শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রাহুল চাহার

ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

রাহুল দেশরাজ চাহার (জন্ম ৪ আগস্ট ১৯৯৯) একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ঘরোয়া লিগে রাজস্থানের হয়ে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগস্ট ২০১৯ এ ভারত ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। []

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
Remove ads
Remove ads

কর্মজীবন

ঘরোয়া প্রতিযোগিতা

২০১৬ সালে ৫ নভেম্বর রাজস্থানের হয়ে ২০১৬-১৭ রনজি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।[] লিস্ট এ ক্রিকেট-এ তার অভিষেক হয় ২৫ ফেব্রুয়ারি ২০১৭ সালে, ২০১৬-১৭ বিজয় হাজারে ট্রফিতে।[]

২০১৭ সালের ফেব্রুয়ারিতে, ২০১৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ১০ লাখ রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের সাথে চুক্তিবদ্ধ হন। [] ২০১৭ সালের ৮ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টুয়েন্টি২০(টি২০) ক্রিকেটে অভিষেক করেছিলেন। [] জানুয়ারি ২০১৮ সালে, তাকে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৮ আইপিএল এর জন্য নিলামে ক্রয় করে নেয়।[]

২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে নয়টি ম্যাচে বিশ ডিসমিসাল করে তিনি রাজস্থানের হয়ে শীর্ষ উইকেট শিকারী ছিলেন।[] অক্টোবর ২০১৮ এ, তাকে ২০১৮ দেওধর ট্রফির জন্য ভারত সি দলে জায়গা দেওয়া হয়েছিল।[] তিনি তার দুর্দান্ত পারফরম্যান্সের পরে আইপিএল 2019 সালে ড্রিম১১ গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

আগস্ট ২০১৯ এ, তাকে ২০১৯-২০দুলিপ ট্রফির জন্য ভারত গ্রিন দলের দলে অন্তর্ভূক্তি দেওয়া হয়েছিল।[][১০]

আন্তর্জাতিক প্রতিযোগিতা

জুলাই ২০১৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ভারতের টুয়েন্টি-২০ আন্তর্জাতিক (টি২০আই) দলে জায়গা পেয়েছিলেন তিনি। [১১] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগস্ট ২০১৯-এ টি২০ অভিষেক হয় তার।[১২]

Remove ads

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads