উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের দ্বাদশ আয়োজন। ২০০৯ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০১০ সালের ৯ই এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।[২]
১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
তারিখ | ৯ এপ্রিল ২০১০ | |||
স্থান | বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | সুধীন দাশ | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | |||
শ্রেষ্ঠ পরিচালনা | মোস্তফা সরয়ার ফারুকী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | |||
সর্বাধিক পুরস্কার | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (৫টি) | |||
সর্বাধিক মনোনয়ন | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (৭টি) মনপুরা (৭টি) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | এটিএন বাংলা | |||
স্থিতিকাল | ৮৯ মিনিট | |||
|
চলচ্চিত্র শাখায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও মনপুরা সর্বাধিক সাতটি করে মনোনয়ন লাভ করে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি বিশেষ পুরস্কার-সহ সর্বাধিক পাঁচটি পুরস্কার অর্জন করে। চঞ্চল চৌধুরী মনপুরা চলচ্চিত্রের জন্য তারকা জরিপ ও সমালোচকদের বিচারে উভয় শাখায় সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন এবং তারকা জরিপে পুরস্কার লাভ করেন। নুসরাত ইমরোজ তিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের জন্য তারকা জরিপ ও সমালোচকদের বিচারে উভয় শাখায় সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন এবং সমালোচকদের বিচারে পুরস্কার লাভ করেন।
টেলিভিশন শাখায় বিকল পাখির গান সর্বাধিক তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং তিনটি পুরস্কার অর্জন করে। নুরুল আলম আতিক বিকল পাখির গান-এর জন্য সেরা নাট্যকার ও সেরা টিভি নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দুটি পুরস্কার অর্জন করেন।
সুধীন দাশকে সঙ্গীতে তার অবদানের জন্য মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৩]
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
সেরা চলচ্চিত্র | সেরা চলচ্চিত্র পরিচালক |
---|---|
|
|
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) |
|
|
সেরা নাট্যকার | সেরা নাট্য নির্দেশক |
|
|
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) |
|
|
Seamless Wikipedia browsing. On steroids.