উসমান কাদির

পাকিস্তানী ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হাফিজ উসমান আব্দুল কাদির খান (উর্দু: عثمان قادر; জন্ম: ১০ আগস্ট ১৯৯৩ ) একজন পাকিস্তানি ক্রিকেটার। তিনি ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী দলের অন্যতম অংশ ছিলেন। ২০২০ সালের নভেম্বরে তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
উসমান কাদির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
হাফিজ উসমান কাদির
জন্ম (1993-08-10) ১০ আগস্ট ১৯৯৩ (বয়স ৩১)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবাহাতি
বোলিংয়ের ধরনডান-হাতি লেগব্রেক
ভূমিকাবোলিং অল-রাউন্ডার
সম্পর্কআব্দুল কাদির (পিতা)
উমর আকমল (দুলাভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ 230)
৭ এপ্রিল ২০২১ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৮৮)
৭ নভেম্বর ২০২০ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই১৪ ফেব্রুয়ারি ২০২১ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০জারাই তারাকাই ব্যাংক লিঃ
২০১২লাহোর ঈগলস
২০১৩/১৪ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান
২০১৭লাহোর কালান্দার্স
২০১৮/১৯ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (জার্সি নং ৭)
২০১৮/১৯পার্থ স্কর্চার্স
২০১৯/২০–বর্তমানসেন্ট্রাল পাঞ্জাব (জার্সি নং ৯১)
২০২০মুলতান সুলতান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ্এফসি টি২০আই টি২০
ম্যাচ সংখ্যা ১১ ৩৭
রানের সংখ্যা ২৫১ ১৪৭
ব্যাটিং গড় ১৯.৩০ ১৩.৩৬
১০০/৫০ ০/১ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৫২ ৩৬
বল করেছে ৮৯৭ ১৩২ ৭৬৮
উইকেট ১৩ ১২ ৪১
বোলিং গড় ৫১.১৫ ১১.৩৩ ২২.৬৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৬০ ৪/১৩ ৪/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ০/– ৮/–
উৎস: ESPNCricinfo, 7 April 2021
পদকের তথ্য
 পাকিস্তান-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের ক্রিকেট
এশিয়ান গেমস
২০১০ গুয়াংজুদল
বন্ধ

ব্যক্তিগত জীবন

উসমান কাদির পাকিস্তানের অন্যতম প্রধান লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে।[১][২] এছাড়াও তার চাচা আলী বাহাদুর এবং ভাইদের মধ্যে ইমরান, রেহমান এবং সুলামান কাদির সকলেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন।[৩]

ঘরোয়া ক্রিকেট

২০১০ সালে নভেম্বরে, চীনের গুয়াংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে দলের অন্যতম সদস্য ছিলেন উসমান কাদির, যেখানে প্লে অফে শ্রীলঙ্কাকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তার দল।[৪]

আন্তর্জাতিক কর্মজীবন

২০১২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি ২০ আই) দলে তার নাম ঘোষণা করা হয় কিন্তু শেষ পর্যন্ত তার খেলার সৌভাগ্য হয়নি।[৫][৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.