২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি ২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ এর অংশবিশেষ।২০১৫ সালে জার্সিকে এই টুর্নামেন্টটির আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[1]

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ
তারিখ২১ – ২৮ মে ২০১৬
তত্ত্বাবধায়কইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনসীমিত ওভারের ক্রিকেট (৫০ ওভার)
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নক-আউট
আয়োজকজার্সি (দ্বীপপুঞ্জ) জার্সি
বিজয়ী জার্সি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৮
সর্বাধিক রান সংগ্রহকারীওমান জিসান মাকসুদ (৩৫০)
সর্বাধিক উইকেটধারীজার্সি (দ্বীপপুঞ্জ) বেন কাইনম্যান (১৫)
২০১৪
২০১৭
বন্ধ

ফাইনাল খেলাটি জার্সির গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।যেখানে জার্সি ৪৪ রানে ওমানকে হারায়।দুইটি দলই ২০১৬ ৪র্থ বিভাগের জন্য উত্তীর্ণ হয়।[2]

দলসমূহ

এই ৬ টি দল প্রতিযোগিতা টি খেলার যোগ্যতা অর্জন করে:

সুরিনাম দলের কিছু খেলোয়াড়ের খেলার বৈধতা নিয়া আইসিসি তদন্ত করায় তারা ২০১৬ এর মার্চ মাসে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[3] তাদের কমপক্ষে ৬ জন খেলোয়াড়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।[4] সুরিনামের পরিবর্তে ভানুয়াটু খেলতে আসে।

পয়েন্ট তালিকা

আরও তথ্য দল, ম্যাচ ...
দল ম্যাচ জয় হার টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
 ওমান১০+১.৯৭৮২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ
 জার্সি+১.৪৩১
 গার্নসি+০.৪৭২
 ভানুয়াতু–০.৩৪৭
 তানজানিয়া–১.৩২৮
 নাইজেরিয়া–২.৬২৭
বন্ধ

উৎস: ক্রিকইনফু[5]

রাউন্ড-রবিন পর্বের খেলা

২১ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
১৩২/৯ (২৩ ওভার)
 জার্সি
৪৮/১ (৯ ওভার)
জিসান মাকসুদ ২৯ (১৪)
চার্লস পেরচার্ড ৩/১৭ (৪ ওভার)
জন্টি জেনার ২৫(২৩)
আমির কালিম ১/৬ (১ ওভার)
ফলাফল হয় নি
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: মার্ক হাওথ্রোনস (আয়ারল্যান্ড) এবং জ্যকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
  • জার্সি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৩ ওভার করা হয়।
  • সংরক্ষিত দিনে(২৩ মে) খেলাটি শুরু হলেও ফলাফল হয় নি। [6]

২১ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১১৫/৮ (২৮ ওভার)
 নাইজেরিয়া
১১৭/৪ (২৪.৫ ওভার)
কাসিম নাসোরো ৩০ (৩৮)
সেসান আদেদেজিল ৩/১৪ (৫ ওভার)
আদেমোলা ওনিকোয়ি ৬৮ (৭৫)
কাসিম নাসোরো ২/১৮ (৬ ওভার)
নাইজেরিয়া ৬ উইকেটে জয়ী
ফার্মারস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, সেন্ট মার্টিম
আম্পায়ার: হাব জেন্সেন (নেদারল্যান্ডস) এবং ইসাক ওয়িয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদেমোলা ওনিকোয়ি (নাইজেরিয়া)
  • তাঞ্জানিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৮ ওভার করা হয়।

