Loading AI tools
আইপিএল ফ্র্যাঞ্চাইজি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজস্থান রয়্যালস (হিন্দি: राजस्थान रॉयल्स) হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গোলাপী নগরী খ্যাত জয়পুরের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল।[1] বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন এবং কোচের দায়িত্ব পালন করছেন কুমার সাঙ্গাকারা। রয়্যালস সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের অসাধারণ অধিনায়কত্বের উপর ভর করে আইপিএল এর প্রথম সংস্করণে জয়লাভ করেন।[2]
राजस्थान रॉयल्स | |||
লিগ | ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ | ||
---|---|---|---|
কর্মীবৃন্দ | |||
অধিনায়ক | সঞ্জু স্যামসন | ||
কোচ | কুমার সাঙ্গাকারা | ||
মালিক | দ্য রয়্যাল স্পোর্টস গ্রুপ | ||
দলের তথ্য | |||
শহর | জয়পুর, রাজস্থান, ভারত | ||
প্রতিষ্ঠা | ২০০৮ | ||
স্বাগতিক মাঠ | সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর (ধারণক্ষমতা: ৩০,০০০) আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, গুয়াহাটি | ||
ইতিহাস | |||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় | ১ (২০০৮) | ||
দাপ্তরিক ওয়েবসাইট | rajasthanroyals.com | ||
| |||
২০২৩-এ রাজস্থান রয়্যালস |
রয়্যালসকে প্রায়শ "মানিবল দল" হিসেবে বলা হয়ে থাকে।[3][4][5] দলীয় সর্বোচ্চ রান সংগ্রকারী হিসেবে শেন ওয়াটসন[6] এবং সর্বোচ্চ উইকেট সংগ্রকারী হিসেবে সিদ্ধার্থ ত্রিবেদী রয়েছেন।[7]
বছর | চূড়ান্ত অবস্থান |
---|---|
২০০৮ | বিজয়ী |
২০০৯ | গ্রুপ পর্ব |
২০১০ | গ্রুপ পর্ব |
২০১১ | গ্রুপ পর্ব |
২০১২ | গ্রুপ পর্ব |
২০১৩ | প্লে-অফ |
২০১৪ | গ্রুপ পর্ব |
২০১৫ | প্লে-অফ |
২০১৬ | নিষিদ্ধ |
২০১৭ | |
২০১৮ | প্লে-অফ |
২০১৯ | গ্রুপ পর্ব |
২০২০ | গ্রুপ পর্ব |
২০২১ | গ্রুপ পর্ব |
২০২২ | রানার্স আপ |
২০২৩ | গ্রুপ পর্ব |
২০২৪ | প্লে-অফ |
বছর | চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ |
---|---|
২০০৮ | বাতিল (Q) |
২০০৯ | DNQ |
২০১০ | DNQ |
২০১১ | DNQ |
২০১২ | DNQ |
২০১৩ | রানার্স আপ |
২০১৪ | DNQ |
২০১৫ | বিলুপ্ত (Q) |
সূচক
বছর | ম্যাচ | বিজয়ী | পরাজিত | ফলাফল নেই | সফলতার হার |
---|---|---|---|---|---|
২০০৮ | ১৪ | ১১ | ৩ | ০ | ৭৮.৫৭% |
২০০৯ | ১৪ | ৬ | ৭ | ১ | ৪৬.১৫% |
২০১০ | ১৪ | ৬ | ৮ | ০ | ৪২.৮৬% |
২০১১ | ১৪ | ৬ | ৭ | ১ | ৪৬.১৫% |
২০১২ | ১৬ | ৭ | ৯ | ০ | ৪৩.৭৫% |
২০১৩ | ১৬ | ১০ | ৬ | ০ | ৬২.৫০% |
২০১৪ | ১৪ | ৭ | ৭ | ০ | ৫০.০০% |
২০১৫ | ১৫ | ৭ | ৬ | ২ | ৫৩.৮৫% |
২০১৬ | নিষিদ্ধ | ||||
২০১৭ | নিষিদ্ধ | ||||
২০১৮ | ১৫ | ৭ | ৮ | ০ | ৪৬.৬৭% |
২০১৯ | ১৪ | ৫ | ৮ | ১ | ৩৮.৪৬% |
২০২০ | ১৪ | ৬ | ৮ | ০ | ৪২.৮৫% |
২০২১ | ১৪ | ৫ | ৯ | ০ | ৩৫.৭১% |
সর্বমোট | ১৭৮ | ৮৬ | ৮৭ | ৫ | ৪৮.৩১% |
ক্রম | নাম | ভূমিকা | ইমপ্যাক্ট খেলোয়াড় | অনুপস্থিতিতে |
---|---|---|---|---|
১ | যশস্বী জয়সওয়াল | ওপেনিং বাটসমেন | ||
২ | জস বাটলার ↗ | ওপেনিং বাটসমেন | ||
৩ | সঞ্জু স্যামসন | উইকেটকিপার - বাটসমেন | ||
৪ | শিমরন হেটমায়ার ↗ | বাটসমেন | রভম্যান পাওয়েল ↗ | |
৫ | রিয়ান পরাগ | বাটসমেন | ||
