২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ছিল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের সপ্তম আসর,[৩][৪] যে টুর্নামেন্টের ম্যাচগুলো ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[৫][৬] ওয়েস্ট ইন্ডিজ ছিল টুর্নামেন্টের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন দল।[৭][৮]
![]() ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের লোগো | |
তারিখ | ১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | ওমান সংযুক্ত আরব আমিরাত |
বিজয়ী | অস্ট্রেলিয়া (১ম শিরোপা) |
রানার-আপ | নিউজিল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১৬[১] |
খেলার সংখ্যা | ৪৫[২] |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ডেভিড ওয়ার্নার |
সর্বাধিক রান সংগ্রহকারী | বাবর আজম (৩০৩) |
সর্বাধিক উইকেটধারী | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৬) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | টি২০ বিশ্বকাপ |
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর সময়ে অস্ট্রেলিয়ায় ২০২০ পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল,[৯][১০][১১] কিন্তু ২০২০ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত হয়েছে বলে নিশ্চিত করে।[১২][১৩][১৪] ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি নিশ্চিত করে যে ২০২১ সালের টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত, এবং সে সাথে অস্ট্রেলিয়াকে ২০২২ সালের টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেয়া হয়।[১৫] কিন্তু এর পরে ২০২১ সালের জুন মাসে আইসিসি নিশ্চিত করে যে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে।[১৬] টুর্নামেন্টটি শুরু হয় ২০২১ সালের ১৭ অক্টোবর[৫] এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর।[১৭] টুর্নামেন্টের প্রথম পর্ব একযোগে আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।[১৮]
টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে প্রথমবারের মত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।[১৯] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।[২০]
প্রেক্ষাপট
সারাংশ
প্রসঙ্গ
২০২০ সালের এপ্রিল মাসে আইসিসি নিশ্চিত করে যে কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকি থাকার পরও টুর্নামেন্টটি সময়মত আয়োজনের পরিকল্পনা রয়েছে।[২১][২২] কিন্তু তার পরের মাসে আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে ২০২০ সালে টুর্নামেন্টটি আয়োজন করা একটি বড় ঝুঁকির ব্যাপার।[২৩] আইসিসি এটাও জানায় যে টুর্নামেন্টটি স্থগিতকরণের খবরসমূহ সত্য নয়, এবং স্থগিতকরণের বিকল্প খোঁজা হচ্ছে।[২৪] প্রাথমিকভাবে ২০২০ সালের ১০ জুন আইসিসির বৈঠক পর্যন্ত টুর্নামেন্টটি নিয়ে সিদ্ধান্তের ব্যাপারটি মুলতবি রাখা হয়[২৫] এবং ২০২০ সালের জুলাই মাসে পরবর্তী ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।[২৬] ২০২০ সালের জুন মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস জানান যে টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় আয়োজিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এডিংস এটাও বলেন যে অস্ট্রেলিয়া ২০২১ সালের অক্টোবর মাসে টুর্নামেন্টটি আয়োজন করতে পারে, এবং তার এক বছর পরে ২০২২ সালে ভারত পরবর্তী আসরের আয়োজক হতে পারে। আইসিসি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডে আয়োজিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের কাছাকাছি সময়ে টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্যতা নিয়েও চিন্তা করে।[২৭]
টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হওয়ার এক মাস আগে অস্ট্রেলিয়ার পর্যটন মন্ত্রী সাইমন বার্মিংহাম ২০২১ সাল পর্যন্ত আন্তর্জাতিক যাতায়াতের জন্য অস্ট্রেলিয়ার সীমানা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।[২৮] আইসিসি নিশ্চিত করে যে অস্ট্রেলিয়া বা ভারতেই টুর্নামেন্টটি আয়োজিত হবে।[২৯][৩০] ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি নিশ্চিত করে যে ২০২১ সালের আসরটি আয়োজন করবে ভারত, এবং অস্ট্রেলিয়া আয়োজন করবে ২০২২ সালের আসরটি।[৩১] একই মাসে আইসিসি নিশ্চিত করে যে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে টুর্নামেন্টটির ব্যাকআপ ভেন্যু হিসেবে দেখা হচ্ছে।[৩২] ২০২১ সালের এপ্রিল মাসে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ অ্যালারডিস নিশ্চিত করেন যে মহামারির কারণে ভারত টুর্নামেন্টটি আয়োজনে ব্যর্থ হলে ব্যাকআপ পরিকল্পনা কাজে লাগানো হবে।[৩৩] একই মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর ধীরাজ মালহোত্রা নিশ্চিত করেন যে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে ব্যবহার করা হবে[৩৪] যদি ভারতে মহামারির অবস্থার আরও অবনতি হয়।[৩৫] বিসিসিআই ওমানকে সম্ভাব্য সহ-আয়োজক হিসেবে নেয়ার জন্য ওমানের সাথে আলোচনা চালায়।[৩৬] ২০২১ সালের ১ জুন আইসিসি বিসিসিআইকে ২০২১ সালের ২৮ জুন তারিখের মধ্যে টুর্নামেন্টটির আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।[৩৭] আইসিসি এটাও নিশ্চিত করে যে টুর্নামেন্টটি যেখানেই আয়োজিত হোক না কেন মূল আয়োজক হিসেবে বিসিসিআই-এর নামই থাকবে।[৩৮] পরবর্তীতে আইসিসি নিশ্চিত করে যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে নিয়ে যাওয়া হয়েছে।[৬] সংযুক্ত আরব আমিরাত ও ওমান উভয়েরই এটি প্রথমবার কোনও বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজন, এবং কোনও টেস্টখেলুড়ে দেশের বাইরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনও এবারই প্রথম।[৩৯]
টুর্নামেন্টটি শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ওমানের আল আমিরাতে টুর্নামেন্টের ভেন্যুর কিছু মাইল উত্তর দিয়ে ঘূর্ণিঝড় শাহিন তাণ্ডব চালায়। ওমান ক্রিকেটের চেয়ারম্যান পংকজ খিমজি ঘূর্ণিঝড়ের কারণে টুর্নামেন্টটি হাতছাড়া হয়ে যেতে পারত বলে মন্তব্য করেন।[৪০]
দলসমূহ
সারাংশ
প্রসঙ্গ
২০১৮ সালের ৩১ ডিসেম্বরের হিসেবে স্বাগতিক ভারতসহ আইসিসি র্যাংকিং-এর সেরা নয়টি পূর্ণ সদস্য দল ২০২১ সালের টুর্নামেন্টে সরাসরি উত্তীর্ণ হয়।[৪১][৪২] এ দশটি দলের মধ্যে র্যাংকিং হিসেবে সেরা আটটি দল সরাসরি টুর্নামেন্টের সুপার ১২ পর্বে উত্তীর্ণ হয়।[৪১] শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি সুপার ১২ পর্বে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, এবং তাদেরকে টুর্নামেন্টের গ্রুপ পর্বে রাখা হয়।[৪১] তাদের সাথে গ্রুপ পর্বে যুক্ত হয় ২০১৯ সালের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়ে আসা ছয়টি দল।[৪১] গ্রুপ পর্বের সেরা চারটি দল উত্তীর্ণ হবে সুপার ১২ পর্বের জন্য।[৪১]
পাপুয়া নিউ গিনি বাছাইপর্বের গ্রুপ এতে বিজয়ী হয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে উঠে আসে।[৪৩] যেকোনও ফরম্যাটের বিশ্বকাপে এটিই পাপুয়া নিউ গিনির প্রথম অংশগ্রহণ।[৪৪] গ্রুপ বিতে বিজয়ী হয়ে আয়ারল্যান্ড দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠে আসে।[৪৫]