২১ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১২৭/৭ (২৬ ওভার
 গার্নসি
১০৫/৬ (২১ ওভার)
জোনাথান ডুন ৪৩ (৫৭)
থমাস কির্ক ২/১৭ (৩ ওভার)
ম্যাথিউ স্টোক্স ৩৪ (৩৪)
এন্ড্রিউ মানসালে ৪/১৯ (৬ ওভার)
গেনসি ৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
এফবি প্লেয়িং ফিল্ড, সেন্ট ক্লিমেন্ট
আম্পায়ার: এলান নেইল (আয়ারল্যান্ড) এবং সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এন্ড্রিউ মানসালে (ভানুয়াটু)
  • গেনসি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৬ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
২০০/৯ (৩৭ ওভার)
 ভানুয়াতু
৯৮ (৩০.১ ওভার)
নাথানিয়েল ওয়াটকিন্স ৬৫ (৯৮)
এন্ড্রিউ মানসালে ৪/৩৮ (৭ ওভার)
জশুয়া রাসু ৪৩ (৬০)
বেন স্টিভেন্স ৩/২১ (৫.১ ওভার)
জার্সি ১০২ রানে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: হাব জেন্সেন (নেদারল্যান্ডস) এবং তাবারাক দার (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথানিয়েল ওয়াটকিন্স (জার্সি)
  • ভানুয়াটু টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৩৭ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১০৮/৯ (৪১ ওভার)
 গার্নসি
১০৯/২ (২৬.১ ওভার)
অরুন দাগার ৩৫ (৪০)
ম্যাক্স এলিস ৩/১০ (৯ ওভার)
ম্যাথিউ স্টোক্স ৪৪ (৭৯)
জিতিন সিং ১/১০ (৪ ওভার)
গেনসি ৮ উইকেটে জয়ী
ফার্মার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, সেন্ট মার্টিন
আম্পায়ার: মার্ক হাওথ্রোন্স (আয়ারল্যান্ড) এবং পিম ভ্যান লিয়েম্ট (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওলিভার নিউওয়ে (গেনসি)
  • তাঞ্জানিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৪২ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২২০/৬ (৫০ ওভার)
 নাইজেরিয়া
৩৯ (২৩.৫ ওভার)
আমির কালিম ৭৮ (৮০)
ওলুসেয়ে ওলিম্পিও ১/১৯ (৭ ওভার)
ওলাজিদে বেজিদে ৭ (৭)
অজয় লালচেতা ৪/৭ (৬.৫ ওভার)
ওমান ১৮১ রানে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ডস, সেন্ট ক্লিমেন্ট
আম্পায়ার: এলেক্স ডাওডালস (স্কটল্যান্ড) এবং সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অজয় লালচেতা (ওমান)
  • নাইজেরিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • নাইজেরিয়ার মোট স্কোরটি বিশ্ব ক্রিকেট লিগ এ তৃতীয় সর্বনিম্ন স্কোর। [7]

২৩ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২০৫/৯ (৫০ ওভার)
 জার্সি
১৪৭ (৪১.৪ ওভার)
জিসান মাকসুদ ৬৯ (১০৩)
এন্থনি হকিংস-কে ২/১৮ (৬ ওভার)
এন্থনি হকিংস-কে ৪৫ (৭১)
মুনিস আনসারি ৫/২৭ (১০ ওভার)
ওমান ৫৮ রানে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: মার্ক হাওথ্রোন (আয়ারল্যান্ড) এবং জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুনিস আনসারি (ওমান)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • এটি ২১ তারিখের অসমাপ্ত খেলাটির পুনরাবৃত্তি,যেটিতে কোনো ফলাফল হয় নি[6]

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
২৭৩/৫ (৫০ ওভার)
 তানজানিয়া
১৮৮/৮ (৫০ ওভার)
বেন স্টেভেন্স ১০৩ (৮৮)
আথুমানি কাসিম ২/৫৩ (১০ ওভার)
অরুন দাগার ২/৫৩ (১০ ওভার)
শাহীদ ধানানী ৪২ (৭২
চার্লস পারচার্ড ২/২৪ (৪ ওভার)
জার্সি ৮৫ রানে জয়ী
এফবু প্লেয়িং ফিল্ডস, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: এলেক্স ডাওডালস (স্কটল্যান্ড) এবং হাব জেনসেন (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টেভেন্স (জার্সি)[8]
  • জার্সি টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৯৯ (৩৪ ওভার)
 গার্নসি
১০০/০ (১৮.৫ ওভার
জশুয়া আয়ান্নাইকে ২৬ (৪৪)
ম্যাক্স এলিলিস ৪/৯ (৯ ওভার)
ম্যাথিউ স্টোক্স ৪৮ (৫৮)
লেকে ওয়েদে ০/৭ (১ ওভার)
গেনসি ১০ উইকেটে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: এলান নেইল (আয়ারল্যান্ড) এবং জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: Max ম্যাক্স এলিস (গেনসি)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
২০৪/৭ (৫০ ওভার
 ওমান
২০৮/১ (৪০.৪ ওভার
ওমান ৯ উইকেটে জয়ী
ফার্মার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, সেন্ট মার্টিন
আম্পায়ার: মার্ক হাওথ্রোনস (আয়ারল্যান্ড) এবং ইসাক ওয়িয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিসান মাকসুদ (ওমান)
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
৯৪ (৩২.৫ ওভার)
 ওমান
৯৬/১ (১৭.৩ ওভার)
ওমান ৯ উইকেটে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: হাব জেনসেন (নেদারল্যান্ডস) এবং এলান নেইল (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমির কালিম (ওমান)[9]
  • ওমান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৪৯ (৪২.২ ওভার)
 জার্সি
১৫০/৩ (৩৯.৫ ওভার)
জার্সি ৭ উইকেটে জয়ী
ফার্মারস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, সেন্ট মার্টিন
আম্পায়ার: মার্ক হাওথ্রোন্স (আয়ারল্যান্ড) এবং সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টিভেন্স (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
Scorecard
ভানুয়াতু 
২২৭/৯ (৫০ ওভার)
 নাইজেরিয়া
১১৭ (৩৮ ওভার)
ভানুয়াটু ১১০ রানে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ডস, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: এলেক্স ডাওডালস (স্কটল্যান্ড) এবং ইসাক ওয়িয়েকো (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

