২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এক ধরনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। ২১ জুন, ২০১৪ তারিখ থেকে ২৮ জুন, ২০১৪ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ প্রতিযোগিতার অন্যতম অংশ ও ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় দল বাছাইকল্পে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ
তারিখ২১ জুন – ২৮ জুন, ২০১৪
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনসীমিত ওভারের ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
আয়োজক সিঙ্গাপুর
বিজয়ী মালয়েশিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৮
আনুষ্ঠানিক ওয়েবসাইটasiancricket.org
২০১২
২০১৬
বন্ধ

অংশগ্রহণকারী দল

২০১২ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের চতুর্থ বিভাগ, ২০১৩ সালের তৃতীয় বিভাগ ও ২০১৪ সালের পঞ্চম বিভাগের ফলাফল থেকে নিম্নবর্ণিত দলসমূহ অংশগ্রহণ করে:

মাঠসমূহ

  • কালাং মাঠ, কালাং
  • সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব মাঠ
  • ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড

দলের সদস্য

আরও তথ্য ডেনমার্ক, ইতালি ...
 ডেনমার্ক  ইতালি  জার্সি  মালয়েশিয়া  ওমান  সিঙ্গাপুর
  • মাইকেল পেডারসন (অঃ)
  • আফতাব আহমেদ
  • শেহজাদ আহমেদ
  • অ্যান্ডার্স বালো
  • ইয়াসির ইকবাল
  • রাজা বাসিত জাভেদ
  • আমজাদ খান
  • জামির খান
  • ফ্রেদেরিক ক্লোকার (উইঃ)
  • কামরান মাহমুদ
  • রিজওয়ান মাহমুদ
  • হামিদ শাহ
  • সৈয়দ বশির শাহ
  • জিশান শাহ
  • ড্যামিয়েন ক্রলি (অঃ)
  • দিলন ফার্নান্দো
  • আলেজান্দ্রো বোনোরা
  • গায়াশান মুনাসিংহে
  • লুইজ ডি গিগলিও
  • ডেমিয়েন ফার্নান্দো
  • ওয়ার্নাকুলাসুরিয়া ফার্নান্দো
  • ফিদা হোসেন
  • দিনিদু মারাগে
  • অ্যান্ডি নর্থকোট
  • ভিন্স পেনাজা
  • বেনতোতা পেরেরা
  • মাইকেল রাসো
  • কার্ল সান্দ্রি
  • পিটার গফ (অঃ)
  • কোরে বাইসন
  • কর্নেলিস বোদেনস্টেইন
  • অ্যান্ডি ডিউহার্স্ট
  • স্যাম ডিউহার্স্ট
  • জেমস ডাকেট
  • এডওয়ার্ড ফার্লি
  • অ্যান্থনি হকিন্স-কে
  • জন্টি জেনার
  • টম মিন্টি
  • ডিন মরিসন
  • চার্লস পার্চার্ড
  • বেন স্টিভেন্স
  • ন্যাট ওয়াটকিনস
  • আহমেদ ফায়েজ(অঃ)
  • আনোয়ার আরুদিন
  • হামিদুল্লাহ খান
  • হাসান গুলাম
  • ইরফান জারবানি
  • খিজির হায়াত
  • আব্দুল মোহাম্মদ
  • শুকরি নাসির শফিক
  • সুরেশ নবরত্মম
  • আমিনুদ্দিন রামলি
  • শফিক শরীফ
  • শাহরুলনিজাম ইউসুফ
  • সুহান আলগারত্মম
  • সুহারিল ফেতরি
  • সুলতান আহমেদ (অঃ)
  • আমির কালিম
  • আদনান ইলিয়াস
  • আমির আলী
  • মুনিস আনসারি
  • আরিফ হোসেন
  • যতীন্দর সিং
  • অজয় লালচেতা
  • মোহাম্মদ নাদিম
  • রাজেশকুমার রানপুরা
  • সুফিয়ান মেহমুদ
  • বৈভব ওয়াতেগাওঙ্কার
  • জিশান মাকসুদ
  • জিশান সিদ্দিকি
  • সাদ জানজুয়া (অঃ)
  • অভিরাজ সিং
  • আমজাদ মাহবুব
  • সুরেশ আপ্পুসামি
  • আন্দ্রে ডি ল্যাঞ্জ
  • মুলেওয়া ধর্মীচাঁদ
  • রেজা গজনবী
  • অর্চিত গোয়েঙ্কা
  • ক্রিস্টোফার জানিক
  • চামিন্দা রুয়ান
  • অর্জুন মত্রেজা
  • শিতিজ সিন্ধে
  • চেতন সূর্যবংশী
  • সেলাদোর বিজয়কুমার
বন্ধ

