শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সাফা কবির

বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সাফা কবির
Remove ads

সাফা কবির একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, গল্পকার ও চিত্রনাট্যকার এবং রেডিও জকি।[][][] @১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।[][][][][১০]

দ্রুত তথ্য সাফা কবির, জন্ম ...
Remove ads

প্রারম্ভিক জীবন

সাফা কবির ১৯৯৪ সালের ২৯ আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন।[] বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে তিনি এইচএসসি পরীক্ষায় পাশ করেন।[১১] এরপর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রি লাভ করেন।[১২]

কর্মজীবন

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। @১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন।[১৩][১৪]

টেলিভিশন

নাটক ও টেলিফিল্ম

  • @১৮ অল টাইম দৌড়ের উপর
  • ফার্স্ট ইয়ার ড্যাম্ন কেয়ার
  • এ ড্রাইভার
  • অতঃপর আমরা
  • ভাই কিছু বলতে চায় [১৫]
  • ছক্কা [১৬]
  • এই গল্পের নাম নেই [১৭]
  • একা মেয়ে
  • গায়ে হলুদ
  • ফাহিম দ্য গ্রেট ফাজিল
  • মেয়েটার ছেলেটা [১৮]
  • মিলিয়নার ফ্রম বরিশাল
  • মিস ম্যাচ [১৯][২০]
  • অবশেষে আমরা
  • পতাকা [২১]
  • সোলমেট [২২]
  • তবুও ভালবাসি [২৩]
  • তোমাকে আসতেই হবে [২৪]
  • তোমার আপন হাতের দোলে [২৫]
  • তোমার জন্য [২৬]
  • তনিমা [২৭]
  • তুমি বললে [২৮]
  • ভালবাসা ১০১ [২৯]
  • মেঘলা মেঘলা দিন [৩০]
  • মিস শিউলি [৩০]
  • টাইম পাস [৩০]
  • অবাক মেঘের বাড়ি[৩০]
  • ঘ্রানুষ [৩১][৩২]
  • বিয়ে করা বারণ []
  • লাস্ট গুডবাই []
  • ড্রিম অ্যান্ড লাভ [৩৩]
  • ডিল ডান কালাচান [৩৪]
  • ফাহিম দ্য গ্রেট ফাজিল ২ [৩৫]
  • ভাইরাল ভাইরাস (২০২১) [৩৬]
  • চেক চেক প্রেম (২০২১) [৩৭]
  • চরের মাস্টার (২০২১)
  • ঢাকাইয়া ওয়েঢিং (২০২১)

ধারাবাহিক

  • হাউজ নং ৯৬ (২০২১) [৩৮]

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ওয়েব সিরিজ

মিউজিক ভিডিও

রেডিও প্রোগ্রাম

টিভি প্রোগ্রাম উপস্থাপনা

  • তীর লিটল শেফ[৫২]

টিভি বিজ্ঞাপন

  • এয়ারটেল[৫৩]
  • বেলিসিমো
  • ফেয়ার অ্যান্ড লাভলি[৫৪]
  • মিস্টার নুডলস
  • গোল্ডমার্কস পপস বিস্কুট
  • প্রাণ পিনাট বার[৫৫]
  • রবি
  • সানসিল্ক
  • ট্যাঙ্গো
  • উই মোবাইল

বিতর্ক

২০১৯ সালের এপ্রিলে সাফা কবির বেসরকারি একটি রেডিও অনুষ্ঠানের আরজে থাকাকালীন ‘পরকালে বিশ্বাস করেন না’ বলে মন্তব্য করার পর তা নিয়ে বাংলাদেশের মুসলমানদের দ্বারা সমালোচনার শিকার হন।[৫৬][৫৭] পরবর্তীতে তিনি ভক্তদের সমালোচনার মুখে পড়ে এ মন্তব্যের জন্য ক্ষমা চান।[৫৮]

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads