Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এক ধরনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। ২১ জুন, ২০১৪ তারিখ থেকে ২৮ জুন, ২০১৪ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ প্রতিযোগিতার অন্যতম অংশ ও ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় দল বাছাইকল্পে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারিখ | ২১ জুন – ২৮ জুন, ২০১৪ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | সীমিত ওভারের ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | সিঙ্গাপুর |
বিজয়ী | মালয়েশিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৮ |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | asiancricket.org |
২০১২ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের চতুর্থ বিভাগ, ২০১৩ সালের তৃতীয় বিভাগ ও ২০১৪ সালের পঞ্চম বিভাগের ফলাফল থেকে নিম্নবর্ণিত দলসমূহ অংশগ্রহণ করে:
ডেনমার্ক | ইতালি | জার্সি | মালয়েশিয়া | ওমান | সিঙ্গাপুর |
---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
|
২১ জুন স্কোরকার্ড |
ব |
||
চামিন্দা রুয়ান ৭২ (৯৭) আমজাদ মাহবুব ২/৪৪ (৯ ওভার) |
ফ্রেদি ক্লোকার ৬১ (৬০) ইয়াসির ইকবাল ৪/২৯ (৮ ওভার) |
২১ জুন স্কোরকার্ড |
ব |
||
ড্যামিয়ান ক্রলি ৬২ (৯৩) গায়াশান মুনাসিংহে ২/২১ (৮ ওভার) |
অজয় লালচেতা ৪৩ (৩৫) জিশান মাকসুদ ২/২৪ (১০ ওভার) |
২১ জুন স্কোরকার্ড |
ব |
||
পিটার গফ ৬০ (৯১) ন্যাট ওয়াটকিনস ৩/৪০ (১০ ওভার) |
নাসির শফিক ৯৫* (১০৪) শাহরুলনিজাম ইউসুফ ৪/৩২ (১০ ওভার) |
২২ জুন স্কোরকার্ড |
ব |
||
ফ্রেদি ক্লোকার ২৯ (৪১) সুহারিল ফেতরি ২/২২ (৬ ওভার) |
আহমেদ ফয়েজ ৬৮ (৯০) আমজাদ খান ১/২৬ (৯ ওভার) |
২২ জুন স্কোরকার্ড |
ব |
||
জন্টি জেনার ৫৫ (৫৪) জিশান মাকসুদ ৩/২৭ (১০ ওভার) |
জিশান সিদ্দিকি ৮৭*(১০৫) কর্নেলিস বোদেনস্টেইন ১/২৪ (৪ ওভার) |
২২ জুন স্কোরকার্ড |
ব |
||
ফিদা হুসাইন ৪৪ (৩৮) সেলাদোর বিজয়াকুমার ২/২৬ (৮ ওভার) |
২৪ জুন স্কোরকার্ড |
ব |
||
পিটার গফ ৬১ (৯২) গায়াশান মুনাসিংহে ২/২৬ (৮ ওভার) |
ড্যামিয়ান ক্রলি ৪৪ (৭৪) ন্যাট ওয়াটকিনস ২/২৪ (৮ ওভার) |
২৪ জুন স্কোরকার্ড |
ব |
||
ক্রিস্টোফার জানিক ৪৯ (৬৪) হাসান গুলাম ৩/৩৯ (১০ ওভার) |
নাসির শফিক ৬৯ (১২২) অভিরাজ সিং ৩/২৫ (৬ ওভার) |
২৪ জুন স্কোরকার্ড |
ব |
||
আদনান ইলিয়াস ২৫ (৪৯) জিশান শাহ ৩/১৫ (৪ ওভার) |
ফ্রেদি ক্লোকার ৪৬ (৩৭) অজয় লালচেতা ২/১৮ (৭ ওভার) |
২৫ জুন স্কোরকার্ড |
ব |
||
চামিন্দা রুয়ান ৮১ (১৩১) অজয় লালচেতা ৫/২০ (১০ ওভার) |
আমির আলী ৫০ (৫১) মুলেওয়া ধর্মচাদ ৪/২১ (১০ ওভার) |
২৫ জুন স্কোরকার্ড |
ব |
||