সময়সূচী

সারাংশ
প্রসঙ্গ

গ্রুপ পর্ব

পয়েন্ট তালিকা

আরও তথ্য দল, খেলা ...
বন্ধ

খেলা

সিঙ্গাপুর 
১৯৮ (৪১.১ ওভার)
 ডেনমার্ক
২৬৮/৮ (৫০ ওভার)
চামিন্দা রুয়ান ৭২ (৯৭)
আমজাদ মাহবুব ২/৪৪ (৯ ওভার)
ফ্রেদি ক্লোকার ৬১ (৬০)
ইয়াসির ইকবাল ৪/২৯ (৮ ওভার)
ডেনমার্ক ৭০ রানে বিজয়ী
কালাং
আম্পায়ার: অ্যালান হাগো (স্কটল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির ইকবাল (ডেনমার্ক)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ইতালি 
২১৩/৭ (৪৯ ওভার)
 ওমান
২১২/৯ (৫০ ওভার)
ড্যামিয়ান ক্রলি ৬২ (৯৩)
গায়াশান মুনাসিংহে ২/২১ (৮ ওভার)
অজয় লালচেতা ৪৩ (৩৫)
জিশান মাকসুদ ২/২৪ (১০ ওভার)
ইতালি ৩ উইকেটে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিজি ক্রোলি (ইতালি)
  • ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

জার্সি 
১৮০/৯ (৫০ ওভার)
 মালয়েশিয়া
১৮৪/৭ (৪৭.৪ ওভার)
পিটার গফ ৬০ (৯১)
ন্যাট ওয়াটকিনস ৩/৪০ (১০ ওভার)
নাসির শফিক ৯৫* (১০৪)
শাহরুলনিজাম ইউসুফ ৪/৩২ (১০ ওভার)
মালয়েশিয়া ৩ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) ও নাইজেল মরিসন (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাসির শফিক (মালয়েশিয়া)
  • জার্সি টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ডেনমার্ক 
১৭১/৮ (৪৩/৪৩ ওভার)
 মালয়েশিয়া
১৭৩/৪ (৩৮ ওভার)
ফ্রেদি ক্লোকার ২৯ (৪১)
সুহারিল ফেতরি ২/২২ (৬ ওভার)
আহমেদ ফয়েজ ৬৮ (৯০)
আমজাদ খান ১/২৬ (৯ ওভার)
মালয়েশিয়া ৬ উইকেটে বিজয়ী
কালাং
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও অ্যালান হাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আহমেদ ফয়েজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

জার্সি 
১৮৫ (৪৯.৫ ওভার)
 ওমান
১৮৯/৩ (৩৩.৫ ওভার)
জন্টি জেনার ৫৫ (৫৪)
জিশান মাকসুদ ৩/২৭ (১০ ওভার)
জিশান সিদ্দিকি ৮৭*(১০৫)
কর্নেলিস বোদেনস্টেইন ১/২৪ (৪ ওভার)
ওমান ৭ উইকেটে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) ও ক্লাইভ হাওয়ার্ড (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান সিদ্দিকি (ওমান)
  • জার্সি টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সিঙ্গাপুর 
১৭৪/১ (৩৪.২/৪০ ওভার)
 ইতালি
১৭৩/৮ (৪০/৪০ ওভার)
চেতন সূর্য্যবংশী ৯৬*(৮১)
গায়াশান মুনাসিংহে ১/৪৪ (৭.২ ওভার)
ফিদা হুসাইন ৪৪ (৩৮)
সেলাদোর বিজয়াকুমার ২/২৬ (৮ ওভার)
সিঙ্গাপুর ৯ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: চেতন সূর্য্যবংশী (সিঙ্গাপুর)
  • ইতালি টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

জার্সি 
১৪৮/৭ (৩৭/৪০ ওভার)
 ইতালি
১৪৭/৯ (৪০/৪০ ওভার)
পিটার গফ ৬১ (৯২)
গায়াশান মুনাসিংহে ২/২৬ (৮ ওভার)
ড্যামিয়ান ক্রলি ৪৪ (৭৪)
ন্যাট ওয়াটকিনস ২/২৪ (৮ ওভার)
জার্সি ৩ উইকেটে বিজয়ী
কালাং
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও নাইজেল মরিসন (ভানুয়াতু)
  • জার্সি টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

