Loading AI tools
ইংরেজ ক্রিকেট ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (ইংরেজি: Worcestershire County Cricket Club) ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবগুলোর অন্যতম। ঐতিহাসিক কাউন্টি ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করছে এ ক্লাবটি। টি২০ খেলায় দলটি ভাইটালিটি ব্ল্যাস্ট নামে পরিচিত। ২০১৮ সালে দলটি পূর্বতন বছরের ন্যায় পুনরায় শিরোপা লাভ করে। এরপর দলটির নাম পরিবর্তন করে ওরচেস্টারশায়ার র্যাপিডস রাখা হয়। তবে, অধিকাংশ সমর্থকের কাছে দ্য পিয়ার্স নামে পরিচিত। ১৮৬৫ সালে কাউন্টি ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ও ওরচেস্টারের নিউ রোডে এর অবস্থান।
একদিনের ম্যাচ নাম | ওরচেস্টারশায়ার র্যাপিডস | |||
---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||
অধিনায়ক | জো লিচ | |||
কোচ | অ্যালেক্স গিডম্যান | |||
বিদেশি খেলোয়াড় | হামিশ রাদারফোর্ড কলাম ফার্গুসন মার্টিন গাপটিল (টি২০) | |||
দলের তথ্য | ||||
প্রতিষ্ঠা | ১৮৬৫ | |||
স্বাগতিক মাঠ | নিউ রোড | |||
ধারণক্ষমতা | ৫,৫০০ | |||
ইতিহাস | ||||
প্রথম শ্রেণী অভিষেক | ইয়র্কশায়ার ১৮৯৯ সালে | |||
চ্যাম্পিয়নশীপ জয় | ৫ | |||
প্রো৪০ জয় | ৪ | |||
এফপি ট্রফি জয় | ১ | |||
ভাইটালিটিহেল্থ টুয়েন্টি২০ কাপ জয় | ১ | |||
বিএন্ডএইচ কাপ জয় | ১ | |||
দাপ্তরিক ওয়েবসাইট | WCCC | |||
|
শুরুরদিকে নিম্নতম মর্যাদাপ্রাপ্ত ছিল ও ১৮৯০-এর দশকে গুরুত্বপূর্ণ সদস্যের মর্যাদা পায়। এ সময়ে তিনবার শিরোপা জয় করে। ১৮৯৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপে যোগ দেয় ও প্রথম-শ্রেণীর মর্যাদা পায়।[1] এরপর থেকে ওরচেস্টারশায়ার ইংল্যান্ডের প্রত্যেক শীর্ষ পর্যায়ের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
|
|
মাঠের নাম | অবস্থান | এফসি সময়কাল | এফসি খেলা | এলএ সময়কাল | এলএ খেলা |
---|---|---|---|---|---|
বোর্নভিল ক্রিকেট গ্রাউন্ড | বোর্নভিল, বার্মিংহাম | ১৯১০-১৯১১ | ২ | - | ০ |
চেইন ওয়্যার ক্লাব গ্রাউন্ড | স্টোরপোর্ট-অন-সেভার্ন, ওরচেস্টারশায়ার | ১৯৮০ | ১ | - | ০ |
চেস্টার রোড নর্থ গ্রাউন্ড | কিডারমিনস্টার, ওরচেস্টারশায়ার | ১৯২১-২০০৮ | ৬৮ | ১৯৬৯-২০০৮ | ৫[2] |
ইভশ্যাম ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | ইভশ্যাম, ওরচেস্টারশায়ার | ১৯৫১ | ১ | - | ০ |
ব্ল্যাকফিঞ্চ নিউ রোড | ওরচেস্টার | ১৮৯৯-বর্তমান | ১,০৭২[3] | ১৯৬৩-বর্তমান | ৪২৫[4] |
রেসকোর্স গ্রাউন্ড | হেয়ারফোর্ড | ১৯১৯-১৯৮৩ | ৫[5] | ১৯৮৩-১৯৮৭ | ৩ |
সেথ সমার্স পার্ক | হেলসোয়েন, ওয়েস্ট মিডল্যান্ডস | ১৯৬৪-১৯৬৯ | ২ | - | ০ |
টিপটন রোড | ডাডলি, ওয়েস্ট মিডল্যান্ডস | ১৯১১-১৯৭১ | ৮৮ | ১৯৬৯-১৯৭৭ | ১৪ |
ওয়ার মেমোরিয়াল অ্যাথলেটিক গ্রাউন্ড | স্টোরব্রিজ, ওয়েস্ট মিডল্যান্ডস | ১৯০৫-১৯৮১ | ৬১ | ১৯৬৯-১৯৮২ | ৩ |
হিমলে ক্রিকেট ক্লাব | হিমলে, স্ট্যাফোর্ডশায়ার | - | ০ | ২০০৭ | ১ |
ওরচেস্টার রয়্যাল গ্রামার স্কুল গ্রাউন্ড (ফ্লাজ মিডো) |
ওরচেস্টার | - | ০ | ২০০৭ | ১ |
ওরচেস্টারশায়ারের পক্ষে সর্বাধিক প্রথম-শ্রেণীর রান
|
ওরচেস্টারশায়ারের পক্ষে সর্বাধিক প্রথম-শ্রেণীর উইকেট
|
১৮৯৯ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদাপ্রাপ্তি ও অন্তর্ভূক্তির ফলে ২০শ শতাব্দীর শুরুর দিকে ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবকে মজা করে ফস্টারশায়ার নামে ডাকা হতো। এ পর্যায়ে ১৮৯৯ থেকে ১৯৩৯ সময়কালে দলটিতে একই পরিবারের সাত ভাইয়ের অংশগ্রহণ ছিল। এছাড়াও তাদের তিন ভাই দলের অধিনায়কত্ব করেছিলেন। তন্মধ্যে, ছয় ভাই ১৯০৮ থেকে ১৯১১ সাল পর্যন্ত একযোগে খেলেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.