তাসকিন আহমেদ

বাংলাদেশী ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ (জন্ম: ৩ এপ্রিল, ১৯৯৫) একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টুয়েন্টি২০ আন্তর্জাতিকওডিআই ম্যাচ খেলে থাকেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে ঢাকা মেট্রোপোলিশ দলে খেলছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং কিংস দলে প্রতিনিধিত্ব করছেন। তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
তাসকিন আহমেদ
Thumb
২০১৯ সালে তাসকিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
তাসকিন আহমেদ তাজিম
জন্ম (1995-04-03) ৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ৩০)
ঢাকা, বাংলাদেশ
ডাকনামতাজিম
উচ্চতা ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কসৈয়দা রাবেয়া নাঈমা (স্ত্রী)[]
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৮৩)
১২ জানুয়ারি ২০১৭ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১৪ জুন ২০২৩ বনাম আফগানিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১২)
১৭ জুন ২০১৪ বনাম ভারত
শেষ ওডিআই১১ নভেম্বর ২০২৩ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৩)
১ এপ্রিল ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ টি২০আই১৬ জুলাই ২০২৩ বনাম আফগানিস্তান
টি২০আই শার্ট নং
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমানঢাকা মেট্রোপলিস
২০১২-২০১৩চিটাগং কিংস
২০১৫-২০১৭চিটাগং ভাইকিংস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এলএ
ম্যাচ সংখ্যা ৪২ ২৩ ৫৯
রানের সংখ্যা ১৫৬ ৬১ ৩৯ ১১৯
ব্যাটিং গড় ১২.০০ ৪.৩৫ ৭.৮০ ১৭.০০
১০০/৫০ ০/১ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৭৫ ১৪ ১৫* ৩৮*
বল করেছে ১৩৮৯ ১৯১৩ ৪০৬ ২৫৮০
উইকেট ১৫ ৫৫ ১৪ ৯০
বোলিং গড় ৬৩.৫৩ ৩৩.০৫ ৪০.৫০ ৩৮.৬৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১২৭ ৫/২৮ ২/৩২ ৫/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৯/– ২/– ১৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ জুলাই ২০২১
বন্ধ

ঘরোয়া ক্রিকেট

২০১১-২০১২

অক্টোবর, ২০১১ সালে ঢাকা মেট্রোপলিশের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।[] ব্যক্তিগত দ্বিতীয় টুয়েন্টি২০ খেলায় চিটাগং কিংসের হয়ে অংশগ্রহণ করে দূরন্ত রাজশাহীর বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট লাভ করেন ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।[] নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিংয়ে পারদর্শী তিনি।

২০২৪-২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগ

০২ জানুয়ারি ২০২৫ সালে, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাসকিন মাত্র ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচত হন। স্বীকৃত টি২০ ক্রিকেটে যা তৃতীয় সেরা বোলিং রেকর্ড।[]

২৬ জানুয়ারি ২০২৫ সালে তাসকিন মাত্র ১১ ম্যাচে ২৪ উইকেট নিয়ে বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি গড়েন। এর আগে রেকর্ড ছিলো সাকিব আল হাসানের, ২০১৮-১৯ বিপিএলে ঢাকা ডাইনামাইটাসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নেন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

২০১৪-২০১৫

১ এপ্রিল, ২০১৪ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২০১৪ সালে ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন।[]

২০১৫-২০১৬

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[] এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ, ২০১৫ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ৪র্থ খেলায় তিনি ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে।

২০১৭-২০১৮

১২ জানুয়ারি, ২০১৭ তারিখে নিউজিল্যান্ড সফর করেন। এ সফরেই ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত ২-টেস্টের সিরিজের ১ম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুভাশিস রায়ের সাথে তারও টেস্ট অভিষেক হয়।[]

বোলিং অ্যাকশন বিতর্ক

বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তাসকিন।[] ১৯ মার্চ ২০১৬ তারিখে আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে তাদের দু’জনেরই কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে জানায়। বিশ্বকাপ-টি২০ চলাকালীন তার জায়গায় বাংলাদেশ দলে স্থান পান শুভাগত হোম। তাসকিনের বোলিং অবৈধ ঘোষণায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনায় রূপান্তরিত হয়।[১০] এ নিয়ে সরব প্রতিবাদ করেছেন সাবেক ক্রিকেটাররাও।[১১] সোশ্যাল মিডিয়ায় ক্রীড়ামোদীরা আইসিসির এ সিদ্ধান্ত ষড়যন্ত্র হিসেবেই দেখছেন।[১২] তাসকিনের বোলিং পরীক্ষা নিয়েও গণমাধ্যমে নানা সন্দেহ[১৩] প্রকাশিত হয়েছে।

রেকর্ড ও পরিসংখ্যান

ওডিআইয়ে ৫-উইকেট প্রাপ্তি

আরও তথ্য #, বোলিং পরিসংখ্যান ...
#বোলিং পরিসংখ্যানখেলাপ্রতিপক্ষমাঠশহরদেশসাল
৫/২৮ ভারতশের-ই-বাংলাঢাকাবাংলাদেশ২০১৪
৫/৩৫ দক্ষিণ আফ্রিকা সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ন দক্ষিণ আফরিকা ২০২২
বন্ধ

হ্যাট্রিক

২৮ ই মার্চ ২০১৭ || প্রতিপক্ষ শ্রীলঙ্কা

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.