |
২০২৩ | মার্চ | হোলকার স্টেডিয়াম | ![]() |
রোহিত শর্মা, শুভমান গিল , শ্রেয়াস আইয়ার , কে এস ভারত | |
২০২৪ | জানুয়ারী | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ![]() |
শুভমান গিল , শ্রেয়াস আইয়ার | |
২০২৪ | অক্টোবর | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | ![]() |
লোকেশ রাহুল | রবিচন্দ্রন অশ্বিন |
২০২৪ | অক্টোবর | মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | ![]() |
রোহিত শর্মা, বিরাট কোহলি , ঋষভ পন্ত, সরফরাজ খান | |
২০২৪ | নভেম্বর | ওয়াংখেড়ে স্টেডিয়াম | ![]() |
রোহিত শর্মা, বিরাট কোহলি , সরফরাজ খান |
ওডিআই সিরিজ জয়
প্রতিপক্ষ | ঘরে প্রথম জয় | ঘরে সর্বমোট জয় | বিপক্ষের মাঠে প্রথম জয় | বিপক্ষের মাঠে সর্বমোট জয় |
---|---|---|---|---|
![]() | 1986 | ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ২ বারের মধ্যে ১ বার | |
![]() | – | ২০০৪ | ৪ বারের মধ্যে ৩ বার | |
![]() | 2006 | ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দীনর নেতৃত্বে | ১০ বারের মধ্যে ৩ বার | |
![]() | 1991 | ২০১৮ | ||
![]() | 1988 | ৬ বারের মধ্যে ৬ বার
দিলীপ বেঙ্গসরকার (১৯৮৮) মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯৫) শচীন তেন্ডুলকর (১৯৯৯) গৌতম গম্ভীর (২০১০) |
২০০৯ | ৯ বারের মধ্যে ২ বার জয় , ৩ বার ড্র
২০০৯ সালে ধোনির নেতৃত্বে , শেহবাগর সৌজন্যে ২০১৮ সালে কোহলির নেতৃত্বে , মোহাম্মদ শমীর সৌজন্যে |
![]() | 1983 | ২০০৪ সালে সৌরভের নেতৃত্বে | ৩ বারের মধ্যে ২ বার | |
![]() | ১৯৮২ | ১১ বারের মধ্যে ১১ বার
কপিল দেব (১৯৮২,১৯৮৭) মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০,১৯৯৪) শচীন তেন্ডুলকর (১৯৯৭) রাহুল দ্রাবিড় (২০০৫,২০০৭) মহেন্দ্র সিং ধোনি (২০০৯,২০১৬) বিরাট কোহলি (২০১৪) রোহিত শর্মা (২০১৭) |
২০০৮ সালে ধোনির নেতৃত্বে | ৯ বারের মধ্যে ৪ বার
মহেন্দ্র সিং ধোনি (২০০৮,২০০৯,২০১২) |
![]() | 1994 | 2002 সালে সৌরভের নেতৃত্বে | ৯ বারের মধ্যে ৫ বার | |
![]() | 1993 | 1992 |
টুয়েন্টি২০ সিরিজ জয়
বিপক্ষ | ঘরে সর্বমোট জয় | বিপক্ষের মাঠে প্রথম জয় | বিপক্ষের মাঠে সর্বমোট জয় |
---|---|---|---|
![]() |
২০১৬ সালে ধোনির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার | |
![]() |
2018 সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার | |
![]() |
২০১১ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৪ বারের মধ্যে ২ বার | |
![]() |
২ বারের মধ্যে ২ বার | - | - |
![]() |
- | ২০০৬ সালে বীরেন্দ্র সেহবাগের নেতৃত্বে | ৩ বারের মধ্যে ৩ বার
বীরেন্দ্র সেহবাগ (২০০৬) মহেন্দ্র সিং ধোনি (২০১১) বিরাট কোহলি (২০১৮) |
![]() |
৩ বারের মধ্যে ২ বার | ২০২০ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার |
![]() |
৫ বারের মধ্যে ৪ বার
মহেন্দ্র সিং ধোনি (২০১৬) রোহিত শর্মা (২০১৭) |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.