উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]
সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার | |
---|---|
বিবরণ | তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (মেরিল ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | নুসরাত ইমরোজ তিশা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি (২০২৩) |
ওয়েবসাইট | prothom-alo |
এই বিভাগে প্রথমবার পুরস্কার লাভ করেন শাবনূর। তিনি ১৯৯৯ থেকে ২০১০ পর্যন্ত আয়োজনে সর্বাধিক টানা ১৩ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ২০০৩ ও ২০০৬ সাল ছাড়া ১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আয়োজনে সর্বাধিক ৮ বার এই পুরস্কার জিতেন। জয়া আহসান দ্বিতীয় সর্বাধিক তিনবার এই পুরস্কার লাভ করেন। অপু বিশ্বাস ১০টি মনোনয়ন পেলেও কোন পুরস্কার অর্জন করতে পারেননি। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক বিজয়ী নুসরাত ইমরোজ তিশা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
নিন্মোক্ত অভিনেত্রীগণ দুই বা ততোধিক পুরস্কার লাভ করেছেন:
|
নিন্মোক্ত অভিনেত্রীগণ দুই বা ততোধিক মনোনয়ন লাভ করেছেন:
|
Seamless Wikipedia browsing. On steroids.