Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২০ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ (আইসিসির ২৩ নভেম্বর ২০১৮ এর মিডিয়া প্রকাশনা অনুযায়ী ২০২০ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ এর নাম পরিবর্তনের পর হয়ে যাচ্ছে ২০২০ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ এবং তৎপরবর্তী এ আসরটির নাম হবে মহিলা টি২০ বিশ্বকাপ[3][4]) হল আইসিসি কর্তৃক আয়োজিত আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সপ্তম আসর।[5] যেটি অস্ট্রেলিয়ায় ২১ মার্চ থেকে শুরু হয়ে ৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে যোষনা করা হয়েছে।[6] এটি প্রতিযোগিতার একটি স্বতন্ত্র অংশ হিসেবে পুরুষদের টুর্নামেন্টের আট মাস আগে খেকেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।[5][7] অস্ট্রেলিয়া হচ্ছে বিগত আসরের চ্যাম্পিয়ন,[8] এবং প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি খেলে তারা প্রতিপক্ষ ভারতের সাথে।[9]
তারিখ | ২১ ফেব্রুয়ারি – ৮ মার্চ ২০২০ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | অস্ট্রেলিয়া |
বিজয়ী | অস্ট্রেলিয়া (৫ম শিরোপা) |
রানার-আপ | ভারত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ২৩ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | বেথ মুনি |
সর্বাধিক রান সংগ্রহকারী | বেথ মুনি (২৫৯)[1] |
সর্বাধিক উইকেটধারী | মেগান শুট (১৩)[2] |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | আইসিসি |
মহিলাদের টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে যে, প্রতিযোগিতাটি চলাকালীন নো-বল পর্যবেক্ষণের জন্য ফ্রন্ট-ফুট মনিটরিং পদ্ধতি ব্যবহার করা হবে।[10] তৃতীয় আম্পায়ার ফ্রন্ট-ফুট পদ্ধতিতে নো-বল মনিটর করে মাঠে অবস্থানরত আম্পায়ারের সাথে যোগাযোগ করবে।[11]
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ১০টি দলের মধ্যে। ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সর্বশেষ অবস্থান অনুযায়ী শীর্ষ ৮টি দল স্বয়ংক্রিয়ভাবে উক্ত প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে। বাকী দুটি অবস্থানের জন্য দলগুলো নির্বাচন করা হয় ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে বাংলাদেশ ও থাইল্যান্ড বিজয়ী হিসাবে অবস্থান দুটি দখল করে।[12] ইতিহাসে প্রথমবারের মতো থাইল্যান্ড মহিলা টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।[13]
দল | বাছাইপর্ব |
---|---|
অস্ট্রেলিয়া | আয়োজক |
ইংল্যান্ড | স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন |
ভারত | |
নিউজিল্যান্ড | |
পাকিস্তান | |
দক্ষিণ আফ্রিকা | |
শ্রীলঙ্কা | |
ওয়েস্ট ইন্ডিজ | |
বাংলাদেশ | বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে |
থাইল্যান্ড |
ক্যানবেরা | মেলবোর্ন | মেলবোর্ন |
---|---|---|
ম্যানুকা ওভাল | জাংশন ওভাল | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড |
ধারণ ক্ষমতা: ১৩,৫৫০ | ধারণ ক্ষমতা: ৭,০০০ | ধারণ ক্ষমতা: ১০০,০২৪ |
খেলা: গ্রুপ পর্যায় | খেলা: গ্রুপ পর্যায় | খেলা: ফাইনাল |
পার্থ | সিডনি | সিডনি |
ওয়াকা গ্রাউন্ড | সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম | সিডনি ক্রিকেট গ্রাউন্ড |
ধারণ ক্ষমতা: ২৪,৫০০ | ধারণ ক্ষমতা: ২২,০০০ | ধারণ ক্ষমতা: ৪৮,০০০ |
খেলা: গ্রুপ পর্যায় | খেলা: গ্রুপ পর্যায় | খেলা: সেমি ফাইনাল |
১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে, আইসিসি ১২জন আম্পায়ার সহ প্রতিযোগিতার সকল কর্মকর্তাদের নিয়োগ করেন, স্টিভ বার্নার্ড, ক্রিস ব্রড ও জি. এস. লক্ষ্মীকে ম্যাচ রেফারি হিসাবে ঘোষণা করা হয়।[14]
২৯ জানুয়ারী ২০১৯ আইসিসি কর্তৃক খেলার সময়সূচী সিডনিতে অবমুক্ত করা হয়।[15]
অ | দল[16] |
খে | জ | হা | ট | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | ০.৯৭৯ |
২ | অস্ট্রেলিয়া | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | ০.৯৭১ |
৩ | নিউজিল্যান্ড | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | ০.৩৬৪ |
৪ | শ্রীলঙ্কা | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | -০.৪০৪ |
৫ | বাংলাদেশ | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | -১.৯০৮ |
সেমি ফাইনালে অগ্রসর
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
রাচেল প্রিস্ট ২৫ (৩২) ঋতু মনি ৪/১৮ (৪ ওভার) |
ব |
||
শেফালী বর্মা ৪৭ (৩৪) উদেশিকা প্রবোধানি ১/১৩ (৪ ওভার) |
ব |
||
ব |
||
অ | দল[21] |
খে | জ | হা | টা | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩ | ০ | ০ | ১ | ৭ | ২.২২৬ |
২ | ইংল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | ২.২৯১ |
৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | ২.৬৫৪ |
৪ | পাকিস্তান | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | -০.৭৬১ |
৫ | থাইল্যান্ড | ৪ | ০ | ৩ | ০ | ১ | ১ | -৩.৯৯২ |
সেমি ফাইনালে অগ্রসর।
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
ভারত | ||||||||
ইংল্যান্ড | ||||||||
ভারত | ৯৯ (১৯.১) | |||||||
অস্ট্রেলিয়া | ১৮৪/৪ (২০) | |||||||
অস্ট্রেলিয়া | ১৩৪/৫ (২০) | |||||||
দক্ষিণ আফ্রিকা | ৯২/৫ (১৩) |
ব |
||
ব |
||
ব |
||
প্রতিযোগিতাটির টিকেট বিক্রি শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি ২০১৯ থেকে।[36] ফাইনাল সহ সকল খেলার টিকেট মূল্য রাখা হয়েছে বয়স্কদের জন্য $২০ (বিশ মার্কিন ডলার)। আইসিসি এক বিবৃতিতে জানায় যে প্রতিযোগিতায় উপলব্ধ টিকেটের অর্ধেকই $২০ মূল্যমানের উপলব্ধ, শিশুদের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে $৫।[37]
স্টার স্পোর্টস প্রতিযোগিতার সবগুলো খেলা বৈশ্বিক সম্প্রচার স্বত্ত্ব লাভ করেছে।[37]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.