২৭ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৪৯ (৪৮.৫ ওভার)
 তানজানিয়া
১৫০/৩ (৪২.১ ওভার)
তানজানিয়া ৭ উইকেটে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিও
আম্পায়ার: মার্ক হাওথ্রোন্স (আয়ারল্যান্ড) এবং তাবারাক দার (হংকং)
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৭ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৯৩ (২৬.৩ ওভার)
 জার্সি
৯৪/০ (১৪.১ ওভার)
জার্সি ১০ উইকেটে জয়ী
ফার্মারস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, সেন্ট মার্টিন
আম্পায়ার: হাব জেনসেন (নেদারল্যান্ডস) এবং জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন কাইনম্যান (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

27 May
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৪১/৮ (৫০ ওভার)
 ওমান
১৪২/৮ (৩৬.২ ওভার)
ওমান ২ উইকেটে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ডস, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: ইসাক ওয়িয়েকো (কেনিয়া) এবং পিম ভ্যান লিয়েম্ট (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমির কালিম (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

প্লে-অফ পর্ব

৫ম স্থান নির্ধারণী ম্যাচ

২৮ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
২১৩/৮ (৫০ ওভার)
 তানজানিয়া
২১৪/৯ (৪৯.৫ ওভার)
ওলাজিদে বেজিদে ৫৬* (৫০)
খালিল রাহমাতুল্লাহ ৫/৫১ (১০ ওভার)
আরশান জাসানি ৫৩ (৯৩)
লেকে ওয়েদে ৫/৫১ (১০ ওভার)
তাঞ্জানিয়া ১ উইকেটে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ড, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: সু রেডফার্ন (ইংল্যান্ড) এবং জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
  • তাঞ্জানিয়া টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

২৮ মে
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
২৩০/৬ (৫০ ওভার)
 ভানুয়াতু
২১১ (৫০ ওভার)
ম্যাথিউ স্টোক্স ৮২ (১০৬)
প্যাট্রিক মাতাউতাভা ২/৩১ (১০ ওভার)
নালিন নিপিকো ৬৮ (১০১)
লুক নুসবাউমের ৪/৪৩ (১০ ওভার)
গেনসি ১৯ রানে জয়ী
ফার্মারস ক্রিকেট গ্রাউন্ড, সেইন্ট মার্টিন
আম্পায়ার: এলেক্স ডাউডালস (স্কটল্যান্ড) এবং মার্ক হাওথ্রোন (আয়ারল্যান্ড)
  • ভানুয়াটু টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

২৮ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
১৯৪/৭ (৫০ ওভার)
 ওমান
১৫০ (৪৫.৩ ওভার)
এন্থনী হকিংস-কে ৬০* (৮২)
রাজেশকুমার রানপুরা ৩/২১ (১০ ওভার)
জিসান মাকসুদ ৪৩ (২২)
বেন কাইনম্যান ৪/১০ (৮ ওভার
জার্সি ৪৪ রানে জয়ী
গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিওর
আম্পায়ার: Alan Neillএলান নেইল (আয়ারল্যান্ড) এবং তাবারাক দার (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: এন্থনী হকিংস-কে (জার্সি)
  • ওমান টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থান

প্লে-অফ খেলার পরে দলগুলোর চূড়ান্ত অবস্থান:

আরও তথ্য অবস্থান, দল ...
অবস্থান দল যোগ্যতা
১ম জার্সি২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ
২য় ওমান
৩য় গার্নসি২০১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এর জন্য রয়ে যাওয়া
৪র্থ ভানুয়াতুআঞ্চলিক প্রতিযোগিতা গুলোতে অবনমন
৫ম তানজানিয়া
৬ষ্ঠ নাইজেরিয়া
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.