চার সতীনের ঘর

বাংলাদেশী চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চার সতিনের ঘর নার্গিস আক্তার[1] পরিচালিত ২০০৫ সালের সামাজিক সচেতনতামূলক বাংলাদেশী চলচ্চিত্র, ঔপন্যাসিক সেলিনা হোসেনের "হৃদয় ও শ্রমের সংসার " নামক ছোটগল্প অবলম্বনে এটি নির্মিত। ছায়াচিত্রটির মূল বক্তব্য ছিল 'স্বামী -স্ত্রী'র উভয়েই সন্তান উৎপাদনের জন্য দায়ী, এবং অতিরিক্ত বিবাহ বা বহু বিবাহ এটি নিরাময় করতে পারে না'। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর ও ময়ূরী প্রমুখ[2] [3][4]

দ্রুত তথ্য চার সতীনের ঘর, পরিচালক ...
চার সতীনের ঘর
পরিচালকনারগিস আক্তার
প্রযোজকনারগিস আক্তার
চিত্রনাট্যকারনারগিস আক্তার
উৎসসেলিনা হোসেন কর্তৃক 'হৃদয় ও শ্রমের সংসার' (ছোটগল্প)
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ঢাকা, বাংলাদেশ
পরিবেশকফেমকম বাংলাদেশ
মুক্তিজানুয়ারী ২০, ২০০৫ (বাংলাদেশ)
স্থিতিকাল২ ঘন্টা ২০ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
বন্ধ

কাহিনিসংক্ষেপ

কাশেম খান গ্রামের একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি। তার প্রচুর ধন সম্পত্তি রয়েছে, কিন্তু এই বিশাল সম্পদের কোনো উত্তরাধিকার নেই। উত্তরাধিকারী অর্থ্যাৎ সন্তান লাভের আশায় তিনি পরপর চারবার বিয়ে করেন কিন্তু তারপরেও সন্তান লাভে ব্যর্থ হন। প্রথমত তার ধারণা ছিলো তার স্ত্রীরাই বন্ধ্যা নারী, যা তাকে বারবার বিবাহ করতে প্রলুব্ধ করে। কিন্তু সর্বশেষ স্ত্রী অর্থাৎ একরোখা ফুলবানুর জেদের কাছে হার স্বীকার করে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আর তখনই সে জানতে পারে সন্তান জন্মদানে তার স্ত্রীদের দোষ নেই বরং তার নিজেরই অক্ষমতা রয়েছে।[5]

অভিনয়ে

প্রধান চরিত্র

  • কাশেম খান (খান সাহেব) চরিত্রে আলমগীর
  • খান সাহেবের প্রথম স্ত্রী হিসেবে ববিতা
  • খান সাহেবের দ্বিতীয় স্ত্রী হিসেবে দিতি
  • খান সাহেবের তৃতীয় স্ত্রী হিসেবে ময়ূরী
  • ফুলবানুর চরিত্রে শাবনূর (খান সাহেবের চতুর্থ স্ত্রী)।

অন্যান্য চরিত্র

  • মাহফুজ আহমেদ মাঝির চরিত্রে।
  • কালু (খান বাড়ির চাকর) হিসেবে ড্যানি সিডাক
  • ফুলবানুর বাবার চরিত্রে আমীর সিরাজী
  • ফুলবানুর মায়ের চরিত্রে রাশেদা চৌধুরী।
  • ডাক্তার হিসেবে সুচরিতা
  • মাঝির দাদীর চরিত্রে রানী সরকার
  • কাজী সাহেবের ভূমিকায় জামিলুর রহমান শাখা
  • সিরাজুল করিম (সিরাজুল করিম হিসেবে)।
  • শামীমা নাজনীন
  • নওহা মুনির দিহান (দিহান হিসেবে)।
  • উপমা মতি বানু (উপমা হিসেবে)।
  • সুফিয়া।
  • কমলা রানী দাস।
  • সৈয়দ আখতার আলী
  • মিলন
  • সায়েম সামাদ (সাইম সামাদ হিসেবে)।
  • রবীন্দ্রনাথ
  • জাহাঙ্গীর
  • মিলু
  • সারোয়ার
  • আব্দুল হক
  • সেলিম হায়দার
  • বাবুল চৌধুরী
  • আব্দুল করিম পুরাতন নৌকার মাঝি (করিম হিসেবে)।
  • মোসি
  • প্রমিত

পুরস্কার

  • শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার (২০০৫)[6]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.