সিঙ্গাপুর 
২০৮/৯ (৫০ ওভার)
 মালয়েশিয়া
১৬০ (৪৪ ওভার)
ক্রিস্টোফার জানিক ৪৯ (৬৪)
হাসান গুলাম ৩/৩৯ (১০ ওভার)
নাসির শফিক ৬৯ (১২২)
অভিরাজ সিং ৩/২৫ (৬ ওভার)
সিঙ্গাপুর ৪৮ রানে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ক্লাইভ হাওয়ার্ড (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাসির শফিক (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওমান 
১২৪ (৩১.২/৩৪ ওভার)
 ডেনমার্ক
১৩৭ (৩৩.১/৩৪ ওভার)
আদনান ইলিয়াস ২৫ (৪৯)
জিশান শাহ ৩/১৫ (৪ ওভার)
ফ্রেদি ক্লোকার ৪৬ (৩৭)
অজয় লালচেতা ২/১৮ (৭ ওভার)
ডেনমার্ক ১৩ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

সিঙ্গাপুর 
১৮৭/৮ (৪৫.৪ ওভার)
 ওমান
১৮৬/৮ (৫০ ওভার)
চামিন্দা রুয়ান ৮১ (১৩১)
অজয় লালচেতা ৫/২০ (১০ ওভার)
আমির আলী ৫০ (৫১)
মুলেওয়া ধর্মচাদ ৪/২১ (১০ ওভার)
সিঙ্গাপুর ২ উইকেটে বিজয়ী
কালাং
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও অ্যালান হাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামিন্দা রুয়ান (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ডেনমার্ক 
২৭০ (৪৯.৫ ওভার)
 জার্সি
১৩৬ (৩৯ ওভার)
ফ্রেদি ক্লোকার ৮০ (১০০)
ন্যাট ওয়াটকিনস ৪/৪৯ (৯ ওভার)
পিটার গফ ৩৩ (৩২)
বাসিত রাজা ৩/২৬ (৮ ওভার)
ডেনমার্ক ১৩৪ রানে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: ক্লাইভ হাওয়ার্ড (হংকং) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রেদি ক্লোকার (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ইতালি 
২৩৪ (৪৮.৩ ওভার)
 মালয়েশিয়া
২৪০/৯ (৫০ ওভার)
আলেজান্দ্রো বোনোরা ৬৮ (১১৯)
শাহরুলনিজাম ইউসুফ ৫/৪৯ (১০ ওভার)
আহমেদ ফয়েজ ৫১ (৯৮)
ভিন্স পেনাজা ৪/৪২ (১০ ওভার)
মালয়েশিয়া ৬ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও নাইজেল মরিসন (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহরুলনিজাম ইউসুফ (মালয়েশিয়া)
  • ইতালি টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওমান 
১৯৮ (৪৯.৪ ওভার)
 মালয়েশিয়া
২০১/৪ (৪২.৪ ওভার)
সুলতান আহমেদ ৫৫ (৭৩)
শাহরুলনিজাম ইউসুফ ৩/২৪ (৬ ওভার)
আহমেদ ফয়েজ ৭০ (৯৩)
আমির আলী ২/৩৯ (৭ ওভার)
মালয়েশিয়া ৬ উইকেটে বিজয়ী
কালাং
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আহমেদ ফয়েজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ডেনমার্ক 
২৩৬/৮ (৫০ ওভার)
 ইতালি
২৩৭/৪ (৪২ ওভার)
আমজাদ খান ৭৩ (৭৩)
গায়াশান মুনাসিংহে ৪/৫২ (১০ ওভার)
দিনিদু মারাগে ৮২ (৭৮)
আমজাদ খান ২/৫৫ (১০ ওভার)
ইতালি ৬ উইকেটে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: অ্যালান হাগো (স্কটল্যান্ড) ও নাইজেল মরিসন (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনিদু মারাগে (ইতালি)
  • ডেনমার্ক টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সিঙ্গাপুর 
২২৭/৫ (৪৬.৫ ওভার)
 জার্সি
২২৪ (৪৯.৪ ওভার)
চামিন্দা রুয়ান ১১২ (১৪০)
কর্নেলিস বোদেনস্টেইন ৩/৪৭ (৮ ওভার)
ডিন মরিসন ৭৭ (৯৩)
অভিরাজ সিং ৪/৩৪ (১০ ওভার)
সিঙ্গাপুর ৫ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ক্লাইভ হাওয়ার্ড (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামিন্দা রুয়ান (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

