Loading AI tools
চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চিত্রনাট্যকারদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হয়।
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশী চলচ্চিত্রের চিত্রনাট্যে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৫ |
বর্তমানে আধৃত | মাসুম রেজা ও রিয়াজুল রিজু (বাপজানের বায়স্কোপ) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বছর | বিজয়ী পরিচালক | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৭৫ | খান আতাউর রহমান | সুজন সখী | [১] |
১৯৭৬ | আমজাদ হোসেন | নয়নমনি | |
১৯৭৭ | আহমদ জামান চৌধুরী | যাদুর বাঁশি | |
১৯৭৮ | আমজাদ হোসেন | গোলাপী এখন ট্রেনে | |
১৯৭৯ | মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী | সূর্য দীঘল বাড়ী |
বছর | বিজয়ী পরিচালক | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৮০ | খান আতাউর রহমান | ডানপিটে ছেলে | [১] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮২ | আলমগীর কবির | মোহনা | |
১৯৮৩ | সৈয়দ শামসুল হক | পুরস্কার | |
১৯৮৪ | আমজাদ হোসেন | ভাত দে | |
১৯৮৫ | ইসমাইল মোহাম্মদ | মা ও ছেলে | |
১৯৮৬ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৭ | দিলীপ বিশ্বাস | অপেক্ষা | |
১৯৮৮ | আবদুল্লাহ আল মামুন | দুই জীবন | |
১৯৮৯ | এ জে মিন্টু | সত্য মিথ্যা |
বছর | বিজয়ী পরিচালক | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৯০ | শিবলি সাদিক | দোলনা | [১] |
১৯৯১ | কাজী মোরশেদ শিবলি সাদিক |
সান্ত্বনা অচেনা | |
১৯৯২ | কাজী হায়াৎ | ত্রাস | |
১৯৯৩ | এ জে মিন্টু | বাংলার বধু | |
১৯৯৪ | কাজী হায়াৎ | দেশপ্রেমিক | |
১৯৯৫ | শেখ নিয়ামত আলী | অন্য জীবন | |
১৯৯৬ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৭ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৮ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৯ | কাজী হায়াৎ | আম্মাজান |
বছর | বিজয়ী পরিচালক | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|
২০০০ | আবু সাইয়ীদ ও নুরুল আলম আতিক | কিত্তনখোলা | |
২০০১ | নারগিস আক্তার | মেঘলা আকাশ | |
২০০২ | তারেক মাসুদ | মাটির ময়না | |
২০০৩ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০০৪ | তৌকির আহমেদ | জয়যাত্রা | [২] |
২০০৫ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০০৬ | কাজী মোরশেদ | ঘানি | |
২০০৭ | হুমায়ূন আহমেদ | দারুচিনি দ্বীপ | |
২০০৮ | মুরাদ পারভেজ | চন্দ্রগ্রহণ | [৩] |
২০০৯ | গিয়াসউদ্দিন সেলিম | মনপুরা |
বছর | বিজয়ী পরিচালক | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|
২০১০ | নারগিস আক্তার | অবুঝ বউ | [৪] |
২০১১ | নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান | গেরিলা | [৫] |
২০১২ | হুমায়ূন আহমেদ | ঘেটুপুত্র কমলা | [৬] |
২০১৩ | গাজী রাকায়েত | মৃত্তিকা মায়া | [৭][৮] |
২০১৪ | সৈকত নাসির | দেশা: দ্য লিডার | [৯][১০] |
২০১৫ | মাসুম রেজা ও রিয়াজুল রিজু | বাপজানের বায়স্কোপ | [১১] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.