Loading AI tools
চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩০তম আয়োজন; যা ২০০৮ সালের ২৩ অক্টোবর তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর তারিখে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৫ ঘোষণা করা হয়। এ বছর মোট ১৩ শাখায় পুরস্কার প্রদান করা হয়;[1] যার মধ্যে সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ ৬টি শাখায় পুরস্কার লাভ করে।[2] ২৩ অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে পুরস্কার বিতরণ করেন তত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।[3]
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ২৩ অক্টোবর ২০০৮ | |||
স্থান | বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | আলমগীর ও ফারজানা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | হাজার বছর ধরে | |||
শ্রেষ্ঠ অভিনেতা | মাহফুজ আহমেদ লাল সবুজ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনুর দুই নয়নের আলো | |||
সর্বাধিক পুরস্কার | হাজার বছর ধরে (৬) | |||
|
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | হাজার বছর ধরে | |
শ্রেষ্ঠ পরিচালক | সুচন্দা | হাজার বছর ধরে |
শ্রেষ্ঠ অভিনেতা | মাহফুজ আহমেদ | লাল সবুজ |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনুর | দুই নয়নের আলো |
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | ইলিয়াস কাঞ্চন | শাস্তি |
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | চম্পা | শাস্তি |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | হৃদয় ইসলাম | টাকা |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আহমেদ ইমতিয়াজ বুলবুল | হাজার বছর ধরে |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | মনির খান | দুই নয়নের আলো |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | সাবিনা ইয়াসমিন | দুই নয়নের আলো[2] |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | জহির রায়হান (মরণোত্তর) | হাজার বছর ধরে |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান | হাজার বছর ধরে |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মোহাম্মদ কলন্তর | হাজার বছর ধরে[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.