Remove ads
এশিয়া কাপের ৮ম আসর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্রিকেটের এশিয়া কাপ ৮ম আসর (যাকে ইন্ডিয়ান অয়েল এশিয়া কাপও বলা হয়) ৪ বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। ফাইনালে ভারতকে হারিয়ে কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে ৪টি এশিয়ান টেস্ট খেলা দেশের সাথে প্রথমবারের মতো এশীয় সহযোগী দেশসমূহ, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং অংশগ্রহণ করে।[১]
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন এবং নক-আউট |
আয়োজক | শ্রীলঙ্কা |
বিজয়ী | শ্রীলঙ্কা (৩য় শিরোপা) |
রানার-আপ | ভারত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৩ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সনাথ জয়সুরিয়া |
সর্বাধিক রান সংগ্রহকারী | শোয়েব মালিক (৩১৬) |
সর্বাধিক উইকেটধারী | ইরফান পাঠান (১৪) |
শ্রীলংকা | ||
---|---|---|
পশ্চিমাঞ্চল প্রদেশ | পশ্চিমাঞ্চল প্রদেশ | মধ্যাঞ্চল প্রদেশ |
কলম্বো | কলম্বো | ডাম্বুলা |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম | সিংহলীজ স্পোর্টস ক্লাব | ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৩৫,০০০ | ধারণক্ষমতা: ১০,০০০ | ধারণক্ষমতা: ৩০,০০০ |
ম্যাচ: ৬ | ম্যাচ: ৪ | ম্যাচ: ৩ |
দল | খেলা | জ | প | টাই | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
শ্রীলঙ্কা | ২ | ২ | ০ | ০ | ০ | +১.২৮০ | ১১ |
ভারত | ২ | ১ | ১ | ০ | ০ | +১.০৪০ | ৭ |
সংযুক্ত আরব আমিরাত | ২ | ০ | ২ | ০ | ০ | -২.৩২০ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.