স্থান নির্ধারণী খেলা

৫ম স্থান নির্ধারণী খেলা

জার্সি 
২১০ (৪৫.৩ ওভার)
 ওমান
২৪৬ (৪৯ ওভার)
এডওয়ার্ড ফার্লি ৫৫ (৯০)
অজয় লালচেতা ৩/৩০ (৯ ওভার)
ওমান ৩৬ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ক্লাইভ হাওয়ার্ড (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: যতীন্দর সিং (ওমান)
  • জার্সি টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী খেলা

ডেনমার্ক 
২৭৫/৯ (৫০ ওভার)
 ইতালি
২৪০/৯ (৫০ ওভার)
জমির খান ৫৪ (৬১)
দিনিদু মারাগে ৪/৩৩ (১০ ওভার)
আলেজান্দ্রো বোনোরা ৫৬ (৯৪)
বশির শাহ ৩/৩৩ (১০ ওভার)
ডেনমার্ক ৩৫ রানে বিজয়ী
সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও নাইজেলা মরিসন (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ শাহ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত খেলা

সিঙ্গাপুর 
১৭৮ (৪৬.১ ওভার)
মালয়েশিয়া 
২৩৫/৭ (৫০ ওভার)
চামিন্দা রুয়ান ৫৪ (৭৫)
সুহারিল ফেতরি ৩/৩১ (১০ ওভার)
খিজির হায়াত ৬৩ (৪৩)
ক্রিস্টোফার জানিক ২/৪৬ (১০ ওভার)
মালয়েশিয়া ৫৭ রানে বিজয়ী
কালাং
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) ও অ্যালান হাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: খিজির হায়াত (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সর্বাধিক রান

সর্বাধিক রান সংগ্রহকারী পাঁচজন খেলোয়াড়ের তালিকা ছক আকারে নিম্নে দেখানো হলো:

আরও তথ্য খেলোয়াড়, দল ...
খেলোয়াড়দলরানইনিংসগড়স্ট্রাইক রেটসর্বোচ্চ১০০৫০
চামিন্দা রুয়ান সিঙ্গাপুর৩৪৩৮৫.৫০৭০.৪৩১১২*
পিটার গফ জার্সি২৪০৮৫.০০৭০.৩৮৬১
আহমেদ ফয়েজ মালয়েশিয়া২৩৯৪৯.৩৩৫৯.৪৫৭০
নাসির শফিক মালয়েশিয়া২২৬৪৫.৩৩৭২.৪৩৯৫*
ফ্রেদি ক্লোকার ডেনমার্ক২১৭৬৬.০০৯০.০৪৮০
বন্ধ

সূত্র: ক্রিকইনফো

সর্বাধিক উইকেট

শীর্ষস্থান পাঁচজন উইকেটলাভকারীর তালিকা নিম্নের ছকে দেখানো হলো:

আরও তথ্য খেলোয়াড়, দল ...
খেলোয়াড়দলউইকেটখেলাগড়স্ট্রাইক রেটইকোনোমিসেরা বোলিং
শাহরুলনিজাম ইউসুফ মালয়েশিয়া১৬১২.১২১৫.৩৪.৭৩৫/৪৯
অজয় লাচেতা ওমান১২১৪.৪১২৫.৮৩.৩৪৫/২০
ভিন্স পেনাজা ইতালি১২১৬.০০২৩.০৪.১৭৪/৪২
ন্যাট ওয়াটকিনস জার্সি১২১৯.৮৩২৬.৫৪.৪৯৪/৪৯
মুলেওয়া ধর্মীচাঁদ সিঙ্গাপুর১০১৯.৩০৩৩.৬৩.৪৪৪/২১
বন্ধ

সূত্র: ক্রিকইনফো

চূড়ান্ত অবস্থান

প্রতিযোগিতা সমাপণান্তে দলগুলো অবস্থান নিম্নরূপ:

আরও তথ্য অবস্থান, দল ...
অবস্থান দল মর্যাদা
১ম মালয়েশিয়া২০১৪ তৃতীয় বিভাগে উত্তোরণ
২য় সিঙ্গাপুর
৩য় ডেনমার্ক২০১৬ চতুর্থ বিভাগেই স্থির
৪র্থ ইতালি
৫ম ওমান২০১৬ পঞ্চম বিভাগে অবনমন
৬ষ্ঠ জার্সি
বন্ধ

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.