১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার

১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের দশক আয়োজন। ২০০৭ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৮ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদরিয়াজ[][]

দ্রুত তথ্য ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার, তারিখ ...
১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার
Thumb
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০৮
স্থানবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকফেরদৌস আহমেদ, রিয়াজ
আলোকপাত
আজীবন সম্মাননাফেরদৌসী রহমান
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দস্বপ্নডানায়
শ্রেষ্ঠ পরিচালনাশাহীন সুমন
ধোঁকা
সর্বাধিক পুরস্কারআমার প্রাণের স্বামী (২টি)
স্বপ্নডানায় (২টি)
গরম ভাত অথবা নিছক ভূতের গল্প (২টি)
সর্বাধিক মনোনয়নআমার প্রাণের স্বামী (৪টি)
স্বপ্নডানায় (৪টি)
  ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার ১১তম  
বন্ধ

চলচ্চিত্র শাখায় আমার প্রাণের স্বামীস্বপ্নডানায় সর্বাধিক চারটি করে মনোনয়ন লাভ করে এবং স্বপ্নডানায় একটি বিশেষ পুরস্কার-সহ দুটি করে পুরস্কার অর্জন করে। শাকিব খানশাবনূর আমার প্রাণের স্বামী চলচ্চিত্রে জন্য তারকা জরিপ ও সমালোচক উভয় শাখায় যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শাকিব খান সমালোচক শাখায় ও শাবনূর তারকা জরিপে পুরস্কার লাভ করেন। পূর্ণিমা মনের সাথে যুদ্ধধোঁকা চলচ্চিত্রের জন্য যথাক্রমে তারকা জরিপ ও সমালোচক উভয় শাখায় দুটি মনোনয়ন লাভ করেন এবং সমালোচক শাখায় পুরস্কার অর্জন করেন।

টেলিভিশন শাখায় গরম ভাত অথবা নিছক ভূতের গল্প সর্বাধিক তিনটি মনোনয়ন লাভ করে এবং সর্বাধিক দুটি পুরস্কার অর্জন করে। তারিন মায়ামধ্যাহ্নভোজ কী হবে? এবং জয়া আহসান শঙ্খবাসস্ক্রিপ্টরাইটার-এর জন্য তারকা জরিপে ও সমালোচক শাখায় দুটি করে মনোনয়ন লাভ করেন এবং তারিন তারকা জরিপে একটি পুরস্কার অর্জন করেন।

সঙ্গীত শাখায় বালামবাপ্পা মজুমদার যথাক্রমে বালামদিন বাড়ি যায় অ্যালবামের জন্য তারকা জরিপ ও সমালোচক শাখায় দুটি করে মনোনয়ন লাভ করেন। বালাম তারকা জরিপে এবং বাপ্পা সমালোচক শাখায় একটি করে পুরস্কার অর্জন করেন।

সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে সঙ্গীতে তার অবদানের জন্য মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সারাংশ
প্রসঙ্গ
সেরা কণ্ঠশিল্পী (নারী) বিভাগে বিজয়ী ফাহমিদা নবী
সেরা মডেল (পুরুষ) ও (নারী) বিভাগে বিজয়ী ইমনমোনালিসা
সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)(নারী) বিভাগে বিজয়ী শাকিব খানপূর্ণিমা
সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)(নারী) বিভাগে বিজয়ী এস এম মহসীনঅপি করিম
আজীবন সম্মাননা পুরস্কার গ্রহীতা ফেরদৌসী রহমান

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ

আরও তথ্য সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ), সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) ...
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) সেরা কণ্ঠশিল্পী (নারী)
সেরা মডেল (পুরুষ) সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ড
  • এলআরবি - অ্যালবাম: স্পর্শ
    • অবসিকিউর - অ্যালবাম: অপেক্ষায় থেকো
    • দলছুট - অ্যালবাম: জোছনা বিহার
    • সাসটেইন - অ্যালবাম: ৭১
বন্ধ

সমালোচক

আরও তথ্য সেরা চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র পরিচালক ...
সেরা চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পরিচালক
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা চিত্রনাট্যকার (টিভি) সেরা নির্দেশক (টিভি)
  • লিটু সাখাওয়াত - ফেরা
    • কামরুজ্জামান কামু - স্ক্রিপ্টরাইটার
    • শিবু কুমার শীল - নূসরাত, সঙ্গে একটা গল্প
  • অনিমেষ আইচ - গরম ভাত অথবা নিছক ভূতের গল্প
    • মাসুদ হাসান উজ্জ্বল - ছায়াফেরী
    • মেজবাউর রহমান সুমন - নূসরাত, সঙ্গে একটা গল্প
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
চলচ্চিত্র শাখায় বিশেষ পুরস্কার
সেরা কণ্ঠশিল্পী সেরা নৃত্যশিল্পী
বন্ধ

আজীবন সম্মাননা

অনুষ্ঠান

পুরস্কার প্রদান

আরও তথ্য প্রদানকারী, পুরস্কারের বিভাগ ...
প্রদানকারী পুরস্কারের বিভাগ
আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু আজীবন সম্মাননা পুরস্কার
মুস্তফা মনোয়ার সেরা নৃত্যশিল্পী
আলম খান সেরা সঙ্গীতশিল্পী
আবদুল্লাহ আল মামুন সেরা নির্দেশক (টিভি)
এটিএম শামসুজ্জামান সেরা চিত্রনাট্যকার (টিভি)
শিমুল ইউসুফ সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
মুহম্মদ জাফর ইকবাল সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
আফজাল হোসেন চলচ্চিত্র সমালোচক বিশেষ পুরস্কার
হাসনাত আবদুল হাই সেরা চলচ্চিত্র
আলমগীর সেরা চলচ্চিত্র পরিচালক
মাসুদ আলী খান সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
শবনম সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
আনিসুল হক সেরা মডেল (নারী)
তারানা হালিম সেরা মডেল (পুরুষ)
কুমার বিশ্বজিৎ সেরা ব্যান্ড
সুবীর নন্দী সেরা কণ্ঠশিল্পী (নারী)
ফাতেমা তুজ জোহরা সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
মৌসুমী সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
আসাদুজ্জামান নূর সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
ববিতা সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
ইলিয়াস কাঞ্চন সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.