২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৫তম আয়োজন; যা ২০০০ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১] পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।[২]

দ্রুত তথ্য ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পুরস্কার দেওয়া হয় ...
২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা৫ আগস্ট ২০০৩
প্রদান১০ সেপ্টেম্বর ২০০৩
স্থানওসমানী মেমোরিয়াল হল, ঢাকা
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকিত্তনখোলা
শ্রেষ্ঠ অভিনেতারিয়াজ
দুই দুয়ারী
শ্রেষ্ঠ অভিনেত্রীচম্পা
উত্তরের ক্ষেপ
সর্বাধিক পুরস্কারকিত্তনখোলা (৮)
  ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৬তম  
বন্ধ

বিজয়ীদের তালিকা

এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[৩]

মেধা পুরস্কার

রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০০ গ্রহণ করছেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে - ২০০১।
আরও তথ্য পুরস্কারের নাম, বিজয়ী ...
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রইমপ্রেস টেলিফিল্ম (প্রযোজক)কিত্তনখোলা
শ্রেষ্ঠ পরিচালকআবু সাইয়ীদকিত্তনখোলা
শ্রেষ্ঠ অভিনেতারিয়াজদুই দুয়ারী
শ্রেষ্ঠ অভিনেত্রীচম্পাউত্তরের ক্ষেপ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতারাজীববিদ্রোহ চারিদিকে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীতমালিকা কর্মকারকিত্তনখোলা
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীএন্ড্রু কিশোরআজ গায়ে হলুদ
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীসাবিনা ইয়াসমিনদুই দুয়ারী[৪]
বন্ধ

কারিগরী পুরস্কার

আরও তথ্য পুরস্কারের নাম, বিজয়ী ...
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারসেলিম আল দীনকিত্তনখোলা
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারআবু সায়েদ ও সেলিম আল দীনকিত্তনখোলা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাআবু সায়েদ ও সেলিম আল দীনকিত্তনখোলা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খানদুই দুয়ারী
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকতরুণ ঘোষকিত্তনখোলা
শ্রেষ্ঠ সম্পাদকসুজন মাহমুদকিত্তনখোলা
শ্রেষ্ঠ শব্দগ্রাহকনাসিম রেজা শাহকিত্তনখোলা
শ্রেষ্ঠ মেকআপম্যানখলিলুর রহমানযোদ্ধা[২]
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.