Remove ads
ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কোরি বিসন (জন্ম ১৯ জুন ১৯৯৩) একজন ক্রিকেটার যিনি জার্সির হয়ে খেলেন।[১] ২০১৪ সালে তিনি ২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ বিভাগ প্রতিযোগিতায় খেলেন।[২] ২০১৫ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাই প্রতিযোগিতার জন্য তাকে জার্সির দলে নির্বাচিত করা হয়েছিল[৩] এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চতুর্থ বিভাগের খেলাগুলোও সে খেলে। চতুর্থ বিভাগীয় উক্ত লীগ প্রতিযোগিতায় ২৪২ রান নিয়ে তিনি ছিলেন শীর্ষ রান সংগ্রহকারী[৪]
এপ্রিল ২০১৮ এ, মালয়েশিয়ায় ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চতুর্থ বিভাগ প্রতিযোগিতার জন্য তাকে জার্সির দলভূক্ত করা হয়েছিল।[৫][৬] আগস্ট ২০১৮ এ, তাকে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০১৮–১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের প্রতিযোগিতার জন্য জার্সির স্কোয়াডে স্থান দেওয়া হয়েছিল।[৭][৮]
মে ২০১৯ সালে তাকে গার্নসির বিপরীতে ২০১৯ টি২০ ইন্টার-ইনসুলার কাপ প্রতিযোগিতায় দলভূক্ত করা হয়েছিল।[৯][১০] তিনি ৩১ মে ২০১৯ তারিখে গার্নসির বিপরীতে জার্সির হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেটে অভিষেক করেছিলেন।[১১] একই মাসে গার্নসিতে অনুষ্ঠিত ২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনালের জন্য তাকে জার্সির স্কোয়াডভুক্ত করা হয়েছিল।[১২]
২০১৯ সালের সেপ্টেম্বরে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের জার্সির স্কোয়াডে তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.