Remove ads
নিউজিল্যান্ডীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেফ্রি জন ক্রো (ইংরেজি: Jeffrey John Crowe; জন্ম: ১৪ সেপ্টেম্বর, ১৯৫৮) অকল্যান্ডে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ম্যাচ রেফারি। তিনি ডেভ ক্রো’র পুত্র এবং বিখ্যাত নিউজিল্যান্ডীয় ব্যাটসম্যান পুরোধা মার্টিন ক্রো’র বড় ভাই। এছাড়াও, অস্কার পুরস্কার বিজয়ী অভিনেতা রাসেল ক্রো তার আত্মীয়। ছোট ভাই মার্টিন ক্রো’র এক বছর পর ১৯৮২-৮৩ মৌসুমে জেফ ক্রো টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জেফ্রি জন ক্রো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | অকল্যান্ড, নিউজিল্যান্ড | ১৪ সেপ্টেম্বর ১৯৫৮|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, অধিনায়ক, ম্যাচ রেফারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | ডেভ ক্রো (বাবা); অড্রে ক্রো (মা), ডেব ক্রো (বোন), মার্টিন ক্রো (ভাই); রাসেল ক্রো (কাকাতো ভাই) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৫১) | ৪ মার্চ ১৯৮৩ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৯ মার্চ ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৪২) | ৯ জানুয়ারি ১৯৮৩ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১১ মার্চ ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৭–১৯৮২ | সাউদার্ন রেডব্যাকস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৮২–১৯৯২ | অকল্যান্ড এইসেস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ |
১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে ঘরোয়া ক্রিকেট খেলেন। অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলী তাকে দলের সদস্য হিসেবে আগ্রহী হলেও তিনি নিজ দেশের পক্ষে খেলার জন্য ফিরে যান। এরপর তিনি নিউজিল্যান্ড দলের বিশ্বস্ত ফিল্ডারের পরিচয় দেন ও মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন।
১৯৮৪-৮৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে স্বীয় দক্ষতা প্রদর্শন করেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাবিনা পার্কে অনুষ্ঠিত টেস্টে প্রথম উইকেট পতনের পর ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের বিপক্ষে লড়াই করে ১১২ রানের দূর্দান্ত সেঞ্চুরি করে দলকে ফলো অন থেকে রক্ষা করেন। জেরেমি কোনি’র পরিবর্তে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ছয় টেস্টে নেতৃত্ব দেন তিনি।
১৯৯০-৯১ মৌসুমে অকল্যান্ডে আর্থিক সুবিধাপ্রাপ্তির খেলায় অংশগ্রহণ শেষে আরও একটি ঘরোয়া মৌসুম অতিবাহিত করার পর ১৯৯১-৯২ মৌসুম শেষে পেশাদারী ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।
একসময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। এক পর্যায়ে ফ্লোরিডায় গল্ফিং হলিডে বিজনেস পরিচালনা করেন।
২০০৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ম্যাচ রেফারি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলা পরিচালনা করছেন। ক্রিস ব্রড ও রঞ্জন মাদুগালের পর তিনজনের একজন হিসেবে ৭৫ বা ততোধিক টেস্টে এবং চারজনের একজন হিসেবে (অন্যরা হচ্ছেন - ব্রড, মাদুগালে ও রোশন মহানামা) ২২০-এরও অধিক ওডিআইয়ে রেফারির দায়িত্ব পালন করেছেন। জানুয়ারি, ২০১৭ সালে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার পঞ্চম ওডিআইয়ে নিজস্ব ২৫০তম ওডিআই খেলা পরিচালনা করেন।[১]
২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার স্টিভ বাকনার, আলীম দার, রুডি কোয়ের্তজেন এবং বিলি বাউডেনসহ তিনি অভিযুক্ত হয়েছিলেন। আইসিসি’র খেলার অবস্থা অনুযায়ী ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল আসা স্বত্ত্বেও তিনি বেশ কয়েকটি ওভারের খেলা চালিয়েছিলেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার খেলায় প্রায় অন্ধকার ঘনিয়ে আসায় তারা খেলা থেকে চলে আসতে চাচ্ছিলেন ও পরদিন খেলতে আগ্রহী ছিলেন। খেলার পর উভয় দলের কাছেই নিজ দোষ স্বীকার করেছিলেন তিনি।[২]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.