এবাদুর রহমান

বাঙালি লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এবাদুর রহমান একজন বাঙালি ঔপন্যাসিক এবং পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার।

দ্রুত তথ্য Ebadur Rahman, জাতীয়তা ...
Ebadur Rahman
জাতীয়তাBangladeshi
পেশাFilmmaker, novelist
বন্ধ

জীবনী

এবাদুর রহমান ভেনিস, লিডো এবং সান সার্ভোলো দ্বীপে ভাস্কর্য ও স্থাপনা প্রদর্শনীর ১৪তম ও ১৫তম আসরে রনি আহমেদ সহ বাংলাদেশী শিল্পীদের অরগানাইজ করেছেন। [১][২][৩]

এবাদুর রহমানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ছবি Atrocity Exhibition কান ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম কর্নারে প্রথম প্রিমিয়ার হয়, 2013। [৪]

আলফা

এবাদুর রহমান[তথ্যসূত্র প্রয়োজন] পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলফার চিত্রনাট্য লিখেছেন, যেটিকে বাংলাদেশ ২০২০ সালের অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জমা দেওয়ার জন্য নির্বাচিত করেছে। [৫]

নৃশংসতা প্রদর্শনী

এবাদুর রহমানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ছবি Atrocity Exhibition কান ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম কর্নারে প্রথম প্রিমিয়ার হয়, 2013। [৪]

গেরিলা

দশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গেরিলা চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবাদুর রহমান, এই পুরস্কারের মধ্যে দুটি ছিল এবাদুর রহমান এবং তার সহ-লেখক নাসিরুদ্দিন ইউসুফের লেখা চিত্রনাট্য ও সংলাপের জন্য। পরিচালকের সঙ্গে মতবিরোধের কারণে মাঝপথে গেরিলা ছেড়ে দেন রহমান। [৬][৭][৮]

মেহেরজান

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.