৬ | নান্দ্রে বার্গার ↗ | অল রাউন্ডার | ||
৭ | রবিচন্দ্রন অশ্বিন | অল রাউন্ডার | ||
৮ | ট্রেন্ট বোল্ট ↗ | পেসার | ||
৯ | আভেশ খান | পেসার | ||
১০ | প্রসিধ কৃষ্ণা | পেসার | ||
১১ | যুজবেন্দ্র চাহাল | স্পিনার |
অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | অগ্রসর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +১.১০৭ | বাছাই ১-এ অগ্রসর |
২ | দিল্লি ক্যাপিটালস | ১৪ | ৮ | ৬ | ০ | ১৬ | −০.১০৯ | |
৩ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.৬০৮ | এলিমিনেটর-পর্বে অগ্রসর |
৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | −০.১৭২ | |
৫ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | −০.২১৪ | বাতিল |
৬ | কিংস এলেভেন পাঞ্জাব | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.১৬২ | |
৭ | চেন্নাই সুপার কিংস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৪৫৫ | |
৮ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৫৬৯ |
বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো
খেলোয়াড় | মূল্য(রুপি) | ক্রম | চেন্নাই সুপার কিংস শারজা | কিংস এলেভেন পাঞ্জাব শারজা | কলকাতা নাইট রাইডার্স দুবাই | দিল্লি ক্যাপিটালস শারজা/দুবাই |
---|---|---|---|---|---|---|
যশস্বী জয়স্মল | ২.৪ কোটি | ১ | ৬(৬)-দীপক | - | - | ৩৪(৩৬)-স্ট্যানিস |
জস বাটলার | ৪.৪ কোটি | ১,২ | - | ৪(৭)-কট্রেল | ২১(১৬)-মাভি | ১৩(৮)-অশ্বিন |
স্টিভ স্মিথ | ১২ কোটি | ২,৩ | ৬৯(৪৭)-স্যাম | ৫০(২৭)-নিশাম | ৩(৭)-কামিন্স | ২৪(১৭)-নরজে |
সন্জু স্যামসন | ৮ কোটি | ৩,৪ | ৭৪(৩২)-এনগিডি | ৮৫(৪২)-শামি | ৮(৯)-মাভি | ৫(৯)-স্ট্যানিস |
ডেভিড মিলার | ০.৭৫ কোটি | ৪ | ০(০) | - | - | - |
রবিন উথাপ্পা | ৩ কোটি | ৪,৫ | ৫(৯)-চাওলা | ৯(৪)-শামি | ২(৭)-নাগারকোটি | - |
মহিপাল লোমরোর | ০.২ কোটি | ৫ | - | - | - | ১(২)-অশ্বিন |
রাহুল তেওয়াটিয়া | ৩ কোটি | ৪,৬ | ১০(৮)-স্যাম ও ৯.২৫-ওয়াটসন,স্যাম,ঋতুরাজ | ৫৩(৩১)-শামি ও ১৯ | ১৪(১০)-বরুন ও ৬-রানা | ৩৮(২৯)-রাবাডা ও ৫-স্ট্যানিস |
রায়ান পরাগ | ০.২ কোটি | ৫,৭ | ৬(৪)-স্যাম | ০(২)-মুরুগণ | ১(৬)-নাগারকোটি ও ১৪ | - |
অ্যান্ড্রু টাই | ১ কোটি | ৭ | - | - | - | ৬(৬)-আক্সার ও ১২.৫-আক্সার |
জোফ্রা আর্চার | ৭.২ কোটি | ৬,৮,৯ | ২৭(৮) ও ৬.৫-ফাফ | ১৩(৩) ও ১১.৫ | ৬(৪)-বরুন ও ৪.৫-গিল,কার্তিক | ২(৪)-রাবাডা ও ৬-পৃথিবি,শিখর,হার্শাল |
টম কারেন | ১ কোটি | ৭,৮ | ১০(৯) ও ১৩.৫-কেদার | ৪(১) ও ১১-মায়াঙ্ক | ৫৪(৩৬) ও ৯.৭৫-কাম্মিন্স | - |
শ্রেয়াস গোপাল | ০.২ কোটি | ৮,৯ | ৯.৫-মুরলী | ১১ | ৫(৭)-সুনীল ও ১০.৭৫ | ২(৩)-হার্শাল ও ১১.৫ |
কার্তিক ত্যাগী | ১.৩ কোটি | ১০ | - | - | - | ২(৩) ও ৮.৭৫-হেটমায়ের |
জয়দেব উনাদকাট | ৩ কোটি | ১০ | ১১ | ১০ | ৯(১৩)-কুলদীপ ও ৭-সুনীল | - |
বরুণ আরন | ২.৪ কোটি | ১১ | - | - | - | ১(২)-রাবাডা ও ১২.৫ |
অঙ্কিত রাজপূত | ৩ কোটি | ১১ | - | ৯.৭৫-রাহুল | ৭(৫) ও ৯.৭৫-রাসেল | - |
খেলোয়াড় | মূল্য(রুপি) | ক্রম | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবুধাবি | মুম্বই ইন্ডিয়ান্স আবুধাবি | সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই |
