Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তা হ্যাট্রিক নামে পরিচিত।[1] ক্রিকেট খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয় কিন্তু বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। ১৮ মে, ২০১৭ তারিখ পর্যন্ত মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৮-বার এ ধরনের হ্যাট্রিকের ঘটনা ঘটেছে।[lower-alpha 1] নয়টি ওডিআইয়ে, ছয়টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ও তিনটি টেস্টে হয়েছে। প্রথম হ্যাট্রিকটি হয়েছে মহিলাদের টেস্ট ক্রিকেটে। ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার টেস্টে অস্ট্রেলীয় বেটি উইলসন এ কীর্তিগাথা রচনা করেন।[5]
২০১৫ সালে সানা মীর টুয়েন্টি২০ আন্তর্জাতিকে হ্যাট্রিক করেছেন দুটি এলবিডব্লিউ ও একটি বোল্ডের সাহায্যে। ইংরেজ ও পাকিস্তানি বোলাররা একাধিক হ্যাট্রিক করেছেন। উভয় দেশের তিনজন বোলার এ কৃতিত্বের অধিকারীনি।
সাম্প্রতিককালের সর্বশেষ হ্যাট্রিকটি করেন নিউজিল্যান্ডর কৃতী বোলার আন্না পিটারসন। তিনি ফেব্রুয়ারি, ২০১৭ সালে জিলংয়ের কার্দিয়ানা পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে এ সাফল্য লাভ করেছেন।
|
|
নং | বোলার | পক্ষ | প্রতিপক্ষ | ইনিংস | ডিসমিসাল | মাঠ | তারিখ | সূত্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | বেটি উইলসন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ |
|
সেন্ট কিল্ডা ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মেলবোর্ন অস্ট্রেলিয়া | ২১ ফেব্রুয়ারি ১৯৫৮ | [6] |
২ | শাইজা খান S | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | ২ |
|
জাতীয় স্টেডিয়াম, করাচী পাকিস্তান | ১৫ মার্চ ২০০৪ | [7] |
৩ | রেনে ফারেল | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ |
|
ব্যাংকসটাউন, সিডনি অস্ট্রেলিয়া | ২২ জানুয়ারি ২০১১ | [8] |
নং | বোলার | পক্ষ | প্রতিপক্ষ | ইনিংস | ডিসমিসাল | মাঠ | তারিখ | সূত্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ক্যারল হজেস | ইংল্যান্ড | ডেনমার্ক | ২ |
|
রিক্রিয়েশন গ্রাউন্ড, বানস্টিড ইংল্যান্ড | ২০ জুলাই ১৯৯৩* | [9] |
২ | Julie Harris (cricketer) | নিউজিল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ১ |
|
সিভিল সার্ভস স্পোর্টস গ্রাউন্ড, চিসউইক ইংল্যান্ড | ২৬ জুলাই ১৯৯৩* | [10] |
৩ | এমিলি ড্রুম | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | ১ |
|
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড অস্ট্রেলিয়া | ৩ ফেব্রুয়ারি ১৯৯৬ | [11] |
৪ | ক্লেয়ার কনর | ইংল্যান্ড | ভারত | ১ |
|
কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন ইংল্যান্ড | ৯ জুলাই ১৯৯৯ | [12] |
৫ | সাইভ ইয়ং | আয়ারল্যান্ড | ইংল্যান্ড | ২ |
|
ব্রাডফিল্ড কলেজ, রিডিং ইংল্যান্ড | ১২ আগস্ট ২০০১ | [13] |
৬ | লতে এজিং | নেদারল্যান্ডস | পাকিস্তান | ১ |
|
বিশ্ববিদ্যালয় ২নং মাঠ, স্টেলেনবস দক্ষিণ আফ্রিকা | ২২ ফেব্রুয়ারি ২০০৮ | [14] |
৭ | ডেন ফন নাইকার্ক ১ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | ২ |
|
ওয়ার্নার পার্ক, বাসেতেরে সেন্ট কিটস ও নেভিস | ৭ জানুয়ারি ২০১৩ | [15] |
৮ | ইনোকা রাণাবীরা | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | ১ |
|
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন নিউজিল্যান্ড | ৩ নভেম্বর ২০১৫ | [16] |
৯ | রুমানা আহমেদ | বাংলাদেশ | আয়ারল্যান্ড | ২ |
|
শ’স ব্রিজ লোয়ার গ্রাউন্ড, বেলফাস্ট আয়ারল্যান্ড | ১০ সেপ্টেম্বর ২০১৬ | [17] |
1 ডেন ফন নাইকার্ক তার ওভারটিতে ৫ বলে ৪ উইকেট নিয়েছিলেন। শিমেন ক্যাম্পবেলকে তৃষা ছেত্তি’র স্ট্যাম্পিংয়ে পরিণত করেন। এরপর হ্যাট্রিকের পূর্বে একটি ডট বল করেন।
নং | বোলার | পক্ষ | প্রতিপক্ষ | ইনিংস | ডিসমিসাল | মাঠ | তারিখ | সূত্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | আসমাভিয়া ইকবাল S | পাকিস্তান | ইংল্যান্ড | ১ |
|
হাসলেগ্রেভ গ্রাউন্ড, লাফবোরা ইংল্যান্ড | ৫ সেপ্টেম্বর ২০১২ | [18] |
২ | একতা বিস্ত | ভারত | শ্রীলঙ্কা | ১ |
|
নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো শ্রীলঙ্কা | ৩ অক্টোবর ২০১২* | [19] |
৩ | মারিজান কাপ | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | ১ |
|
সেনওয়েজ পার্ক, পচেফস্ট্রুম দক্ষিণ আফ্রিকা | ১৪ সেপ্টেম্বর ২০১৩ | [20] |
৪ | নাতালি সিভার | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ২ |
|
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন বার্বাডোস | ২২ অক্টোবর ২০১৩ | [21] |
৫ | সানা মীর | পাকিস্তান | শ্রীলঙ্কা | ২ |
|
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ সংযুক্ত আরব আমিরাত | ১৬ জানুয়ারি ২০১৫ | [22] |
৬ | আনা পিটারসন | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | ২ |
|
কার্দিয়ানা পার্ক, জিলং অস্ট্রেলিয়া | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | [23] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.