২০২১ ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০২১ ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১][২] ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি খেলার পূর্বে ভারত ওয়েস্ট এন্ডের রোজ বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেয়।[৩] এ সিরিজটি ছিল ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হওয়া প্রথম সিরিজ।[৪]

দ্রুত তথ্য ২০২১ ভারত পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর, তারিখ ...
২০২১ ভারত পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
  Thumb Thumb
  ইংল্যান্ড ভারত
তারিখ ৪ আগস্ট ২০২১ – ৫ জুলাই ২০২২
অধিনায়ক জো রুট[টীকা ১] বিরাট কোহলি[টীকা ২]
টেস্ট সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র
সর্বাধিক রান জো রুট (৭৩৬) রোহিত শর্মা (৩৬৮)
সর্বাধিক উইকেট অলি রবিনসন (২১) জসপ্রীত বুমরাহ (২৩)
সিরিজ সেরা খেলোয়াড় জো রুট (ইংল্যান্ড)
জসপ্রীত বুমরাহ (ভারত)
বন্ধ

প্রথম চারটি টেস্ট ম্যাচ খেলা হওয়ার পর ভারত ২–১ ব্যবধানে এগিয়ে ছিল।[৫]

পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হওয়ার দিন উভয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করে যে ভারতীয় দলের কিছু সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হবে না।[৬] ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি বিবৃতির মাধ্যমে ম্যাচটি বাতিল হওয়ার কথা নিশ্চিত করে।[৭][৮][৯] এরপর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আরেকটি বিবৃতির মাধ্যমে জানায় যে ম্যাচটির জন্য নতুন সূচি নির্ধারণের উদ্দেশ্যে তারা ইসিবির সাথে কাজ করছে।[১০] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০২২ সালের সফরে ভারত একটি টেস্ট ম্যাচ খেলবে বলে ইসিবি ঘোষণা দেয়।[১১] এর পরের মাসে ইসিবি নিশ্চিত করে যে সে ম্যাচটি এ সিরিজের ফলাফল নির্ধারণের উদ্দেশ্যে খেলা হবে।[১২]

শেষ টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী হয়ে সিরিজে ২–২ সমতা আনতে সক্ষম হয়।[১৩][১৪]

দলীয় সদস্য

সারাংশ
প্রসঙ্গ
 ইংল্যান্ড[১৫][১৬][১৭]  ভারত[১৮][১৯][২০]

ভারত দলে প্রাথমিকভাবে অভিমন্যু ঈশ্বরন, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা ও প্রসিদ্ধ কৃষ্ণাকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল।[২১] ২০২১ সালের ১৯ মে কোনা শ্রীকর ভরতকে ভারত দলে যোগ করা হয়।[২২] ২০২১ সালের ৬ জুলাই বিসিসিআই শুভমান গিলকে ভারতে ফিরে যেতে অনুরোধ করে।[২৩] ২০২১ সালের ২২ জুলাই আবেশ খানওয়াশিংটন সুন্দর চোটের কারণে ভারত দল থেকে বাদ পড়ে যান।[২৪] তাঁদের ও শুভমান গিলের বদলি হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই পৃথ্বী শসূর্যকুমার যাদবের নাম ঘোষিত হয়।[২৫] একই সাথে অভিমন্যু ঈশ্বরনকেও ভারতের মূল দলে যুক্ত করা হয়।[২৬] ২০২১ সালের ৩০ জুলাই বেন স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেবেন বলে ঘোষণা দেন, যে কারণে তাঁর বদলি হিসেবে ক্রেইগ ওভারটনকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[২৭][২৮] প্রশিক্ষণের সময় মাথায় চোট পাওয়ায় মায়াঙ্ক আগরওয়াল প্রথম টেস্ট ম্যাচের আগে ভারত দল থেকে ছিটকে যান।[২৯] দ্বিতীয় টেস্টের আগে মঈন আলিকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[৩০] দ্বিতীয় টেস্টের আগে স্টুয়ার্ট ব্রডের পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় তিনি সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে অসমর্থ বলে গণ্য হন, যে কারণে সাকিব মাহমুদকে ইংল্যান্ড দলে নেয়া হয়।[৩১][৩২] সে সময় অলি পোপডম বেসকে ইংল্যান্ড দল থেকে অব্যাহতি দেয়া হয়।[৩৩][৩৪] তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে দাউদ মালানকে যোগ করা হয়।[৩৫][৩৬][৩৭] ২০২১ সালের ২৯ আগস্ট স্যাম বিলিংসকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[৩৮] একই সাথে সাকিব মাহমুদকে ইংল্যান্ড দল থেকে অব্যাহতি দেয়া হয়।[৩৯] চতুর্থ টেস্ট ম্যাচের আগে স্ট্যান্ডবাই তালিকা থেকে প্রসিদ্ধ কৃষ্ণাকে ভারতের মূল দলে নেয়া হয়।[৪০] চতুর্থ টেস্ট ম্যাচ চলার সময় স্যাম বিলিংসকে ইংল্যান্ড দল থেকে ছেড়ে দেয়া হয়।[৪১]

কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কারণে বেন ফোকস পঞ্চম টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়ে যান।[৪২] একই কারণে রোহিত শর্মাও শেষ টেস্ট ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলে জসপ্রীত বুমরাহকে ম্যাচটির জন্য ভারতের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[৪৩]

প্রস্তুতিমূলক ম্যাচ

টেস্ট সিরিজের পূর্বে ভারত ইংল্যান্ডের নির্বাচিত কাউন্টি একাদশের বিপক্ষে একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে।[৪৪][৪৫]