---|---|---|---|---|---|
যশস্বী জয়স্মল | ২.৪ কোটি | ১ | - | ০(২)-বোল্ট | - |
বেন স্টোকস | ১২.৫ কোটি | ১ | - | - | ৫(৬)-খলীল ও ৭ |
জস বাটলার | ৪.৪ কোটি | ১,২ | ২২(১২)-সাইনি | ৭০(৪৪)-প্যাটিনসন | ১৬(১৩)-খালিল |
স্টিভ স্মিথ | ১২ কোটি | ২,৩ | ৫(৫)-উদানা | ৬(৭)-বুমরাহ | ৫(৬) |
সঞ্জু স্যামসন | ৮ কোটি | ৩,৪ | ৪(৩)-চাহাল | ০(৩)-বোল্ট | ২৬(২৫)-রশিদ |
রবিন উথাপ্পা | ৩ কোটি | ৪ | ১৭(২২)-চাহাল | - | ১৮(১৫)-রাশিদ |
মহিপাল লোমরোর | ০.২ কোটি | ৫ | ৪৭(৩৯)-চাহাল | ১১(১৩)-রাহুল | - |
রায়ান পরাগ | ০.২ কোটি | ৬ | ১৬(১৮)-উদানা ও ১৩ | - | ৪২(২৬) |
টম কারেন | ১ কোটি | ৬ | ১২.৬৩ | ১৫(১৬)-পোলার্ড ও ১১ | - |
রাহুল তেওয়াটিয়া | ৩ কোটি | ৭ | ২৪(১২) ও ৭ | ৫(৬)-বুমরাহ ও ৬.৫ | ৪৫(২৮) ও ৮.৭৫ |
জোফ্রা আর্চার | ৭.২ কোটি | ৮ | ১৬(১০) ও ৪.৫-দেবদূত | ২৪(১১)-বুমরাহ ও ৮.৫-করুনাল | ৬.২৫-ওয়ার্নার |
শ্রেয়াস গোপাল | ০.২ কোটি | ৯ | ৬.৭৫-ফিঞ্চ | ১(২)-বুমরাহ ও ৭-রোহিত,ঈশান | ৭.৭৫ |
অঙ্কিত রাজপূত | ৩ কোটি | ১০ | - | ২(৫)-প্যাটিনসন ও ১৪ | - |
কার্তিক ত্যাগী | ১.৩ কোটি | ১১ | - | ০(০) ও ৯-দে কক | ৯.৬৭-বাইরস্ত |
জয়দেব উনাদকাট | ৩ কোটি | ১০.৩৩ | ৭.৭৫-উনাদকাত | ||
অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|
১ | দিল্লি ক্যাপিটালস (৩য়) | ১৪ | ১০ | ৪ | ০ | ২০ | +০.৪৮১ | বাছাই ১-এ অগ্রসর। |
২ | চেন্নাই সুপার কিংস (চ্যা) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.৪৫৫ | |
৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | −০.১৪০ | এলিমিনেটর-পর্বে অগ্রসর। |
৪ | কলকাতা নাইট রাইডার্স (রা) | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.৫৮৭ | |
৫ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.১১৬ | বাতিল |
৬ | পাঞ্জাব কিংস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.০০১ | |
৭ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৫ | ৯ | ০ | ১০ | −০.৯৯৩ | |
৮ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৩ | ১১ | ০ | ৬ | −০.৫৪৫ |
অব | গ্রুপ | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বি | গুজরাত টাইটান্স (চ্যা) | ১৪ | ১০ | ৪ | ০ | ২০ | +০.৩১৬ | বাছাই ১-এ অগ্রসর। |
২ | এ | রাজস্থান রয়্যালস (রা) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.২৯৮ | |
৩ | এ | লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.২৫১ | এলিমিনেটর-পর্বে অগ্রসর। |
৪ | বি | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) | ১৪ | ৮ | ৬ | ০ | ১৬ | −০.২৫৩ | |
৫ | এ | দিল্লি ক্যাপিটালস | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.২০৪ | |
৬ | বি | পাঞ্জাব কিংস | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.১২৬ | |
৭ | এ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | +০.১৪৬ | |
৮ | বি | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৩৭৯ | |
৯ | বি | চেন্নাই সুপার কিংস | ১৪ | ৪ | ১০ | ০ | ৮ | −০.২০৩ | |
১০ | এ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৪ | ১০ | ০ | ৮ | −০.৫০৬ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.