প্রথম প্লেঅফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে আট উইকেটে পরাজিত করে নেদারল্যান্ডস মূল পর্বে উত্তীর্ণ হয়। ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাত মাত্র ৮০ রান করতে সক্ষম হয়।[৪৬] দ্বিতীয় ম্যাচে ওমানকে ৫৪ রানে পরাজিত করে প্রথমবারের মত নামিবিয়া টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।[৪৭] তৃতীয় প্লেঅফ ম্যাচে স্কটল্যান্ড স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯০ রানে পরাজিত করে টি২০ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের স্থান নিশ্চিত করে।[৪৮] শেষ দল হিসেবে মূল পর্বে উত্তীর্ণ হয় ওমান, যখন তারা শেষ প্লেঅফ ম্যাচে হংকংকে ১২ রানে পরাজিত করে।[৪৯]
২০২১ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ায় টুর্নামেন্টটিতে আফগানিস্তান দলের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়।[৫০] আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ব্যবস্থাপক হিকমত হাসান নিশ্চিত করেন যে দেশটিতে রাজনৈতিক অশান্তি থাকার পরও আফগানিস্তান টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে।[৫১] ২০২১ সালের ৬ অক্টোবর আফগানিস্তান দল টুর্নামেন্টের আগে একটি প্রশিক্ষণ ক্যাম্পের জন্য কাতারের দোহা গমনের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করে।[৫২]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
স্বাগতিক | ৭ আগস্ট ২০২০ | — | ১ | ![]() |
আইসিসি পুরুষ টি২০আই র্যাংকিং (শেষ বিশ্ব টি২০ খেলা র্যাংকিং-এর সেরা ৯ দল, স্বাগতিক দল ছাড়া)[৪১] |
৩১ ডিসেম্বর ২০১৮ | ৯ | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
২০১৯ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব | ১৮ অক্টোবর ২০১৯ – ৩ নভেম্বর ২০১৯ | ![]() |
৬ | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
মোট | ১৬ |
ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা
২০২১ সালের ৭ অক্টোবর আইসিসি টুর্নামেন্টের ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ারদের নাম ঘোষণা করে।[৫৩][৫৪]
ম্যাচ রেফারি
আম্পায়ার
|
|
|
|
দলীয় সদস্য
২০২১ সালের ১০ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল ১৫ সদস্যবিশিষ্ট স্কোয়াড নির্বাচন করে।[৫৫] কোভিড-১৯-এর কারণে প্রতিটি দল প্রয়োজনমতে আরও সাত জন পর্যন্ত অতিরিক্ত খেলোয়াড় নির্বাচন করতে পারে।[৫৬] ২০২১ সালের ১০ আগস্ট নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে টুর্নামেন্টের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে।[৫৭] ২০২১ সালের ১২ সেপ্টেম্বরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে।[৫৮]
সময়সূচি
টুর্নামেন্টে মোট ম্যাচ ছিল ৪৫টি, এবং খেলা হয় প্রাথমিকভাবে দুটি পর্বে। প্রথম পর্বে আটটি দল (আয়ারল্যান্ড, ওমান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড) মোট বারোটি ম্যাচ খেলে, যেখানে থেকে চারটি দল সুপার ১২ পর্বে উত্তীর্ণ হয়।[৫৯] সুপার ১২ পর্ব শুরু হয় ২০২১ সালের ২৪ অক্টোবর এবং প্রথম পর্বের চারটি দল ও দ্বিতীয় পর্বে সরাসরি উত্তীর্ণ হওয়া আটটি দলের মধ্যে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয় এ পর্বে। এ দলগুলোকে ছয়টি দলের দুই গ্রুপে ভাগ করা হয়। সুপার ১২ পর্বের পরে আসে তিন ম্যাচের নকআউট পর্ব- দুটি সেমিফাইনাল ও ফাইনাল।[৫] ২০২১ সালের ১৬ জুলাই আইসিসি টুর্নামেন্টের গ্রুপ নিশ্চিত করে।[৬০] গ্রুপগুলো নির্ধারণ করা হয় ২০২১ সালের ২০ মার্চ তারিখে দলগুলোর র্যাংকিং-এর ভিত্তিতে।[৬১] ২০২১ সালের ১৭ আগস্ট আইসিসি টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত করে।[৬২]
মাঠ
সারাংশ
প্রসঙ্গ
