দারুচিনি দ্বীপ
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দারুচিনি দ্বীপ লাক্স নিবেদিত এবং ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[২] বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ- এর উপন্যাস দারুচিনি দ্বীপ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ও স্বনামধন্য পরিচালক তৌকির আহমেদ।
দারুচিনি দ্বীপ | |
---|---|
![]() ভিসিডি কভার | |
পরিচালক | তৌকির আহমেদ |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান |
চিত্রনাট্যকার | হুমায়ূন আহমেদ |
উৎস | হুমায়ূন আহমেদ কর্তৃক দারুচিনি দ্বীপ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এস আই টুটুল |
চিত্রগ্রাহক | এ আর স্বপন |
সম্পাদক | অতীশ দে সরকার |
পরিবেশক | চ্যানেল আই |
মুক্তি | ৩১ আগস্ট, ২০০৭[১] |
স্থিতিকাল | ১২৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
'দারুচিনি দ্বীপ' চলচ্চিত্রটি সেবার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।[৩] এছাড়াও সেরা অভিনেতা শাখায় পুরস্কার জিতে নেন রিয়াজ এবং অভিনেত্রী শাখায় জাকিয়া বারী মম।[৪][৫][৬]
কাহিনী সংক্ষেপ
দারুচিনির দ্বীপ হিসেবে এখানে বাংলাদেশের বিখ্যাত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ-কে চিত্রায়িত করা হয়েছে। একদল স্বপ্নবাজ তরুণ- তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার পাশাপাশি সহজ-সরল পারিবারিক জীবনের নানা ঘটনা উঠে এসেছে এই গল্পে। যে পরিবারগুলো আমাদের পরিচিত পরিবারগুলোর মতই সাদামাঠা, সহজ-সরল। তারুণ্যে পৌঁছে যাওয়া সন্তানেরা এই গল্পে গুরুত্ব পেয়েছে বেশি। আর সেই তরুণ ছেলেরাই একদিন সিদ্ধান্ত নেয় পারিবারিক সব ঝামেলা বাদ দিয়ে জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের বাইরে অর্থ্যাৎ কোনো এক দ্বীপে বেড়াতে যাবে। তারা যখন বের হবে একদল মেয়েরাও তাদের সাথে যাবার আগ্রহ প্রকাশ করে। অতঃপর একদল ছেলেমেয়ে দারুচিনি দ্বীপে পৌছে। আর এখান থেকেই শুরু হয় প্রেম ভালোবাসা বন্ধুত্বের নতুন গল্প।
কুশীলব
- রিয়াজ - শুভ্র / কানা বাবা[৭]
- জাকিয়া বারী মম - জরী [৮][৯]
- মোশাররফ করিম - অয়ন / বল্টু [১০][১১]
- ইমন - সঞ্জু
- বিন্দু - আনুশকা[১২]
- রুমানা মালিক মুনমুন
- আসাদুজ্জামান নূর - আনুশকার বাবা[১৩]
- ফজলুর রহমান বাবু - মনিরুদ্দিন[১৪][১৫]
- আবদুল্লাহ আল মামুন - শুভ্রর বাবা[১৬]
- ডলি জহুর - রেহানা, শুভ্রর মা
- আবুল হায়াত - সোবহান, সঞ্জুর বাবা[১৭]
- আফরোজা বানু - ফরিদা, সঞ্জুর মা
- চ্যালেঞ্জার - জরীর বাবা[১৮]
- ওয়াহিদা মালিক জলি - মনোয়ার, জরীর মা
- রহমত আলী - ইউসুফ, জরীর চাচা
- শিরিন আলম - জরীর চাচী
- মাহামুদুল ইসলাম মিঠু
- সাবরিনা সাফী নিশা
- সাজ্জাদ হোসেন তিতাস
- অনুভব মাহবুব
প্রযুক্তিগত বিবরণ
- বিন্যাস: ৩৫ এমএম (রঙ)
- রিল: ১৩ প্যান
- উপ-শিরোনাম: ইংরেজি
- প্রকাশকাল:২০০৬-২০০৭
- প্রযুক্তিগত সহায়তা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)
পুরস্কার এবং সম্মাননা
চলচ্চিত্র উৎসব পুরস্কার
- বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার, ইন্দোনেশিয়া ২০১০
চলচ্চিত্র পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - ফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম)
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - রিয়াজ
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - জাকিয়া বারী মম
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - আবুল হায়াত
- বিজয়ী: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - এস আই টুটুল
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - হুমায়ুন আহমেদ
- বিজয়ী: শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - কবিরুল ইসলাম রতন
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - রিয়াজ
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী - জাকিয়া বারী মম
সংগীত
সাউন্ডট্র্যাক
ক্রমিক | শিরোনাম | শিল্পী | সুরকার | গীতিকার |
---|---|---|---|---|
১ | দূর দ্বীপবাসিনী | সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী | কাজী নজরুল ইসলাম | কাজী নজরুল ইসলাম |
২ | মন চায় মন চায় | এস আই টুটুল,
বাপ্পা মজুদার, ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নি |
এস আই টুটুল এবং সামিনা চৌধুরী | কবির বকুল |
৩ | আমার মন কেমন করে | ফাহমিদা নবী | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.