৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৩তম আয়োজন; যা ১১ ফেব্রুয়ারি ২০১০ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[২]

দ্রুত তথ্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পুরস্কার দেওয়া হয় ...
৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান১১ ফেব্রুয়ারি ২০১০
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট (ইংরেজি ভাষা)
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ অভিনেতারিয়াজ
কি যাদু করিলা
শ্রেষ্ঠ অভিনেত্রীসাদিকা জাহান পপি
মেঘের কোলে রোদ
সর্বাধিক পুরস্কারচন্দ্রগ্রহণ (৮)
সর্বাধিক মনোনয়নচন্দ্রগ্রহণ (১১)
  ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৪তম  
বন্ধ

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে উল্লেখযোগ্য সৃষ্টিশীল অবদানকে উত্সাহী ও স্বীকৃতি দিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ২৭টি বিভাগে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য বাংলাদেশ সরকার ২ নভেম্বর ২০০৯ সালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১১ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। পরে ১১ ফেব্রুয়ারি ২০১০ সালে ২৩টি শাখায় ২৪টি পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।[১]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ গ্রহণ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে, ২০১০-এ।
আরও তথ্য পুরস্কারের নাম, বিজয়ী ...
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম)চন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ পরিচালকমুরাদ পারভেজচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ অভিনেতারিয়াজকি যাদু করিলা
শ্রেষ্ঠ অভিনেত্রীসাদিকা জাহান পপিমেঘের কোলে রোদ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাশামস সুমনস্বপ্ন পূরণ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীদিলারা জামানচম্পাচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতাজহির উদ্দিন পিয়ারচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ শিশুশিল্পীপ্রার্থনা ফারদিন দীঘি১ টাকার বউ
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকইমন সাহাচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ সুরকারআলম খানকি যাদু করিলা
শ্রেষ্ঠ গীতিকারকবির বকুলমেঘের কোলে রোদ
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীএন্ড্রু কিশোরকি জাদু করিলা
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীকনকচাঁপা১ টাকার বউ
বন্ধ

কারিগরী পুরস্কার

আরও তথ্য পুরস্কারের নাম, বিজয়ী ...
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীমোহাম্মদ রফিকুজ্জামানমেঘের কোলে রোদ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারমুরাদ পারভেজচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতামুরাদ পারভেজচন্দ্রগ্রহণ
শ্রেষ্ঠ নিত্যপরিচালকমাসুম বাবুলকি যাদু করিলা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমোহাম্মদ কলন্তরমেঘের কোলে রোদ
শ্রেষ্ঠ সম্পাদকমোহাম্মদ সহিদুল হককি যাদু করিলা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খানআমার আছে জল
শ্রেষ্ঠ শব্দগ্রাহকরেজাউল করিম বাদলকি যাদু করিলা
শ্রেষ্ঠ সাজসজ্জামোহাম্মদ সামছুল ইসলামমেঘের কোলে রোদ
শ্রেষ্ঠ মেক-আপম্যানমোহাম্মদ সামছুল ইসলামমেঘের কোলে রোদ[১]
বন্ধ

বিশেষ পুরস্কার

  • শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার - মৃধা ইবশার নাওয়ার ওয়াফা (চলচ্চিত্র - আমার আছে জল)

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.