২০২১ সালের ১৭ এপ্রিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ম্যাচের আয়োজক শহরগুলোর নাম উপস্থাপন করে।[৬৩] কলকাতা, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, বেঙ্গালুরু, মুম্বই, লখনউ ও হায়দ্রাবাদের নাম ভেন্যু হিসেবে দেয়া হয়, এবং ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয় আহমেদাবাদকে।[৬৪] ২০২১ সালের ১৮ এপ্রিল ঘোষণা দেয়া হয় যে পাকিস্তান দুটি গ্রুপ ম্যাচ খেলবে দিল্লিতে, যেখানে মুম্বই ও কলকাতা হবে সেমিফাইনাল ম্যাচের আয়োজক।[৬৫] ২০২১ সালের ২৮ জুন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করেন যে ভারতের কোভিড-১৯ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হচ্ছে।[৬৬] প্রথম রাউন্ডের কিছু ম্যাচ ওমানে আয়োজনেরও কথা রয়েছে।[৬৭][৬৮] ২০২১ সালের ২৯ জুন আইসিসি নিশ্চিত করে যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত হবে।[৬৯] টুর্নামেন্টের খেলা হয় চারটি ভেন্যুতে: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম।[৬] ২০২১ সালের জুলাই মাসে আববুধাবির টলারেন্স ওভাল টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য আইসিসির অনুমতির অপেক্ষা করছিল।[৭০]
ওমানের ম্যাচ আয়োজনকারী মাঠ
![]() |
![]() | ||
---|---|---|---|
দুবাই | শারজাহ | আবুধাবি | আল আমিরাত |
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম | আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২৫০০০[৭১] | ধারণক্ষমতা: ২৭০০০[৭২] | ধারণক্ষমতা: ২০০০০[৭৩] | ধারণক্ষমতা: ৩০০০[৭৪] |
![]() |
![]() |
প্রস্তুতিমূলক ম্যাচ
সারাংশ
প্রসঙ্গ
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল (প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো প্রথম পর্বের আগে ও সুপার ১২ পর্বে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো প্রথম পর্ব চলাকালে) দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৭৫]
প্রস্তুতিমূলক ম্যাচ
ব |
||
আসাদুল্লাহ ভালা ৩২ (৩৮) বেন হোয়াইট ৩/১০ (৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
আকিব ইলিয়াস ৩০ (২০) ইয়ান নিকোল লফটি-ইটন ২/২৪ (৪ ওভার) |
খেরহার্ট এরাসমাস ৩২ (৩৩) কলিমুল্লাহ ৪/২৩ (৪ ওভার) |
- ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
পাথুম নিশঙ্কা ৭৬ (৫৮) কাবুয়া ভাগি মোরেয়া ৪/২৫ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
নুরুল হাসান ৩৮ (২৪) মার্ক অ্যাডেয়ার ৩/৩৩ (৪ ওভার) |
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
প্রথম পর্ব
গ্রুপ এ
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.৭৫৪ | সুপার ১২ পর্বে উত্তীর্ণ |
২ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | −০.৫২৩ | |
৩ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৮৫৩ | |
৪ | ![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.৪৬০ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সূচি
ব |
||
গ্যারেথ ডেলানি ৪৪ (২৯) পিটার সেলার ১/১৪ (২.১ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কার্টিস ক্যাম্ফার প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৭৬]
- কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) তৃতীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।[৭৭]
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
গ্রুপ বি
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +০.৭৭৫ | সুপার ১২ পর্বে উত্তীর্ণ |
২ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৭৩৩ | |
৩ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.০২৫ | |
৪ | ![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.৬৫৫ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সূচি
ব |
||
জতিন্দর সিং ৭৩* (৪২) |
- ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি (ওমান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ক্রিস গ্রিভস ৪৫ (২৮) মাহেদী হাসান ৩/১৯ (৪ ওভার) |
মুশফিকুর রহিম ৩৮ (৩৬) ব্র্যাড হুইল ৩/২৪ (৪ ওভার) |
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
রিচার্ড বেরিংটন ৭০ (৪৯) কাবুয়া ভাগি মোরেয়া ৪/৩১ (৪ ওভার) |
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ (২৮) কাবুয়া ভাগি মোরেয়া ২/২৬ (৪ ওভার) |
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
সুপার ১২
গ্রুপ ১
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +২.৪৬৪ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | ![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.২১৬ | |
৩ | ![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +০.৭৩৯ | |
৪ | ![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | −০.২৬৯ | |
৫ | ![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −১.৬৪১ | |
৬ | ![]() |
৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −২.৩৮৩ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সূচি
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (শ্রীলঙ্কা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[৭৮]
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৮০]
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কাগিসো রাবাদা প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৮১]
গ্রুপ ২
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +১.৫৮৩ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | ![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.১৬২ | |
৩ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +১.৭৪৭ | |
৪ | ![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | +১.১৫৬ | |
৫ | ![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −১.৮৯০ | |
৬ | ![]() |
৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −৩.৫৪৩ |
সূচি
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মুজিব উর রহমান (আফগানিস্তান) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৮২]
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
মাইকেল লিস্ক ৪৪ (২৭) রুবেন ট্রুম্পেলমান ৩/১৭ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
মোহাম্মদ শাহজাদ ৪৫ (৩৩) ইয়ান নিকোল লফটি-ইটন ২/২১ (৪ ওভার) |
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
নকআউট পর্ব
বন্ধনী
সেমিফাইনাল | ফাইনাল | |||||
১০ নভেম্বর ২০২১ – আবুধাবি | ||||||
![]() | ১৬৬/৪ (২০) | |||||
১৪ নভেম্বর ২০২১ – দুবাই | ||||||
![]() | ১৬৭/৫ (১৯) | |||||
![]() | ১৭২/৪ (২০) | |||||
১১ নভেম্বর ২০২১ – দুবাই | ||||||
![]() | ১৭৩/২ (১৮.৫) | |||||
![]() | ১৭৬/৪ (২০) | |||||
![]() | ১৭৭/৫ (১৯) | |||||
সেমিফাইনাল
১ম সেমিফাইনাল
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
পরিসংখ্যান
সারাংশ
প্রসঙ্গ
একক রেকর্ড
সর্বাধিক রান
ক্রম | খেলোয়াড় | দল | রানসংখ্যা | সর্বোচ্চ স্কোর | ৪ | ৬ | ৫০ | ১০০ | স্ট্রাইক রেট | গড় রান |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাবর আজম | ![]() |
৩০৩ | ৭০ | ২৮ | ৫ | ৪ | ০ | ১২৬.২৫ | ৬০.৬০ |
২ | ডেভিড ওয়ার্নার | ![]() |
২৮৯ | ৮৯* | ৩২ | ১০ | ৩ | ০ | ১৪৬.৭০ | ৪৮.১৬ |
৩ | মোহাম্মদ রিজওয়ান | ![]() |
২৮১ | ৭৯* | ২৩ | ১২ | ৩ | ০ | ১২৭.৭২ | ৭০.২৫ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সর্বাধিক উইকেট
