Loading AI tools
ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ হচ্ছে ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের আইসিসি কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা যেটি ওয়েস্ট ইন্ডিজে ২ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ এর ৬ষ্ঠ সংস্করণ এবং ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক আয়োজিত ২য় আসর (২০১০ সালের পর)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ২০১৩ সালের বার্ষিক অধিবেশনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কে প্রতিযোগিতাটি আয়োজন করার দায়িত্বভার ন্যস্ত করা হয়।[3] ২০১৫ সালের জানুয়ারীতে আইসিসির বোর্ড মিটিংয়ে প্রতিযোগিতার তারিখ নিশ্চিত করা হয়।[4]
তারিখ | ৯ – ২৪ নভেম্বর ২০১৮ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্যায় ও নকআউট |
আয়োজক | ওয়েস্ট ইন্ডিজ |
বিজয়ী | অস্ট্রেলিয়া (৪র্থ শিরোপা) |
রানার-আপ | ইংল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ২৩ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | আলিসা হিলি |
সর্বাধিক রান সংগ্রহকারী | আলিসা হিলি (২৫৫) [1] |
সর্বাধিক উইকেটধারী | ডিন্দ্রা ডটিন আশলে গার্ডেনার মেগান স্কাট (১০)[2] |
৮টি স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে এবং তাদের বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে দুটি দল এসে যুক্ত হয়।[5][6]
দল | যোগ্যতার ধাপ |
---|---|
অস্ট্রেলিয়া | স্বয়ংক্রিয়ভাবে যোগ্য |
ইংল্যান্ড | |
ভারত | |
নিউজিল্যান্ড | |
পাকিস্তান | |
দক্ষিণ আফ্রিকা | |
শ্রীলঙ্কা | |
ওয়েস্ট ইন্ডিজ | আয়োজক |
বাংলাদেশ | বাছাই প্রতিযোগিতায় ১ম |
আয়ারল্যান্ড | বাছাই প্রতিযোগিতায় ২য় |
জানুয়ারী ২০১৮, আইসিসি খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য তিনটি মাঠের ঘোষণা করে:[7]
গায়ানা | সেন্ট লুসিয়া | অ্যান্টিগুয়া |
---|---|---|
প্রভিডেন্স | গ্রোস আইলেট | নর্থ সাউন্ড |
গায়ানা জাতীয় স্টেডিয়াম ধারণ ক্ষমতা: ১৫,০০০ |
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ধারণ ক্ষমতা: ১৫,০০০ |
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ধারণ ক্ষমতা: ১০,০০০ |
খেলা : ১১ | খেলা : ৯ | খেলা : ৩ |
২৫ অক্টোবর ২০১৮, আইসিসি প্রতিযোগিতাটি পরিচালনার জন্য কর্মকর্তাদের নিয়োগ করে। ১২ সদস্যের আম্পায়ারগণের সাথে রিচি রিচার্ডসন এবং গ্রেইম লেব্রয় নাম ও যুক্ত করা হয় ম্যাচ রেফারি হিসাবে।[8]
দল (গ্রুপ-এ) |
খে | জ | হা | টা | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.২৪১ |
ইংল্যান্ড | ৪ | ২ | ১ | ০ | ১ | ৫ | +১.৩১৭ |
দক্ষিণ আফ্রিকা | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | -০.২৭৭ |
শ্রীলঙ্কা | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | -১.১৭১ |
বাংলাদেশ | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | -১.৯৮৯ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
দল (গ্রুপ-বি) |
খে | জ | হ | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
ভারত | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +১.৮০০ |
অস্ট্রেলিয়া | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +১.৫৫২ |
নিউজিল্যান্ড | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +১.০৩১ |
পাকিস্তান | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | –০.৯৮৭ |
আয়ারল্যান্ড | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | –৩.৫২৫ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
খেলোয়াড়[1] | খেলা | ইনিংস | রান | গড় | স্টাইক রেট | সেরা স্কোর | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
এলিশা হিলি | ৬ | ৫ | ২২৫ | ৫৬.২৫ | ১৪৪.২৩ | ৫৬* | ০ | ২ | ৩৩ | ৩ |
হারমানপ্রীত কৌর | ৫ | ৫ | ১৮৩ | ৪৫.৭৫ | ১৬০.৫২ | ১০৩ | ১ | ০ | ১২ | ১৩ |
স্মৃতি মন্ধনা | ৫ | ৫ | ১৭৮ | ৩৫.৬০ | ১২৫.৩৫ | ৮৩ | ০ | ১ | ২২ | ৫ |
সুজি বেটস | ৪ | ৪ | ১৬১ | ৪০.২৫ | ১১৯.২৫ | ৬৭ | ০ | ১ | ১৭ | ১ |
জাভেরীয়া খান | ৪ | ৪ | ১৩৬ | ৪৫.৩৩ | ১৩০.৭৬ | ৭৪* | ০ | ১ | ২০ | ০ |
খেলোয়াড়[2] | খেলা | ইনিংস | উইকেট | ওভার | ইকোনমি | গড় | সেরা | স্ট্রাইক | ৪ উই | ৫ উই |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Deandra Dottin | ৫ | ৫ | ১০ | ১৩.৪ | ৫.৬৩ | ৭.৭০ | ৫/৫ | ৮.২ | ০ | ১ |
Ashleigh Gardner | ৬ | ৬ | ১০ | ১৮.০ | ৫.৯৪ | ১০.৭০ | ৩/২২ | ১০.৮ | ০ | ০ |
Megan Schutt | ৬ | ৬ | ১০ | ১৩.০ | ৫.১২ | ১১.১০ | ৩/১২ | ১৩.০ | ০ | ০ |
Ellyse Perry | ৬ | ৬ | ৯ | ১৬.০ | ৫.৫৬ | ৯.৮৮ | ৩/১৬ | ১০.৬ | ০ | ০ |
Stafanie Taylor | ৫ | ৫ | ৮ | ১৫.৪ | ৫.২৩ | ১০.২৫ | ৪/১২ | ১১.৭ | ১ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.