ফ্রেদি ক্লোকার ৮০ (১০০) ন্যাট ওয়াটকিনস ৪/৪৯ (৯ ওভার) |
পিটার গফ ৩৩ (৩২) বাসিত রাজা ৩/২৬ (৮ ওভার) |
২৫ জুন স্কোরকার্ড |
ব |
||
আলেজান্দ্রো বোনোরা ৬৮ (১১৯) শাহরুলনিজাম ইউসুফ ৫/৪৯ (১০ ওভার) |
আহমেদ ফয়েজ ৫১ (৯৮) ভিন্স পেনাজা ৪/৪২ (১০ ওভার) |
২৭ জুন স্কোরকার্ড |
ব |
||
সুলতান আহমেদ ৫৫ (৭৩) শাহরুলনিজাম ইউসুফ ৩/২৪ (৬ ওভার) |
আহমেদ ফয়েজ ৭০ (৯৩) আমির আলী ২/৩৯ (৭ ওভার) |
২৭ জুন স্কোরকার্ড |
ব |
||
আমজাদ খান ৭৩ (৭৩) গায়াশান মুনাসিংহে ৪/৫২ (১০ ওভার) |
দিনিদু মারাগে ৮২ (৭৮) আমজাদ খান ২/৫৫ (১০ ওভার) |
২৭ জুন স্কোরকার্ড |
ব |
||
চামিন্দা রুয়ান ১১২ (১৪০) কর্নেলিস বোদেনস্টেইন ৩/৪৭ (৮ ওভার) |
ডিন মরিসন ৭৭ (৯৩) অভিরাজ সিং ৪/৩৪ (১০ ওভার) |
২৮ জুন স্কোরকার্ড |
ব |
||
জমির খান ৫৪ (৬১) দিনিদু মারাগে ৪/৩৩ (১০ ওভার) |
আলেজান্দ্রো বোনোরা ৫৬ (৯৪) বশির শাহ ৩/৩৩ (১০ ওভার) |
২৮ জুন স্কোরকার্ড |
ব |
||
চামিন্দা রুয়ান ৫৪ (৭৫) সুহারিল ফেতরি ৩/৩১ (১০ ওভার) |
খিজির হায়াত ৬৩ (৪৩) ক্রিস্টোফার জানিক ২/৪৬ (১০ ওভার) |
সর্বাধিক রান সংগ্রহকারী পাঁচজন খেলোয়াড়ের তালিকা ছক আকারে নিম্নে দেখানো হলো:
খেলোয়াড় | দল | রান | ইনিংস | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|---|---|
চামিন্দা রুয়ান | সিঙ্গাপুর | ৩৪৩ | ৬ | ৮৫.৫০ | ৭০.৪৩ | ১১২* | ১ | ৩ |
পিটার গফ | জার্সি | ২৪০ | ৬ | ৮৫.০০ | ৭০.৩৮ | ৬১ | ০ | ৩ |
আহমেদ ফয়েজ | মালয়েশিয়া | ২৩৯ | ৬ | ৪৯.৩৩ | ৫৯.৪৫ | ৭০ | ০ | ৩ |
নাসির শফিক | মালয়েশিয়া | ২২৬ | ৬ | ৪৫.৩৩ | ৭২.৪৩ | ৯৫* | ০ | ২ |
ফ্রেদি ক্লোকার | ডেনমার্ক | ২১৭ | ৫ | ৬৬.০০ | ৯০.০৪ | ৮০ | ০ | ২ |
সূত্র: ক্রিকইনফো
শীর্ষস্থান পাঁচজন উইকেটলাভকারীর তালিকা নিম্নের ছকে দেখানো হলো:
খেলোয়াড় | দল | উইকেট | খেলা | গড় | স্ট্রাইক রেট | ইকোনোমি | সেরা বোলিং |
---|---|---|---|---|---|---|---|
শাহরুলনিজাম ইউসুফ | মালয়েশিয়া | ১৬ | ৫ | ১২.১২ | ১৫.৩ | ৪.৭৩ | ৫/৪৯ |
অজয় লাচেতা | ওমান | ১২ | ৫ | ১৪.৪১ | ২৫.৮ | ৩.৩৪ | ৫/২০ |
ভিন্স পেনাজা | ইতালি | ১২ | ৬ | ১৬.০০ | ২৩.০ | ৪.১৭ | ৪/৪২ |
ন্যাট ওয়াটকিনস | জার্সি | ১২ | ৬ | ১৯.৮৩ | ২৬.৫ | ৪.৪৯ | ৪/৪৯ |
মুলেওয়া ধর্মীচাঁদ | সিঙ্গাপুর | ১০ | ৬ | ১৯.৩০ | ৩৩.৬ | ৩.৪৪ | ৪/২১ |
সূত্র: ক্রিকইনফো
প্রতিযোগিতা সমাপণান্তে দলগুলো অবস্থান নিম্নরূপ:
অবস্থান | দল | মর্যাদা |
---|---|---|
১ম | মালয়েশিয়া | ২০১৪ তৃতীয় বিভাগে উত্তোরণ |
২য় | সিঙ্গাপুর | |
৩য় | ডেনমার্ক | ২০১৬ চতুর্থ বিভাগেই স্থির |
৪র্থ | ইতালি | |
৫ম | ওমান | ২০১৬ পঞ্চম বিভাগে অবনমন |
৬ষ্ঠ | জার্সি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.