শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ
ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি ২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ এর অংশবিশেষ।২০১৫ সালে জার্সিকে এই টুর্নামেন্টটির আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[১]
ফাইনাল খেলাটি জার্সির গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।যেখানে জার্সি ৪৪ রানে ওমানকে হারায়।দুইটি দলই ২০১৬ ৪র্থ বিভাগের জন্য উত্তীর্ণ হয়।[২]
Remove ads
দলসমূহ
এই ৬ টি দল প্রতিযোগিতা টি খেলার যোগ্যতা অর্জন করে:
ওমান (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এ ৫ম)
জার্সি (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এ ৬ষ্ঠ)
তানজানিয়া (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এ ৩য়)
নাইজেরিয়া (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এ ৪র্থ)
সুরিনাম ( ২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ১ম)
গার্নসি (২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ২য়)
ভানুয়াতু (২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ৩য়, সুরিনামের পরিবর্তে এই দলটিকে আমন্ত্রণ জানানো হয়)
সুরিনাম দলের কিছু খেলোয়াড়ের খেলার বৈধতা নিয়া আইসিসি তদন্ত করায় তারা ২০১৬ এর মার্চ মাসে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[৩] তাদের কমপক্ষে ৬ জন খেলোয়াড়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।[৪] সুরিনামের পরিবর্তে ভানুয়াটু খেলতে আসে।
Remove ads
পয়েন্ট তালিকা
উৎস: ক্রিকইনফু[৫]
রাউন্ড-রবিন পর্বের খেলা
ব |
||
জন্টি জেনার ২৫(২৩) আমির কালিম ১/৬ (১ ওভার) |
- জার্সি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৩ ওভার করা হয়।
- সংরক্ষিত দিনে(২৩ মে) খেলাটি শুরু হলেও ফলাফল হয় নি। [৬]
তানজানিয়া ![]() ১১৫/৮ (২৮ ওভার) |
ব |
|
কাসিম নাসোরো ৩০ (৩৮) সেসান আদেদেজিল ৩/১৪ (৫ ওভার) |
আদেমোলা ওনিকোয়ি ৬৮ (৭৫) কাসিম নাসোরো ২/১৮ (৬ ওভার) |
- তাঞ্জানিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৮ ওভার করা হয়।
ব |
||
জোনাথান ডুন ৪৩ (৫৭) থমাস কির্ক ২/১৭ (৩ ওভার) |
- গেনসি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৬ ওভার করা হয়।
ব |
||
নাথানিয়েল ওয়াটকিন্স ৬৫ (৯৮) এন্ড্রিউ মানসালে ৪/৩৮ (৭ ওভার) |
জশুয়া রাসু ৪৩ (৬০) বেন স্টিভেন্স ৩/২১ (৫.১ ওভার) |
- ভানুয়াটু টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৩৭ ওভার করা হয়।
তানজানিয়া ![]() ১০৮/৯ (৪১ ওভার) |
ব |
|
অরুন দাগার ৩৫ (৪০) ম্যাক্স এলিস ৩/১০ (৯ ওভার) |
ম্যাথিউ স্টোক্স ৪৪ (৭৯) জিতিন সিং ১/১০ (৪ ওভার) |
- তাঞ্জানিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৪২ ওভার করা হয়।
ব |
||
আমির কালিম ৭৮ (৮০) ওলুসেয়ে ওলিম্পিও ১/১৯ (৭ ওভার) |
- নাইজেরিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- নাইজেরিয়ার মোট স্কোরটি বিশ্ব ক্রিকেট লিগ এ তৃতীয় সর্বনিম্ন স্কোর। [৭]
ব |
||
এন্থনি হকিংস-কে ৪৫ (৭১) মুনিস আনসারি ৫/২৭ (১০ ওভার) |
- জার্সি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- এটি ২১ তারিখের অসমাপ্ত খেলাটির পুনরাবৃত্তি,যেটিতে কোনো ফলাফল হয় নি[৬]
ব |
![]() ১৮৮/৮ (৫০ ওভার) | |
বেন স্টেভেন্স ১০৩ (৮৮) আথুমানি কাসিম ২/৫৩ (১০ ওভার) অরুন দাগার ২/৫৩ (১০ ওভার) |
- জার্সি টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
জশুয়া আয়ান্নাইকে ২৬ (৪৪) ম্যাক্স এলিলিস ৪/৯ (৯ ওভার) |
ম্যাথিউ স্টোক্স ৪৮ (৫৮) লেকে ওয়েদে ০/৭ (১ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়
ব |
||
- ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
তানজানিয়া ![]() ৯৪ (৩২.৫ ওভার) |
ব |
|
- ওমান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ব |
||
- জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব |
![]() ১৫০/৩ (৪২.১ ওভার) | |
- ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
Remove ads
প্লে-অফ পর্ব
৫ম স্থান নির্ধারণী ম্যাচ
ব |
![]() ২১৪/৯ (৪৯.৫ ওভার) | |
আরশান জাসানি ৫৩ (৯৩) লেকে ওয়েদে ৫/৫১ (১০ ওভার) |
- তাঞ্জানিয়া টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ব |
||
ম্যাথিউ স্টোক্স ৮২ (১০৬) প্যাট্রিক মাতাউতাভা ২/৩১ (১০ ওভার) |
নালিন নিপিকো ৬৮ (১০১) লুক নুসবাউমের ৪/৪৩ (১০ ওভার) |
- ভানুয়াটু টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
জিসান মাকসুদ ৪৩ (২২) বেন কাইনম্যান ৪/১০ (৮ ওভার |
- ওমান টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
Remove ads
চূড়ান্ত অবস্থান
প্লে-অফ খেলার পরে দলগুলোর চূড়ান্ত অবস্থান:
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads