শিবম দুবে
ভারতীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শিবম দুবে (জন্ম ২৬ জুন ১৯৯৩) একজন ভারতী ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। সে একজন অলরাউন্ডার, যে বাম হাতে ব্যাটিং ও ডান হাতে মিডিয়াম ফাস্ট পেসে বোলিং করে থাকে।[১] সে তার আন্তর্জাতিক অভিষেক করে ভারত ক্রিকেট দলের হয়ে ২০১৯ এর নভেম্বরে। ৮ ডিসেম্বর ২০১৯, ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে তিরুবনন্তপুরম-এ তার প্রথম টি২০আই অর্ধশতক রান সংগ্রহ করে।[২]
![]() ২০১৯-২০ বিজয় হাজারে ট্রফির সময় দুবে | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | মুম্বই, মহারাষ্ট্র, ভারত | ২৬ জুন ১৯৯৩|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অলরাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৮২) | ৩ নভেম্বর ২০১৯ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৮ ডিসেম্বর ২০১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬– | মুম্বই | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯– | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৮ ডিসেম্বর ২০১৯ |
প্রারম্ভিক জীবন
দুবে জন্ম গ্রহণ করে ২৬ জুন ১৯৯৩, মুম্বইয়ে। ১৪ বছর বয়সে শরীরের অতিরিক্ত ওজনের কারণে ক্রিকেট খেলা ছেড়ে দেয়, আর্থিক অস্বচ্ছলতার কারণে তার স্বাস্থ্যের চিকিৎসা করাও সম্ভব ছিল না। ১৯ বছর বয়সে সে আবারো ক্রিকেটে ফিরে আসে এবং দ্রুতই মুম্বই অনূর্ধ্ব-২৩ দলে নির্বাচিত হয়ে যায়।[৩]
ঘরোয়া ক্যারিয়ার
সারাংশ
প্রসঙ্গ
২০১৬ সালের ১৮ জানুয়ারি, ২০১৫-১৬ সৈয়দ মুস্তাক আলী ট্রফি প্রতিযোগিতায় মুম্বই ক্রিকেট দলের হয়ে টুয়েন্টি২০ ক্রিকেটে তার অভিষেক হয়।[৪] মুম্বইয়ের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৬-১৭ বিজয় হাজারে ট্রফি প্রতিযোগিতায় ২৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে।[৫]
৭ ডিসেম্বর ২০১৭, মুম্বইয়ের হয়ে ২০১৭-১৮ রণজি ট্রফি প্রতিযোগিতায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন।[৬] প্রথম ইনিংসেই তার প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বপ্রথম ৫ উইকেটের স্বত্ত্বাধিকারী হন।[৭] মুম্বইয়ের হয়ে রেলওয়েজ ক্রিকেট দলের বিপরীতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সে তার প্রথম সেঞ্চুরী লাভ করে ২ নভেম্বর ২০১৮ সালে ২০১৮-১৯ রণজি ট্রফি প্রতিযোগিতায়।[৮] পরবর্তী খেলায়, কর্নাটক ক্রিকেট দলের বিপরীতে, ৫৪ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে আরো একটি ৫ উইকেট লাভের খ্যাতি লাভ করে।[৯] ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে, রণজি ট্রফির খেলায় বরোদা ক্রিকেট দলের বিপরীতে, দুবে একই ওভারে পরপর ৫টি বলকে ছক্কায় পরিণত করার রেকর্ড তৈরী করেন।[১০] এর পূর্বে একই সালের মার্চে টি২০ মুম্বই লিগ প্রতিযোগিতায় প্রবীন তাম্বের বিপরীতে এক ওভারের ৫ বলে ৫টি ছয় করার রেকর্ড ছিল তার,[১১] যেখানে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল।[১২] ২০১৮-এর রণজি ট্রফিতে আট খেলায় ২৩টি উইকেট নিয়ে সে ছিল মুম্বইয়ের শীর্ষ উইকেট শিকারী।[১৩]
ডিসেম্বর ২০১৮তে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় অকশনে ২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার জন্য ক্রয় করে নেয়।[১৪][১৫]
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৯ এর অক্টোবরে, বাংলাদেশের বিপরীতে ভারতের টুয়েন্টি২০ আন্তর্জাতিক স্কোয়াডে দুবে নির্বাচিত হন।[১৬][১৭] ৩ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশের বিপরীতে টি২০আই ক্রিকেটে তার অভিষেক হয়।[১৮] পরবর্তীতে একই মাসে দুবেকে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে ভারতের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) স্কোয়াডে তালিকাভুক্ত করা হয়।[১৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.