উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মনের সাথে যুদ্ধ হচ্ছে ২০০৭ সালের বাংলাদেশী মারপিট নাট্ট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যনারে প্রযোজনা করেছেন অভিনেতা মান্না।[১][২] এটি পরিচালনা করেছেন আহমেদ নাসির। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ ও কাজী হায়াৎ।[৩][৪][৫][৬] চলচ্চিত্রটি ১৪ অক্টোবর, ২০০৭ বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়। চলচ্চিত্রটি ২৯তম বাচসাস পুরস্কার আসরে সর্বাধিক ৩টি বিভাগে পুরস্কার অর্জন করে বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন।[৭]
মনের সাথে যুদ্ধ | |
---|---|
পরিচালক | আহমেদ নাসির |
প্রযোজক | কৃতাঞ্জলী চলচ্চিত্র |
রচয়িতা | মান্না মোহাম্মদ রফিকুজ্জামান আহমেদ নাসির |
শ্রেষ্ঠাংশে | |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি | ১৪ অক্টোবর, ২০০৭ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | 1কোটি 30 লাখ |
আয় | 7কোটি |
মনের সাথে যুদ্ধ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন মাহফুজ আনাম জেমস।[৮] ’আসবার কালে আসলাম একা’ এই গানটির জন্য জেমস ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
মনের সাথে যুদ্ধ চিত্রনায়ক মান্না প্রযোজিত ৭ম চলচ্চিত্র।[১]
Seamless Wikipedia browsing. On steroids.