দেশবন্ধু সনাথ তেরান জয়াসুরিয়া (সিংহলি: සනත් ජයසූරිය; জন্ম: ৩০ জুন ১৯৬৯) একজন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটাররাজনীতিবিদ। তিনি একজন স্বনামধন্য অল-রাউন্ডার ছিলেন যার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দুই দশকের বেশি বিস্তৃত।[৩] ১৯৮৯ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে'তে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। দুই বছর পর ১৯৯১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তিনি অভিষিক্ত হন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। জয়সুরিয়া টেস্ট ক্রিকেট থেকে ২০০৭ সালের ডিসেম্বরে এবং সীমিত ওভার ক্রিকেট থেকে ২০১১ সালের জুনে অবসর গ্রহণ করেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
সনাথ জয়াসুরিয়া
සනත් ජයසූරිය
Thumb
শ্রীলঙ্কার হয়ে ক্রীড়ারত জয়াসুরিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সনাথ তেরান জয়াসুরিয়া
জন্ম (1969-06-30) ৩০ জুন ১৯৬৯ (বয়স ৫৫)
মাতারা, সিলন
ডাকনামমাস্টার ব্লাস্টার,[১] মাতারা মলার[২]
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটসম্যানবামহাতি স্পিনার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৯)
২২–২৬ ফেব্রুয়ারি ১৯৯১ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১–৫ ডিসেম্বর ২০০৭ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৮)
২৬ ডিসেম্বর ১৯৮৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৮ জুন ২০১১ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং০৭
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১৫ জুন ২০০৬ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই২৫ জুন ২০১১ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৪-২০১১ব্লুমফিল্ড
২০০৫সমারসেট
২০০৭মেরিলেবোন
২০০৭ল্যাঙ্কাশায়ার
২০০৮ওয়ারউইকশায়ার
২০০৮-১০মুম্বই ইন্ডিয়ান্স
২০১০ওরচেস্টারশায়ার
২০১১রুহুনা রাইনোস
২০১২খুলনা রয়্যাল বেঙ্গলস
২০১২কান্দুরাতা ওয়ারিয়ার্স
২০২০-২১শ্রীলঙ্কা লেজেন্ডস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১০ ৪৪৫ ২৬৪ ৫৫৭
রানের সংখ্যা ৬৯৭৩ ১৩৪৩০ ১৪৭৮২ ১৬১২৮
ব্যাটিং গড় ৪০.০৭ ৩২.৩৬ ৪৫.৫৬ ৩১.১৯
১০০/৫০ ১৪/৩১ ২৮/৬৮ ২৯/৭০ ৩১/৮২
সর্বোচ্চ রান ৩৪০ ১৮৯ ৩৪০ ১৮৯
বল করেছে ৮,১৮৮ ১৪৮৭৪ ১৫,২২১ ১৭,৭৩০
উইকেট ৯৮ ৩২৩ ২০৫ ৪১৩
বোলিং গড় ৩৪.৩৪ ৩৬.৭৫ ৩৩.১২ ৩৪.৮৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৩৪ ৬/২৯ ৫/৩৪ ৬/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৭৮/০ ১২৩/০ ১৬২/০ ১৫৩/০
উৎস: ক্রিকইনফো, ২৭ ডিসেম্বর ২০১১
বন্ধ

জয়সুরিয়া ২০১০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মাতারা জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪] তিনি সংসদীয় নির্বাচনে মাতার জেলা থেকে ৭৪,৩৫২টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।[৫]

সাফল্যগাঁথা

জয়সুরিয়া হচ্ছেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় যার ১৩০০০ উপর রান ও তিনশতাধিক উইকেট আছে।[৬][৭] তিনি সীমিত ওভারের ক্রিকেটে একজন সর্বশ্রেষ্ঠ অল-রাউন্ডার হিসেবে পরিগণিত হয়ে আছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটে তিনি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। পূর্বের বছর ইংল্যান্ড সফরে দলের সাথে অংশগ্রহণ না করেও ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন কর্তৃক ১৯৯৭ সালে বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছিলেন ও সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেরা ক্রিকেটারের রেকর্ড ভেঙ্গে ফেলেন।[৮]

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি খেলায় অংশগ্রহণ করে বিজয়ী দলের হয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তার পূর্বে রয়েছেন ভারতের শচীন তেন্ডুলকর এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.