ক্রম | খেলোয়াড় | দল | উইকেট সংখ্যা | সেরা বোলিং ফিগার | ইনিংসে ৫ উইকেট | ইকোনমি |
---|---|---|---|---|---|---|
১ | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা | ![]() |
১৬ | ৩/৯ | ০ | ৫.২০ |
২ | অ্যাডাম জাম্পা | ![]() |
১৩ | ৫/১৯ | ১ | ৫.৮১ |
৩ | ট্রেন্ট বোল্ট | ![]() |
১৩ | ৩/১৭ | ০ | ৬.২৫ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
হ্যাটট্রিক
ক্রম | খেলোয়াড় | দল | প্রতিপক্ষ | বোলিং বিশ্লেষণ | তারিখ | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
১ | কার্টিস ক্যাম্ফার | ![]() |
![]() |
৪-০-২৬-৪ | ১৮ অক্টোবর ২০২১ | [৭৬] |
২ | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা | ![]() |
![]() |
৪-০-২০-৩ | ৩০ অক্টোবর ২০২১ | [৭৮] |
৩ | কাগিসো রাবাদা | ![]() |
![]() |
৪-০-৪৮-৩ | ৬ নভেম্বর ২০২১ | [৮১] |
সর্বাধিক ছয়
ক্রম | খেলোয়াড় | দল | ছয় সংখ্যা |
---|---|---|---|
১ | জস বাটলার | ![]() |
১৩ |
২ | মোহাম্মদ রিজওয়ান | ![]() |
১২ |
৩ | ডেভিড ভিসা | ![]() |
১১ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
শতরানের ইনিংস
দলগত রেকর্ড
একক ইনিংসে সর্বাধিক রান
ক্রম | দল | রান | প্রতিপক্ষ | সর্বাধিক রান সংগ্রাহক | তারিখ |
---|---|---|---|---|---|
১ | ![]() |
২১০/২ (২০) | ![]() |
রোহিত শর্মা ৭৪ (৪৭) |
৩ নভেম্বর ২০২১ |
২ | ![]() |
১৯০/৪ (২০) | ![]() |
নাজিবুল্লাহ জাদরান ৫৯ (৩৪) |
২৫ অক্টোবর ২০২১ |
৩ | ![]() |
১৮৯/২ (২০) | ![]() |
মোহাম্মদ রিজওয়ান ৭৯* (৫০) |
২ নভেম্বর ২০২১ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
এক ম্যাচে সর্বোচ্চ রান
ক্রম | দল ১ | দল ২ | পর্ব | মোট রান | মাঠ | তারিখ |
---|---|---|---|---|---|---|
১ | ![]() |
![]() |
সুপার ১২ | ৩৬৮ | শারজাহ | ৬ নভেম্বর ২০২১ |
২ | ![]() |
![]() |
৩৫৮ | আবুধাবি | ৪ নভেম্বর ২০২১ | |
৩ | ![]() |
![]() |
৩৫৪ | ৩ নভেম্বর ২০২১ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
বি.দ্র.: ম্যাচগুলোতে জয়ী দলের নাম বোল্ড করে দেখানো হয়েছে।
পুরস্কার মূল্য
২০২১ সালের ১০ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।[৮৩]
অবস্থান | দল | পুরস্কার মূল্য (মার্কিন ডলারে) |
---|---|---|
চ্যাম্পিয়ন | ![]() | $১,৬০০,০০০ |
রানার-আপ | ![]() | $৮০০,০০০ |
সেমিফাইনালে পরাজিত | ![]() ![]() | $৮০০,০০০ (প্রতিটি দল $৪০০,০০০ করে) |
সুপার ১২ পর্বে বিদায় | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | $৫৬০,০০০ (প্রতিটি দল $৭০,০০০ করে) |
প্রথম পর্বে বিদায় | ![]() ![]() ![]() ![]() | $১৬০,০০০ (প্রতিটি দল $৪০,০০০ করে) |
এছাড়াও প্রথম পর্ব ও সুপার ১২ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য জয়ী দল অতিরিক্ত $৪০,০০০ লাভ করে।[৮৩]
প্রতিযোগিতার সেরা একাদশ
২০২১ সালের ১৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে, যে একাদশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার অন্তর্ভুক্ত হন। একাদশে অধিনায়ক হিসেবে বাবর আজমকে রাখা হয়।[৮৪]
খেলোয়াড় | ভূমিকা |
---|---|
![]() |
ব্যাটার |
![]() |
ব্যাটার, উইকেটরক্ষক |
![]() |
ব্যাটার, অধিনায়ক |
![]() |
ব্যাটার |
![]() |
ব্যাটার |
![]() |
অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন) |
![]() |
অলরাউন্ডার (ডানহাতি লেগ স্পিন) |
![]() |
বোলার (ডানহাতি লেগ স্পিন) |
![]() |
বোলার (ডানহাতি ফাস্ট) |
![]() |
বোলার (বাঁহাতি ফাস্ট) |
![]() |
বোলার (ডানহাতি ফাস্ট) |
![]() |
বোলার (বাঁহাতি ফাস্ট), দ্বাদশ খেলোয়াড় |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.