Remove ads
চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৫তম আয়োজন; যা ২০০০ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১] পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।[২]
২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৫ আগস্ট ২০০৩ | |||
প্রদান | ১০ সেপ্টেম্বর ২০০৩ | |||
স্থান | ওসমানী মেমোরিয়াল হল, ঢাকা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | কিত্তনখোলা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ দুই দুয়ারী | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | চম্পা উত্তরের ক্ষেপ | |||
সর্বাধিক পুরস্কার | কিত্তনখোলা (৮) | |||
|
এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[৩]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ইমপ্রেস টেলিফিল্ম (প্রযোজক) | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ পরিচালক | আবু সাইয়ীদ | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ | দুই দুয়ারী |
শ্রেষ্ঠ অভিনেত্রী | চম্পা | উত্তরের ক্ষেপ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | রাজীব | বিদ্রোহ চারিদিকে |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | তমালিকা কর্মকার | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | এন্ড্রু কিশোর | আজ গায়ে হলুদ |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | সাবিনা ইয়াসমিন | দুই দুয়ারী[৪] |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | সেলিম আল দীন | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | আবু সায়েদ ও সেলিম আল দীন | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | আবু সায়েদ ও সেলিম আল দীন | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান | দুই দুয়ারী |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | তরুণ ঘোষ | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ সম্পাদক | সুজন মাহমুদ | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | নাসিম রেজা শাহ | কিত্তনখোলা |
শ্রেষ্ঠ মেকআপম্যান | খলিলুর রহমান | যোদ্ধা[২] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.