Loading AI tools
সাফি উদ্দিন সাফি পরিচালিত ২০০৭-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেশিনম্যান (অনু. যন্ত্রমানব) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রযুক্তি নির্ভর গল্পের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি-ইকবাল (সাফি উদ্দিন সাফি ও ইকবাল)।[2][3][4] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস, কাজী হায়াৎ, মিজু আহমেদ ও ড্যানি সিডাক প্রমুখ।[2][5][6][7][8][9][10] চলচ্চিত্রটি দুটি বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার এর ১০ম আসরের জন্য মনেনায়ন লাভ করে এবং মান্না শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার বিভাগে বিজয়ী হন।[11]
মেশিনম্যান | |
---|---|
পরিচালক | সাফি উদ্দিন সাফি ইকবাল |
প্রযোজক | হাসিনা আকতার লুবনা সেলিনা আকতার বানু |
রচয়িতা | ইকবাল ছটকু আহমেদ |
চিত্রনাট্যকার | সাফি-ইকবাল |
কাহিনিকার | ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | নক্ষত্র চলচ্চিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৭ সালে ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়।[12] মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।[13]
মেশিনম্যান চলচ্চিত্রের গান রচনা করেছন কবির বকুল সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ এবং গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, বিপ্লব, কনকচাঁপা, অনিমা ডিকস্টা, সামিনা রহমান, মিমি।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.