Loading AI tools
বাংলাদেশী চলচ্চিত্র পরিচালিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নারগিস আক্তার হলেন একজন বাংলাদেশী নারী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। গঠনমূলক ও শিক্ষনীয় গল্প নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ। পরবর্তীতে তিনি পরিচালনা করেছেন মেঘের কোলে রোদ (২০০৮), অবুঝ বউ (২০১০), পুত্র এখন পয়সাওয়ালা (২০১৫) ও পৌষ মাসের পিরীত (২০১৬)।[২] মেঘলা আকাশ ও অবুঝ বউ চলচ্চিত্রের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী।[৩]
নারগিস আক্তার | |
---|---|
জন্ম | নারগিস আক্তার ২০ নভেম্বর[১] |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | মেঘলা আকাশ মেঘের কোলে রোদ অবুঝ বউ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার) |
নারগিস আক্তার বাংলাদেশের ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি মাদারীপুরে।[১]
নারগিস আক্তার চলচ্চিত্র নির্মাণের আগে বেশ কিছু তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। ২০০১ সালে তিনি মেঘলা আকাশ দিয়ে চলচ্চিত্র পরিচালকের খাতায় নাম লেখান। এইডস নিয়ে সচেতনতামূলক এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী, শাকিল খান ও পূর্ণিমা। এছাড়া বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি ও মুম্বাইয়ের আইয়ুব খান এই চলচ্চিত্রে অভিনয় করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেন। তার পরবর্তী চলচ্চিত্র চার সতীনের ঘর। এতে আলমগীরের বিপরীতে চার সতীনের চরিত্রে অভিনয় করেন ববিতা, দিতি, শাবনূর ও ময়ূরী।[৪] ২০০৮ সালে মোহাম্মদ রফিকুজ্জামানের কাহিনীতে পরিচালনা করেন মেঘের কোলে রোদ। এইডস নিয়ে সচেতনতামূলক ত্রিভুজ প্রেমের এই ছায়াছবিতে অভিনয় করেন রিয়াজ, পপি ও টনি ডায়েস। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[৫] ২০১০ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মাণ করেন অবুঝ বউ।[৬] এটি এক গ্রাম্য দুরন্ত কিশোরীর পরিণীতা হওয়ার গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াংকা। এছাড়া অন্যান্য ভূমিকায় ছিলেন ফেরদৌস আহমেদ, ববিতা। চলচ্চিত্রটি ৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার লাভ করে এবং তিনি দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেন।[৭] ২০১৫ সালে মুক্তি পায় তার পরিচালিত পুত্র এখন পয়সাওয়ালা। এতে পুত্রের ভূমিকায় অভিনয় করেন মামনুন হাসান ইমন ও মায়ের ভূমিকায় ছিলেন ববিতা।[৮] পরের বছর নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে তার চিত্রনাট্যে নির্মাণ করেছেন পৌষ মাসের পিরীত।[৯] এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পপি ও টনি ডায়েস।[১০] এছাড়া নাট্যাচার্য সেলিম আল দীন রচিত মঞ্চনাটক যৈবতী কন্যার মন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে অনুদান পান।[১১]পরিশেষে, ২০২১ সালে ছবিটি মুক্তি পায়।[১২]
বছর | চলচ্চিত্র | পরিচালক | চিত্রনাট্যকার | সংলাপ রচয়িতা | প্রযোজক | ভাষা | টীকা |
---|---|---|---|---|---|---|---|
২০০১ | মেঘলা আকাশ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বাংলা | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার |
২০০৫ | চার সতীনের ঘর | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | বাংলা | |
২০০৮ | মেঘের কোলে রোদ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | বাংলা | |
২০১০ | অবুঝ বউ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বাংলা | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার |
২০১৫ | পুত্র এখন পয়সাওয়ালা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বাংলা | |
২০১৬ | পৌষ মাসের পিরীত | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বাংলা | |
২০২১ | যৈবতী কন্যার মন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বাংলা | |
বছর | অনুষ্ঠান | উপস্থাপক | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | বৈশাখী টেলিভিশন | লাইভ অনুষ্ঠান | ||
সিটিসেল তারকা কথন | চ্যানেল আই | লাইভ অনুষ্ঠান | ||
বিটিভি | ||||
বেলা শেষে | এসএ টিভি | |||
একুশে টিভি | লাইভ অনুষ্ঠান[১] | |||
নারগিস আক্তার ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে যৈবতী কন্যার মন চলচ্চিত্রের জন্য ২৪,৮৬,০৪১ টাকা অনুদান গ্রহণ করেন।[১৩] কিন্তু যথাসময়ে চলচ্চিত্রটি নির্মাণ না করতে পারায় তার বিরুদ্ধে পিডিআর অ্যাক্ট অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের করা হয়।[১৪]
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০০৩ | শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | মেঘলা আকাশ (২০০১) | বিজয়ী |
২০১২ | অবুঝ বউ (২০১০) | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.