Remove ads
বাংলাদেশি অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নুসরাত ইমরোজ তিশা (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৮৯) একজন বাংলাদেশী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।[৪] টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিলো তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হলো নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫] এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
নুসরাত ইমরোজ তিশা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | তিশা |
মাতৃশিক্ষায়তন | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মোস্তফা সরয়ার ফারুকী (বি. ২০১০)[১][২] |
সন্তান | ইলহাম নুসরাত ফারুকী (কন্যা)[৩] |
পুরস্কার | নিচে দেখুন |
১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। ১৯৯৭ সালে অনন্ত হীরার সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা এঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন।
১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবীব।
২০১৪ সালে তিনি দীর্ঘ ৬ বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়।[৬] ২০১৬ সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। ৬ই মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলো আরিফিন শুভ।[৭] শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন।[৮] অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা: দ্য মেন্টাল-এ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।[৯] অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম শিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।[১০] ২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
২০১৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়।[১১] তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন।[১২] এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং আটটি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন।[১৩] তিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকীর আহমেদের ফাগুন হাওয়ায় (২০১৯) ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন।[১৪]
ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১৫][১৬] দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।[৩] ২০১৪ সালের অক্টোবরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিশার অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার হয়।[১৭]
তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি ২০১৬ সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল।[১৮][১৯]
তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিঅ্যান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র।[২০]
বছর | নাটক | পরিচালক | সূত্র |
---|---|---|---|
- | নুরুল হুদা একদা ভালবেসেছিল | ||
- | অরন্যে জ্যোৎস্না | ||
- | লাইফ | ||
- | পূর্ণ দৈর্ঘ্য | ||
- | এলো মেলো মন | ||
- | মুনিরা মফস্বলে | ||
- | ঈদের টিকেট | ||
- | মিথ্যুক | ||
- | অপারেশান ইনানি রয়্যাল রিসোর্ট | ||
- | প্রযত্নে ভালবাসা | ||
- | ডারউইন | ||
- | গোল্ডেন রেশিও | ||
- | ক্যারাম প্রথম পত্র | ||
- | ক্যারাম দ্বিতীয় পত্র | ||
- | নিশি যাপন গেস্ট হাউস | ||
- | রাত্রি ও নখত্তের মাঝখানে | ||
- | সেভেন ডেইস | ||
- | আজকের দেবদাস | ||
- | একটি প্র্যভাটে নাম্বার | ||
- | এপার্টমেন্ট লেটার | ||
- | বৃষ্টি অথবা কান্না | ||
- | বৃষ্টি তোমাকে দিলাম | ||
- | ছোট্ট শহরের স্বপ্ন | ||
- | দুরের মানুষ | ||
- | একুশের চিঠি | ||
- | ফিরে আসো সুন্দরিতমা | ||
- | ফোর্থ সাবজেক্ট | মাসুদ সেজান | |
- | হয়তোবা | ||
- | জল সাপে | ||
- | কারিগর | ||
- | খসরু প্লাস ময়না | ||
- | কবি ও যন্তর মন্তর | ||
- | লেট নাইট শো | ||
- | লস্ট অ্যান্ড ফাউন্ড | ||
- | ছোট্ট শহরের স্বপ্ন | ||
- | লাইফ | ||
- | ময়না তদন্ত | ||
- | নিলাঞ্জনা | ||
- | নিলঅরজনা | ||
- | নাট বল্টু | ||
- | অবশেষে | ||
- | অন্য আলোয় মানুষ গুলো | ||
- | পাঞ্জা | ||
- | পল্টিবাজ | ||
- | পূর্ণদৈর্ঘ্য বাঙ্গলা নাটক | ||
- | সাদা মন ধুসুর পৃথিবী | ||
- | সবুজ নক্ষত | ||
- | সম্পুরনা | ||
- | সরি | ||
- | দ্যা রেইন | ||
- | তনু | ||
- | টাই ব্রেকার | ||
- | তিন পৃথিবীর মানুষ | ||
- | তবুও বসন্ত | ||
- | উন মানুষ | ||
- | ভালবাসার উল্টো পিঠ | ||
- | ভালবাসি তাই | ||
- | ভূত গাড়ি | ||
- | ভোরের শিশির | ||
- | আকাশী রঙের দোলনা | ||
- | কমলা রাঙা রোদ | ||
- | কাকে চাই | কৌশিক শঙ্কর দাশ |
বছর | মনোনীত কর্ম | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৮ | শ্রেষ্ঠ অভিনেত্রী | অস্তিত্ব | বিজয়ী | |
২০১৯ | হালদা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.