Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য সেভেনস হল একটি উদ্দেশ্য-নির্মিত রাগবি সেভেন স্টেডিয়াম যা দুবাই, সংযুক্ত আরব আমিরাতের ঊদ আল-বায়দা। সেভেনস স্টেডিয়াম হল রাগবি, অ্যাসোসিয়েশন ফুটবল, গ্যালিক ফুটবল, অস্ট্রেলিয়ান ফুটবল (অসি নিয়ম ফুটবল), নেটবল, বাস্কেটবল, ক্রিকেট, টেনিস, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং কনসার্টের একটি ভেন্যু।[1]
পূর্ণ নাম | দ্য সেভেন্স স্টেডিয়াম |
---|---|
অবস্থান | উদ আল-বায়দা, দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
স্থানাঙ্ক | ২৪°৫৯′৪৪.৭″ উত্তর ৫৫°২৮′৪.২″ পূর্ব |
মালিক | এমিরেটস এয়ারলাইন |
ধারণক্ষমতা | ৪৪,০০০ (অস্থায়ী) |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০০৭ |
নির্মিত | ২০০৮ |
চালু | ২৮ নভেম্বর ২০০৮ |
ভাড়াটে | |
সংযুক্ত আরব আমিরাত জাতীয় রাগবি ইউনিয়ন দল দুবাই হারিকেনস দুবাই নির্বাসিত আরএফসি |
দ্য সেভেন্স স্টেডিয়াম ক্রিকেট গ্রাউন্ড | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
প্রান্তসমূহ | |
n/a n/a | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
একমাত্র নারী টি২০আই | ১৮ এপ্রিল ২০২৪: আয়ারল্যান্ড বনাম থাইল্যান্ড |
১৮ এপ্রিল ২০২৪ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো |
সেভেনস দুবাই-আল আইন রোড (ই৬৬) এবং জেবেল আলী-লাহবাব রোড (ই৭৭) এর সংযোগস্থলে অবস্থিত। কমপ্লেক্সটি প্রায় ১৫,০০০ গাড়ির জন্য পার্কিং অফার করে।[1]
দ্য সেভেনসে সুবিধার মধ্যে রয়েছে: আটটি রাগবি/ফুটবল পিচ, ছয়টি ক্রিকেট পিচ (টি ঘাস (২টি ফ্লাডলিট) ৩টি সুবখা ( বানান চেক করুন), চারটি নেটবল/টেনিস কোর্ট, একটি বাস্কেটবল কোর্ট, একটি গ্র্যান্ডস্ট্যান্ড এবং আন্তর্জাতিক-মানের আনুষঙ্গিক সুবিধাগুলি ক্রীড়া ইভেন্টের জন্য আদর্শ। সমস্ত কোর্ট এবং পিচ ফ্লাডলাইট।[2]
এটি ফেব্রুয়ারি ২০০৯-এ প্রথম এইচএসবিসি এ৫এন যুব রাগবি উৎসবের স্থান ছিল। এমিরেটস এয়ারলাইন দুবাই সেভেনস হল ওয়ার্ল্ড রাগবি সেভেনস সিরিজের একটি রাউন্ড যা ২০০৮ সাল থেকে প্রতি বছর দ্য সেভেনসে অনুষ্ঠিত হয়ে আসছে।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.