সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের টেলিভিশন অভিনেত্রীদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিলদৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের টেলিভিশন নাটক ও ধারাবাহিকের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[]

দ্রুত তথ্য শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার, বিবরণ ...
শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার
বিবরণতারকা জরিপে শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেত্রীর পুরস্কার
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবেসরকারী (স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলো)
প্রথম পুরস্কৃত১৯৯৯
সর্বশেষ পুরস্কৃত২০২৩
বর্তমানে আধৃতমেহজাবীন চৌধুরী
পুনর্জন্ম ৩ (২০২২)
ওয়েবসাইটprothom-alo.com/mpaward
বন্ধ

১৯৯৯ সালে প্রবর্তনের পর থেকে ৯ জন অভিনেত্রী এই পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার এই বিভাগে পুরস্কার লাভ করেন বিপাশা হায়াত। এই বিভাগে সর্বাধিক ছয়বার পুরস্কার অর্জন করেন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক বিজয়ী মেহজাবিন চৌধুরী পুনর্জন্ম ৩ (২০২২)-এ অভিনয় করে এই পুরস্কার অর্জন করেন।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সারাংশ
প্রসঙ্গ
শমী কায়সার ২০০০ ও নীলাঞ্জনা (২০০১)-এর জন্য দুইবার এই পুরস্কার অর্জন করেন।
অপি করিম ২০০৩ ও শুকনো ফুল রঙিন ফুল (২০০৫)-এর জন্য দুইবার এই পুরস্কার অর্জন করেন।
তারিন জাহান কথা ছিল অন্যরকম (২০০৬) ও মায়া (২০০৭)-এর জন্য দুইবার এই পুরস্কার অর্জন করেন।
জয়া আহসান তারপরও আঙুরলতা নন্দকে ভালবাসে (২০০৯) ও চৈতা পাগল (২০১১)-এর জন্য দুইবার এই পুরস্কার অর্জন করেন।
নুসরাত ইমরোজ তিশা সর্বাধিক ছয়বার এই পুরস্কার অর্জন করেন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ টেলিভিশন নাটক, ধারাবাহিক ও ওয়েব ধারাবাহিক প্রচারের বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৯৮-২০০৯

আরও তথ্য বছর (আয়োজন), মনোনীত অভিনেত্রী ...
বছর
(আয়োজন)
মনোনীত অভিনেত্রী টিভি নাটক/ধারাবাহিক সূত্র
১৯৯৮
(১ম)
বিপাশা হায়াত []
আফসানা মিমি
শমী কায়সার
১৯৯৯
(২য়)
বিপাশা হায়াত
আফসানা মিমি
শমী কায়সার
২০০০
(৩য়)
শমী কায়সার
আফসানা মিমি
বিপাশা হায়াত
২০০১
(৪র্থ)
শমী কায়সার নীলাঞ্জনা
আফসানা মিমি বন্ধন
তারিন জাহান ধূসর ক্যানভাস
বিপাশা হায়াত বিপ্রতীপ
২০০২
(৫ম)
বিপাশা হায়াত বিষকাঁটা
আফসানা মিমি হাওয়াঘর
রুমানা রশীদ ঈশিতা বিপাশার জন্য ভালোবাসা
শমী কায়সার ভালোবাসার সুখ দুঃখ
২০০৩
(৬ষ্ঠ)
অপি করিম '৫১বর্তী []
ইপসিতা শবনম শ্রাবন্তী ৫১বর্তী
পূর্ণিমা লাল নীল বেগুনী
২০০৪
(৭ম)
ইপসিতা শবনম শ্রাবন্তী জোছনার ফুল
অপি করিম ৫১বর্তী
তানিয়া আহমেদ রঙের মানুষ
২০০৫
(৮ম)
অপি করিম শুকনো ফুল রঙিন ফুল []
রুমানা রশীদ ঈশিতা অপরূপা
জয়া আহসান এনেছি সূর্যের হাসি
নুসরাত ইমরোজ তিশা অতঃপর নূরুল হুদা
২০০৬
(৯ম)
তারিন জাহান কথা ছিল অন্যরকম []
অপি করিম আঁচল
জয়া আহসান এনেছি সূর্যের হাসি
নুসরাত ইমরোজ তিশা অতঃপর নূরুল হুদা
২০০৭
(১০ম)
তারিন জাহান মায়া []
জয়া আহসান শঙ্খবাস
তানিয়া আহমেদ ভবের হাট
সুমাইয়া শিমু স্বপ্নচূড়া
২০০৮
(১১তম)
সুমাইয়া শিমু স্বপ্নচূড়া []
তারিন জাহান নীরবিনি
নুসরাত ইমরোজ তিশা ইট কাঠের কাঁচা
রিচি সোলায়মান নিশিতে
২০০৯
(১২তম)
জয়া আহসান তারপরও আঙুরলতা নন্দকে ভালবাসে []
তারিন জাহান তুমি আমার স্ত্রী
নুসরাত ইমরোজ তিশা সাথে
রিচি সোলায়মান তোমার দোয়ায় ভালো আছি মা
সুমাইয়া শিমু ললিতা
বন্ধ

