Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব (ইংরেজি: 2015 ICC World Twenty20 Qualifier) ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৬-২৬ জুলাই ২০১৫ তারিখে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়।[২] এটি আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার ৫ম আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্দেশনায় এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের অংশবিশেষ।[৩] অংশগ্রহণকারী ১৪ দলের মধ্যে ৫১টি খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে যা সর্বশেষ আসরে ১৬ দলের মধ্যে ৭২ খেলার আয়োজন করা হয়েছিল।[৪] এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বের অংশবিশেষ। শীর্ষস্থানীয় ছয় দল ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।[৩]
তারিখ | ৯ জুলাই ২০১৫ – ২ আগস্ট ২০১৫ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক, টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন, প্লে-অফ |
আয়োজক | আয়ারল্যান্ড স্কটল্যান্ড |
বিজয়ী | নেদারল্যান্ডস স্কটল্যান্ড (যৌথভাবে) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১৪ |
খেলার সংখ্যা | ৫১ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | বার্নার্ড সোলজ[১] |
সর্বাধিক রান সংগ্রহকারী | স্টিফান বার্ড (৩০৯) |
সর্বাধিক উইকেটধারী | জন মুনি (১৪) বার্নার্ড সোলজ (১৪) অ্যালাসডেয়ার ইভান্স (১৪) |
বৃষ্টির কারণে চূড়ান্ত খেলায় মাঠে কোন বল গড়ায়নি। ফলে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস দল যৌথভাবে ট্রফি ভাগাভাগি করে নেয়।[১][৫]
নিম্নবর্ণিত দলসমূহ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়:-
দল | যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা | অবস্থান | অঞ্চল |
---|---|---|---|
আয়ারল্যান্ড | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার সহঃ স্বাগতিক | বিজয়ী | ইউরোপ |
আফগানিস্তান | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | রানার-আপ | এশিয়া |
নেপাল | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | তৃতীয় | এশিয়া |
সংযুক্ত আরব আমিরাত | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | চতুর্থ | এশিয়া |
নেদারল্যান্ডস | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | পঞ্চম | ইউরোপ |
হংকং | ২০১৩ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | ষষ্ঠ | এশিয়া |
স্কটল্যান্ড | প্রতিযোগিতার সহঃ স্বাগতিক | ইউরোপ | |
নামিবিয়া | ২০১৫ আইসিসি আফ্রিকা টুয়েন্টি২০ চ্যাম্পিয়নশীপ | বিজয়ী | আফ্রিকা |
কেনিয়া | ২০১৫ আইসিসি আফ্রিকা টুয়েন্টি২০ চ্যাম্পিয়নশীপ | রানার-আপ | আফ্রিকা |
কানাডা | ২০১৫ আইসিসি আমেরিকাস টুয়েন্টি২০ প্রথম বিভাগ | বিজয়ী | আমেরিকাস |
মার্কিন যুক্তরাষ্ট্র | ২০১৫ আইসিসি আমেরিকাস টুয়েন্টি২০ প্রথম বিভাগ | রানার-আপ | আমেরিকাস |
ওমান | ২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ | বিজয়ী | এশিয়া |
পাপুয়া নিউগিনি | ২০১৪ আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুরুষদের চ্যাম্পিয়নশীপ | বিজয়ী[৬] | পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল |
জার্সি | ২০১৫ আইসিসি ইউরোপ প্রথম বিভাগ | বিজয়ী | ইউরোপ |
অংশগ্রহণকারী ১৪-দল থেকে শীর্ষ ৬-দল ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলবে। সেখানে দলগুলো ৩০ এপ্রিল, ২০১৪ তারিখে প্রকাশিত আইসিসি টুয়েন্টি২০ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপের ৯ম ও ১০ স্থানে অবস্থানকারী বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে।[৩]
আফগানিস্তান[৭] | কানাডা[৮] | হংকং[৯] | আয়ারল্যান্ড[১০] | জার্সি[১১] | কেনিয়া[১২] | নামিবিয়া[১৩] |
---|---|---|---|---|---|---|
|
|
|
|
|
মাঠ | শহর | দেশ[১৪] | ধারণক্ষমতা | খেলা |
---|---|---|---|---|
স্টোমোন্ট | বেলফাস্ট | আয়ারল্যান্ড | ৭,০০০ | ৮ |
ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | Magheramason | আয়ারল্যান্ড | Unknown | ৪ |
ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | ডাবলিন | আয়ারল্যান্ড | ১১,৫০০ | ১৪[১৫] |
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | ডাবলিন | আয়ারল্যান্ড | ৩,২০০ | ৪[১৬] |
গ্রাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | এডিনবরা | স্কটল্যান্ড | ৩,০০০ | ৭ |
Myreside Cricket Ground | এডিনবরা | স্কটল্যান্ড | Unknown | ৪ |
New Williamfield | Stirling | স্কটল্যান্ড | Unknown | ৫ |
Goldenacre | এডিনবরা | স্কটল্যান্ড | Unknown | ৫ |
ব |
||
ব |
||
রেমন্ড ভন সচুর ৪২ (৩৪) গ্যাভিন মেইন ২/৯ (২ ওভার) |
ব |
||
North West Warriors 119/9 (15 overs) |
ব |
|
Oraine Williams 47 (35) Timil Patel 4/19 (3 overs) |
Shiva Vashishat 30 (35) Ross Allen 2/19 (3 overs) |
ব |
Western Districts Cricket Union 147/2 (18.3 overs) | |
ব |
||
ব |
||
Faizan Asif 24 (21) Jitendra Mukhiya 1/5 (2 overs) |
North West Warriors |
ব |
|
ব |
||
Western Districts Cricket Union |
ব |
|
ব |
||
ব |
||
Gerrie Snyman 11 (10) Saad Bin Zafar 4/16 (3 overs) |
অবস্থান | দল |
---|---|
১ম | স্কটল্যান্ড |
নেদারল্যান্ডস | |
৩য় | আয়ারল্যান্ড |
৪র্থ | হংকং |
৫ম | আফগানিস্তান |
৬ষ্ঠ | ওমান |
৭ম | নামিবিয়া |
৮ম | পাপুয়া নিউগিনি |
৯ম | কেনিয়া |
১০ম | মার্কিন যুক্তরাষ্ট্র |
১১তম | জার্সি |
১২তম | নেপাল |
১৩তম | সংযুক্ত আরব আমিরাত |
১৪তম | কানাডা |
২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ এবং ২০১৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বের জন্য নির্বাচত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.