ধনঞ্জয় ডি সিলভা

শ্রীলঙ্কান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ধনঞ্জয় মাদুরাঙ্গা ডি সিলভা (সিংহলি: ධනංජය ද සිල්වා; জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৯৯১) কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার।[] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
ধনঞ্জয়া ডি সিলভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ধনঞ্জয় মাদুরাঙ্গা ডি সিলভা
জন্ম (1991-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩৩)
হাম্বানটোটা, শ্রীলঙ্কা
উচ্চতা ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৫)
২৬ জুলাই ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২২ আগস্ট ২০১৯ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬৯)
১৬ জুন ২০১৬ বনাম ‌আয়ারল্যান্ড
শেষ ওডিআই২৮ জুলাই ২০১৯ বনাম বাংলাদেশ
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫৩)
৩০ জুলাই ২০১৫ বনাম পাকিস্তান
শেষ টি২০আই২৪ মার্চ ২০১৯ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
বাদুরেলিয়া এসসি
কন্দুরাতা ম্যারুন্স
রাগামা সিসি
২০১৬ - বর্তমানতামিল ইউনিয়ন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ২৭ ৪২ ১৩ ৮২
রানের সংখ্যা ১,৬২৪ ৮১৪ ২৫৭ ৫,০৩৭
ব্যাটিং গড় ৩৩.১৪ ২৫.৪৩ ১৯.৭৬ ৩৫.২২
১০০/৫০ ৫/৫ ০/৪ ০/১ ১৩/২৩
সর্বোচ্চ রান ১৭৩ ৮৪ ৬২ ১৭৩
বল করেছে ১,৫১৩ ১,০২৮ ৯০ ৪,৩৯৯
উইকেট ১৮ ২২ ৮২
বোলিং গড় ৪৭.৭২ ৪০.৮৬ ২০.০০ ৩০.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৫ ৩/৩২ ২/২২ ৬/৩৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩১/০ ১৯/- ৪/– ৮৯/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ আগস্ট ২০১৯
বন্ধ

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে তামিল ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করে থাকেন ধনঞ্জয় ডি সিলভা

খেলোয়াড়ী জীবন

জুলাই, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা দলের সদস্য মনোনীত হন।[] ৩০ জুলাই, ২০১৫ তারিখে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে। খেলায় তিনি ৩১ রান তুললেও তার দল পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল।[]

২৬ জুলাই, ২০১৬ তারিখে ক্যান্ডিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। সিরিজের প্রথম টেস্টে স্টিভ ও’কিফের বলে ছক্কা মেরে রানের খাতা খুলেন ধনঞ্জয় ডি সিলভা। এরফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে রান সংগ্রহ করেন তিনি।[] বাদ-বাকীরা হলেন - এরিক ফ্রিম্যান (১৯৬৮), কার্লাইল বেস্ট (১৯৮৬), কিথ দাবেঙ্গা (২০০৫) ও মার্ক ক্রেগ

নভেম্বর, ২০১৭ সালে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃক বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের পুরস্কার লাভ করেন।[]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.