২১–২৪ জুলাই ২০২১
স্কোরকার্ড
নির্বাচিত কাউন্টি একাদশ
৩১১ (৯৩ ওভার)
লোকেশ রাহুল ১০১ (১৫০)
ক্রেইগ মাইলস ৪/৪৫ (১৭.১ ওভার)
২২০ (৮২.৩ ওভার)
হাসিব হামিদ ১১২ (২৪৬)
উমেশ যাদব ৩/২২ (১৫ ওভার)
১৯২/৩ঘো (৫৫ ওভার)
রবীন্দ্র জাদেজা ৫১ (৭৭)
জ্যাক কারসন ২/৬৪ (২২ ওভার)
৩১/০ (১৫.৫ ওভার)
জেক লিবি ১৭* (৪৮)
খেলা ড্র
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও হাসান আদনান (ইংল্যান্ড)

  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেমস রু (নির্বাচিত কাউন্টি একাদশ)-এর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৪–৮ আগস্ট ২০২১
স্কোরকার্ড
১৮৩ (৬৫.৪ ওভার)
জো রুট ৬৪ (১০৮)
জসপ্রীত বুমরাহ ৪/৪৬ (২০.৪ ওভার)
২৭৮ (৮৪.৫ ওভার)
লোকেশ রাহুল ৮৪ (২১৪)
অলি রবিনসন ৫/৮৫ (২৬.৫ ওভার)
৩০৩ (৮৫.৫ ওভার)
জো রুট ১০৯ (১৭২)
জসপ্রীত বুমরাহ ৫/৬৪ (১৯ ওভার)
৫২/১ (১৪ ওভার)
লোকেশ রাহুল ২৬ (৩৮)
স্টুয়ার্ট ব্রড ১/১৮ (৫ ওভার)
খেলা ড্র
ট্রেন্ট ব্রিজ, ওয়েস্ট ব্রিজফোর্ড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জো রুট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৫৬.২ ওভার ও ৪৬.৫ ওভার খেলা সম্ভব হয়নি।
  • পঞ্চম দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • অলি রবিনসন (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৪৬]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ২, ভারত ২।

২য় টেস্ট

১২–১৬ আগস্ট ২০২১
স্কোরকার্ড
৩৬৪ (১২৬.১ ওভার)
লোকেশ রাহুল ১২৯ (২৫০)
জেমস অ্যান্ডারসন ৫/৬২ (২৯ ওভার)
৩৯১ (১২৮ ওভার)
জো রুট ১৮০* (৩২১)
মোহাম্মদ সিরাজ ৪/৯৪ (৩০ ওভার)
২৯৮/৮ঘো (১০৯.৩ ওভার)
অজিঙ্কা রাহানে ৬১ (১৪৬)
মার্ক উড ৩/৫১ (১৮ ওভার)
১২০ (৫১.৫ ওভার)
জো রুট ৩৩ (৬০)
মোহাম্মদ সিরাজ ৪/৩২ (১০.৫ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, ইংল্যান্ড ০।

৩য় টেস্ট

২৫–২৯ আগস্ট ২০২১
স্কোরকার্ড
৭৮ (৪০.৪ ওভার)
রোহিত শর্মা ১৯ (১০৫)
জেমস অ্যান্ডারসন ৩/৬ (৮ ওভার)
৪৩২ (১৩২.২ ওভার)
জো রুট ১২১ (১৬৫)
মোহাম্মদ শামি ৪/৯৫ (২৮ ওভার)
২৭৮ (৯৯.৩ ওভার)
চেতেশ্বর পুজারা ৯১ (১৮৯)
অলি রবিনসন ৫/৬৫ (২৬ ওভার)
ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী
হেডিংলি ক্রিকেট মাঠ, লিডস
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অলি রবিনসন (ইংল্যান্ড)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, ভারত ০।

৪র্থ টেস্ট

২–৬ সেপ্টেম্বর ২০২১
স্কোরকার্ড
১৯১ (৬১.৩ ওভার)
শার্দুল ঠাকুর ৫৭ (৩৬)
ক্রিস ওকস ৪/৫৫ (১৫ ওভার)
২৯০ (৮৪ ওভার)
অলি পোপ ৮১ (১৫৯)
উমেশ যাদব ৩/৭৬ (১৯ ওভার)
৪৬৬ (১৪৮.২ ওভার)
রোহিত শর্মা ১২৭ (২৫৬)
ক্রিস ওকস ৩/৮৩ (৩২ ওভার)
২১০ (৯২.২ ওভার)
হাসিব হামিদ ৬৩ (১৯৩)
উমেশ যাদব ৩/৬০ (১৮.২ ওভার)
ভারত ১৫৭ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোহিত শর্মা (ভারত)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, ইংল্যান্ড ০।

৫ম টেস্ট

১–৫ জুলাই ২০২২
স্কোরকার্ড
৪১৬ (৮৪.৫ ওভার)
ঋষভ পন্ত ১৪৬ (১১১)
জেমস অ্যান্ডারসন ৫/৬০ (২১.৫ ওভার)
২৮৪ (৬১.৩ ওভার)
জনি বেয়ারস্টো ১০৬ (১৪০)
মোহাম্মদ সিরাজ ৪/৬৬ (১১.৩ ওভার)
২৪৫ (৮১.৫ ওভার)
চেতেশ্বর পুজারা ৬৬ (১৬৮)
বেন স্টোকস ৪/৩৩ (১১.৫ ওভার)
৩৭৮/৩ (৭৬.৪ ওভার)
জো রুট ১৪২* (১৭৩)
জসপ্রীত বুমরাহ ২/৭৪ (১৭ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ১৭ ওভার ও ৪১ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, ভারত −২।[৪৭]

টীকা

  1. বেন স্টোকস পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন।
  2. জসপ্রীত বুমরাহ পঞ্চম টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.