২০২১-এর বাংলাদেশী চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মৃধা বনাম মৃধা ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। রনি ভৌমিক পরিচালিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নোভা ফিরোজ ও তারিক আনাম খান।
তীর নিবেদিত টফি অরিজিনাল চলচ্চিত্র মৃধা বনাম মৃধার শুটিং শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে এবং আগস্ট মাসে তা শেষ হয়। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। এটি ছিল রনি ভৌমিক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকা ও চট্টগ্রামে, অডিও ও গ্রাফিক্সের কাজ হয়েছে ঢাকায়, শব্দ ও ফলির কাজ করা হয়েছে ভারতের চেন্নাইয়ে আর কালার কারেকশন করা হয়েছে কলকাতায়। চলচ্চিত্রটির আবহসংগীত তৈরি করেছেন ইমন সাহা এবং সাউন্ড মিক্সিং করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।[১][২]
১২ ডিসেম্বর সেন্সর বোর্ড থেকে চলচ্চিত্রটি মুক্তির অনুমোদন পায়। ২০ ডিসেম্বর ঢাকায় এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।[৩] এরপর ২৪ ডিসেম্বর বাংলাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্রটি।[৪] ২০২২ সালে ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্ম "টফি"-তে মুক্তি পায় চলচ্চিত্রটি।[৫][৬] প্রচারিত হয় মাছরাঙা টিভিতেও।[৭]
পুরস্কার | বিভাগ | মনোনীত ব্যক্তি | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | সিয়াম আহমেদ | বিজয়ী | [৯] |
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | মিলন ভট্টাচার্য্য | বিজয়ী | ||
২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) | সিয়াম আহমেদ | বিজয়ী | [১০] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) | তারিক আনাম খান | মনোনীত | [১১] | |
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (তারকা জরিপ) | নোভা ফিরোজ | মনোনীত | [১১] |
Seamless Wikipedia browsing. On steroids.