কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কেশব মহারাজ

কেশব আত্মানন্দ মহারাজ (জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৯৯০) ডারবানে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটারদক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কোয়াজুলু-নাটালডলফিন্সের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করার পাশাপাশি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন কেশব মহারাজ

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
কেশব মহারাজ
Thumb
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কেশব অথমানন্দ মহারাজ
জন্ম (1990-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩২৭)
৩ নভেম্বর ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১১ জানুয়ারি ২০২২ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১২০)
২৭ মে ২০১৭ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২৭ অক্টোবর ২০২৩ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক
(ক্যাপ ৯৪)
১০ সেপ্টেম্বর ২০২১ বনাম শ্রীলংকা
শেষ টি২০আই৬ নভেম্বর ২০২১ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬-বর্তমানকোয়াজুলু-নাটাল
২০০৯-বর্তমানডলফিন্স (জার্সি নং ২৭)
২০১৮–বর্তমানডারবান হিট (জার্সি নং ১৬)
২০১৯ইয়র্কশায়ার (জার্সি নং ২৭)
২০২৩ডারবান'স সুপার জায়ান্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৮৬ ৭৪ ৬০
রানের সংখ্যা ১২৫ ২,১০২ ৪৬১ ৩৪৯
ব্যাটিং গড় ২০.৮৩ ২২.৮৪ ১৪.৪০ ১৯.৩৮
১০০/৫০ ০/০ ২/৭ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪১* ১১৪* ৪৩* ৪৫*
বল করেছে ১,৪৮৭ ১৬,৪২৬ ৩,৪৪৭ ১,২৪৮
উইকেট ২৬ ৩০৯ ৯৫ ৫০
বোলিং গড় ২৫.৮৮ ২৬.৩৯ ২৯.১০ ২৮.৯৪
ইনিংসে ৫ উইকেট ১৬
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৬/৪০ ৭/৮৯ ৫/৩৪ ৩/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩১/– ২৪/– ১৫/–
উৎস: ক্রিকইনফো, ১৯ এপ্রিল ২০১৭
বন্ধ

প্রারম্ভিক জীবন

ষোল বছর বয়সে ২০০৬-০৭ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে কোয়াজুলু-নাটালের পক্ষে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ২০০৯-১০ মৌসুমে ডলফিন্সের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হন।

এপ্রিল-মে, ২০১০ সালে সাউথ আফ্রিকা একাডেমির সদস্যরূপে বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমির বিপক্ষে দুইটি চারদিনের খেলায় অংশ নিয়ে ১৩ উইকেট দখল করেন। একমাত্র টি২০ খেলায় বোলিং উদ্বোধনে নেমে নির্ধারিত চার ওভারে ৪/১২ উইকেট পান।[১] এরপর ২০১০-১১ মৌসুমে সফরকারী বাংলাদেশ এ ক্রিকেট দলের বিপক্ষে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার সদস্য মনোনীত হন।

২০১২-১৩ মৌসুমে ব্যাট হাতে তার সেরা সময় কাটে। দুই সেঞ্চুরিসহ ৪৮.১০ গড়ে ৪৮১ প্রথম-শ্রেণীর রান তুলেন।[২] কোয়াজুলু-নাটালের সদস্যরূপে নর্দার্নসের বিপক্ষে ১১৯ রানে অপরাজিত ১১৪ রান সংগ্রহের পাশাপাশি খেলায় ১২ রানে ৫ উইকেট দখল করেন।[৩]

আন্তর্জাতিক ক্রিকেট

অক্টোবর, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার সদস্য মনোনীত হন। ৩ নভেম্বর, ২০১৬ তারিখে তার টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।[৪] এছাড়াও পার্থের ওয়াকা গ্রাউন্ডে প্রথমবারের মতো বিশেষজ্ঞ স্পিনার হিসেবেও তার অভিষেক হয়েছিল।[৫]

১০ মার্চ, ২০১৭ তারিখে টেস্টে প্রথম পাঁচ-উইকেট পান নিউজিল্যান্ডের বিপক্ষে।[৬] তার এই পাঁচ উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র সপ্তম ঘটনা ছিল।[৭]

এপ্রিল, ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও, স্বাগতিক ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড দলেরও সদস্য তিনি।[৮][৯]

২০২১ শ্রীলঙ্কা সফরে তিনি প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওডিআই অধিনায়কের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.