Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারত পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১][২] ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি খেলার পূর্বে ভারত ওয়েস্ট এন্ডের রোজ বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেয়।[৩] এ সিরিজটি ছিল ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হওয়া প্রথম সিরিজ।[৪]
২০২১ ভারত পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | ভারত | ||
তারিখ | ৪ আগস্ট ২০২১ – ৫ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | জো রুট[টীকা ১] | বিরাট কোহলি[টীকা ২] | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | জো রুট (৭৩৬) | রোহিত শর্মা (৩৬৮) | |
সর্বাধিক উইকেট | অলি রবিনসন (২১) | জসপ্রীত বুমরাহ (২৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় |
জো রুট (ইংল্যান্ড) জসপ্রীত বুমরাহ (ভারত) |
প্রথম চারটি টেস্ট ম্যাচ খেলা হওয়ার পর ভারত ২–১ ব্যবধানে এগিয়ে ছিল।[৫]
পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হওয়ার দিন উভয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করে যে ভারতীয় দলের কিছু সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হবে না।[৬] ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি বিবৃতির মাধ্যমে ম্যাচটি বাতিল হওয়ার কথা নিশ্চিত করে।[৭][৮][৯] এরপর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আরেকটি বিবৃতির মাধ্যমে জানায় যে ম্যাচটির জন্য নতুন সূচি নির্ধারণের উদ্দেশ্যে তারা ইসিবির সাথে কাজ করছে।[১০] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০২২ সালের সফরে ভারত একটি টেস্ট ম্যাচ খেলবে বলে ইসিবি ঘোষণা দেয়।[১১] এর পরের মাসে ইসিবি নিশ্চিত করে যে সে ম্যাচটি এ সিরিজের ফলাফল নির্ধারণের উদ্দেশ্যে খেলা হবে।[১২]
শেষ টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী হয়ে সিরিজে ২–২ সমতা আনতে সক্ষম হয়।[১৩][১৪]
ভারত দলে প্রাথমিকভাবে অভিমন্যু ঈশ্বরন, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা ও প্রসিদ্ধ কৃষ্ণাকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল।[২১] ২০২১ সালের ১৯ মে কোনা শ্রীকর ভরতকে ভারত দলে যোগ করা হয়।[২২] ২০২১ সালের ৬ জুলাই বিসিসিআই শুভমান গিলকে ভারতে ফিরে যেতে অনুরোধ করে।[২৩] ২০২১ সালের ২২ জুলাই আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ভারত দল থেকে বাদ পড়ে যান।[২৪] তাঁদের ও শুভমান গিলের বদলি হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের নাম ঘোষিত হয়।[২৫] একই সাথে অভিমন্যু ঈশ্বরনকেও ভারতের মূল দলে যুক্ত করা হয়।[২৬] ২০২১ সালের ৩০ জুলাই বেন স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেবেন বলে ঘোষণা দেন, যে কারণে তাঁর বদলি হিসেবে ক্রেইগ ওভারটনকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[২৭][২৮] প্রশিক্ষণের সময় মাথায় চোট পাওয়ায় মায়াঙ্ক আগরওয়াল প্রথম টেস্ট ম্যাচের আগে ভারত দল থেকে ছিটকে যান।[২৯] দ্বিতীয় টেস্টের আগে মঈন আলিকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[৩০] দ্বিতীয় টেস্টের আগে স্টুয়ার্ট ব্রডের পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় তিনি সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে অসমর্থ বলে গণ্য হন, যে কারণে সাকিব মাহমুদকে ইংল্যান্ড দলে নেয়া হয়।[৩১][৩২] সে সময় অলি পোপ ও ডম বেসকে ইংল্যান্ড দল থেকে অব্যাহতি দেয়া হয়।[৩৩][৩৪] তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে দাউদ মালানকে যোগ করা হয়।[৩৫][৩৬][৩৭] ২০২১ সালের ২৯ আগস্ট স্যাম বিলিংসকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[৩৮] একই সাথে সাকিব মাহমুদকে ইংল্যান্ড দল থেকে অব্যাহতি দেয়া হয়।[৩৯] চতুর্থ টেস্ট ম্যাচের আগে স্ট্যান্ডবাই তালিকা থেকে প্রসিদ্ধ কৃষ্ণাকে ভারতের মূল দলে নেয়া হয়।[৪০] চতুর্থ টেস্ট ম্যাচ চলার সময় স্যাম বিলিংসকে ইংল্যান্ড দল থেকে ছেড়ে দেয়া হয়।[৪১]
কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কারণে বেন ফোকস পঞ্চম টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়ে যান।[৪২] একই কারণে রোহিত শর্মাও শেষ টেস্ট ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলে জসপ্রীত বুমরাহকে ম্যাচটির জন্য ভারতের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[৪৩]
টেস্ট সিরিজের পূর্বে ভারত ইংল্যান্ডের নির্বাচিত কাউন্টি একাদশের বিপক্ষে একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে।[৪৪][৪৫]
২১–২৪ জুলাই ২০২১ স্কোরকার্ড |
ব |
নির্বাচিত কাউন্টি একাদশ | |
৩১/০ (১৫.৫ ওভার) জেক লিবি ১৭* (৪৮) |
৪–৮ আগস্ট ২০২১ স্কোরকার্ড |
ব |
||
১২–১৬ আগস্ট ২০২১ স্কোরকার্ড |
ব |
||
২৫–২৯ আগস্ট ২০২১ স্কোরকার্ড |
ব |
||
২–৬ সেপ্টেম্বর ২০২১ স্কোরকার্ড |
ব |
||
১–৫ জুলাই ২০২২ স্কোরকার্ড |
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.