উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হলুদবনি হচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র। এতে তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের "হলুদবনি" উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি করেছেন যৌথভাবে পরিচালনা তাহের শিপন এবং ভারতের মুকুল রায় চৌধুরী।[১][২][৩][৪]
হলুদবনি | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক |
|
চিত্রনাট্যকার | পদ্মনাভ দাশগুপ্ত |
কাহিনিকার | সুকান্ত গঙ্গোপাধ্যায় |
উৎস | সুকান্ত গঙ্গোপাধ্যায় কর্তৃক হলুদবনি |
শ্রেষ্ঠাংশে | |
প্রযোজনা কোম্পানি |
|
মুক্তি |
|
স্থিতিকাল | মিনিট |
দেশ |
|
হলুদবনি ভারতের পূর্বী সিংহভূম জেলায় অবস্থিত পাহাড়টিলায় ঘেরা একটি অঞ্চল। এটি ভারতের ঝাড়খণ্ড প্রদেশে অবস্থিত। জায়গাটি ততটা জনবহুল না হলেও প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা। কস্তুরীর (পাওলি দাম) ছোটবেলা এরকম একটি জায়গায় কেটেছে। বর্তমানে তিনি একজন সফল কর্মজীবী, জীবনে তার অর্থ, ঐশ্বর্য ও সম্মানের কোনো অভাব নেই। তবে অভাব একটা আছে, সঙ্গী। তাই একাকীত্বের টানে তিনি ফিরে যান তার সেই ছোটবেলার জায়গায়। তো সেখানে গিয়ে কি কি হয় এবং তার গল্পে পলাশ (পরমব্রত চট্টোপাধ্যায়) ও অণু (নুসরাত ইমরোজ তিশা) কীভাবে জড়িয়ে যায়, সেটাই দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে।
চলচ্চিত্রটি ২০২০ সালের ৬ মার্চ বাংলাদেশের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.