জিশান মাকসুদ

ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জিশান মাকসুদ (জন্ম ২৪ অক্টোবর ১৯৮৭) একজন ওমানী ক্রিকেটার[] সে ২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চতুর্থ বিভাগ প্রতিযোগিতায় খেলে।[] সে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় অভিষেক করে ওমানের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৫ জুলাই ২০১৫ তারিখে ২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায়। [] ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ পঞ্চম বিভাগে ৩৫০ রান নিয়ে সে ছিল উক্ত প্রতিযোগিতার সেরা রান সংগ্রহকারী।[] ২০১৬ এর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক করে।[]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
জিশান মাকসুদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জিশান মাকসুদ
জন্ম (1987-10-24) ২৪ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৭)
চিচাবতনী, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবাম-হাতী
বোলিংয়ের ধরনস্লো-লেফ্‌ট আর্ম অর্থোডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১)
২৭ এপ্রিল ২০১৯ বনাম নামিবিয়া
শেষ ওডিআই১৮ আগস্ট ২০১৯ বনাম স্কটল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ১০)
২৫ জুলাই ২০১৫ বনাম আফগানিস্তান
শেষ টি২০আই৯ মার্চ ২০১৬ বনাম আয়ার‍ল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৭কাবুল ঈগলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই লিএ টি২০
ম্যাচ সংখ্যা ১৬ ১২ ২৭
রানের সংখ্যা ৩৬৮ ৩৮৭ ৬৬৩
ব্যাটিং গড় ২৪.৫৩ ৪৩.০০ ২৭.৬২
১০০/৫০ ০/১ ১/২ ০/৩
সর্বোচ্চ রান ৫২ ১০৯ ৮৬*
বল করেছে ২২৮ ৩৫৮ ৩৫৩
উইকেট ১০ ১১ ২০
বোলিং গড় ২৬.৬০ ২১.২৭ ২১.১৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট না না না
সেরা বোলিং ৩/২২ ৪/১৪ ৪/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৬/– ৩/–
উৎস: ক্রিকইনফো, ১৮ আগস্ট ২০১৯
বন্ধ

২০১৮ এর জানুয়ারীতে, ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক নিযুক্ত করা হয়।[] একই বছরের আগস্টে, তাকে ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক ঘোষণা করা হয়,[] এবং অক্টোবরে ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতায় ওমান দলের অধিনায়কত্ব করেন।[] ডিসেম্বরে, তাকে ২০১৮ এসিসি ইমার্জিং দল এশিয়া কাপে ওমান দলের অধিনায়ক নিযুক্ত করা হল।[]

২০১৯ এর মার্চে, নামিবিয়ায় অনুষ্ঠিত ২০১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক নিযুক্ত হন।[১০] সেরা চারে অবস্থান করে ওমান প্রতিযোগিতাটি সম্পন্ন করে। ফলস্বরূপ ওমান জাতীয় দলকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) মর্যাদা প্রদান করা হয়।[১১] মাকসুদ তার ওডিআই অভিষেক করে ২৭ এপ্রিল ২০১৯ প্রতিযোগিতার ফাইনাল খেলায় নামিবিয়ার বিপক্ষে। [১২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.