২০১০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), মনোনীত অভিনেত্রী ...
বছর
(আয়োজন)
মনোনীত অভিনেত্রী টিভি নাটক/ধারাবাহিক সূত্র.
২০১০
(১৩তম)
নুসরাত ইমরোজ তিশা গ্র্যাজুয়েট []
আফসানা আরা বিন্দু লীলাবতী
জয়া আহসান চৈতা পাগল
তারিন জাহান জলকণা
সুমাইয়া শিমু ললিতা
২০১১
(১৪তম)
জয়া আহসান চৈতা পাগল [১০][১১]
নুসরাত ইমরোজ তিশা চাঁদের নিজস্ব কোনো আলো নেই
বিদ্যা সিনহা সাহা মীম অলসপুর
সুমাইয়া শিমু ললিতা
২০১২
(১৫তম)
নুসরাত ইমরোজ তিশা লংমার্চ
জয়া আহসান আমাদের গল্প
বিদ্যা সিনহা সাহা মীম কিক অফ
সুমাইয়া শিমু রেডিও চকলেট
২০১৩
(১৬তম)
নুসরাত ইমরোজ তিশা যদি ভালো না লাগে দিও না মন ২ [১২]
[১৩]
অপি করিম আকাশলীনা
রাফিয়াথ রশিদ মিথিলা ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
সুমাইয়া শিমু রেডিও চকলেট রিলোডেড
২০১৪
(১৭তম)
নুসরাত ইমরোজ তিশা বিজলী [১৪]
[১৫]
অগ্নিলা লাল খাম বনাম নীল খাম
ফারহানা মিলি ভালোবাসার দ্বিতীয় গল্প
বিদ্যা সিনহা সাহা মীম নভেম্বর রেইন
২০১৫
(১৮তম)
নুসরাত ইমরোজ তিশা তিলোত্তমা, তোমার জন্য [১৬]
অপি করিম এ শহর মাধবীলতার না
মেহজাবীন চৌধুরী সুপারস্টার
রাফিয়াথ রশিদ মিথিলা সুখের ছাড়পত্র
২০১৬
(১৯তম)
নুসরাত ইমরোজ তিশা একটি তালগাছের গল্প [১৭]
বিদ্যা সিনহা সাহা মীম সেই মেয়েটা
মেহজাবীন চৌধুরী হাতটা দাও না বাড়িয়ে
রাফিয়াথ রশিদ মিথিলা কথোপকথন
২০১৭
(২০তম)
মেহজাবীন চৌধুরী বড় ছেলে [১৮]
নুসরাত ইমরোজ তিশা শৈনু প্রু
পূর্ণিমা দেয়ালের ওপারে
রাফিয়াথ রশিদ মিথিলা ব্যাচ ২৭: দ্য লাস্ট পেইজ
২০১৮
(২১তম)
মেহজাবীন চৌধুরী বুকের বাঁ পাশে [১৯]
জাকিয়া বারী মম শেষ পর্যন্ত
তানজিন তিশা এই শহরে কেউ নেই
নুসরাত ইমরোজ তিশা আয়েশা
২০১৯
(২১তম)
মেহজাবীন চৌধুরী শেষটা সুন্দর [২০]
তানজিন তিশা শিশির বিন্দু
সাফা কবির আগন্তুক
সাবিলা নূর উবার
বন্ধ

২০২০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী টিভি নাটক/ধারাবাহিক সূত্র.
২০২১
(২৩তম)
মেহজাবীন চৌধুরী চিরকাল আজ [২১][২২]
তানজিন তিশা হ্যালো শুনছেন
তাসনিয়া ফারিণ কমলা রঙের রোদ
সাবিলা নূর রঙ্গিলা ফানুস
২০২২
(২৪তম)
মেহজাবীন চৌধুরী পুনর্জন্ম ৩ [২৩]
তানজিন তিশা রিক্সা গার্ল
তাসনিয়া ফারিণ কারাগার
সাফা কবির ফাগুন থেকে ফাগুনে
বন্ধ

একাধিকবার জয় ও মনোনয়ন

আরও তথ্য জয়, অভিনেত্রী ...
বন্ধ

আরও দেখুন

  • সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.