Loading AI tools
বাংলাদেশী অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আনিকা কবির শখ (জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩) যিনি শখ নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী।
আনিকা কবির শখ | |
---|---|
জন্ম | আনিকা কবির শখ ২৫ অক্টোবর ১৯৯৩ ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | শখ |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | মডেল, অভিনেত্রী, উপস্থাপক |
কর্মজীবন | ২০০২, ২০০৭ – বর্তমান |
পরিচিতির কারণ | বাংলালিংক ব্র্যান্ড দূত |
উচ্চতা | ১.৬৫ m |
দাম্পত্য সঙ্গী | নিলয় আলমগীর (২০১৬-২০১৭) আতিকুর রহমান জন (১২ মে ২০২০-বর্তমান)[1][2] |
সন্তান | আনাহিতা রহমান আলিফ |
পিতা-মাতা |
|
আনিকা কবির শখ ঢাকায় ১৯৯৩ সালের ২৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম শামিম কবির এবং মায়ের নাম শাহিদা কবির। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার, বিক্রমপুরে। তিনি ২০০৯ সালে এসএসসি শেষ করেন।[4]
তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। [5] শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের।[6] বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশী মডেল শখ বাংলাদেশী মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে।[7] শখ 'এফএনএফ', 'ফিফটি ফিফটি', 'দিবা রাত্রি খোলা থেকো', 'রং', এবং 'কলেজ' নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল।[8]
নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।[9] শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে: বলো না তুমি আমার[10]। সম্প্রতি তিনি অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করছেন।
২০১৬ সালের ৭ জানুয়ারি নিলয় আলমগীরকে বিয়ে করেন।[11] কিন্তু ২০১৭ সালের ১৭ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | নোট |
---|---|---|---|---|
২০১০ | বলো না তুমি আমার | অঞ্জলি খান | এম বি মানিক | [12] |
২০১৪ | অল্প অল্প প্রেমের গল্প | তানিয়া আহমেদ | সানিয়াত হোসেন |
বছর | টেলিভিশন নাটক | পরিচালক | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
২০০৮ | এফএনএফ | রেদওয়ান রনি ও সাগর রাসা | ||
২০০৯ | রিয়ালিটি শো | ইফতেখার আহমেদ | ||
২০০৯ | হাউজফুল | ইফতেখার আহমেদ ফাহমি | ||
২০০৯ | ফিফটি ফিফটি | ইফতেখার আহমেদ ফাহমি | ||
২০১০ | কলেজ | পল্লব বিশ্বাস | ||
২০১১ | যে তুমি খুব কাছের | চয়নিকা চৌধুরী | ||
মুন্সীবাড়ি | ||||
২০১১ | রূপার শেষ কোথায় | চয়নিকা চৌধুরী | ||
২০১১ | চেনা চেনা লাগে | বি ইউ শুভ | ||
২০১২ | বর্ষায় গোলাপের সৌরভ | শাহজাজ মামুন | ||
২০১৩ | ভুল ঠিকানায় যাত্রা | মোহন খান | ||
২০১৩ | ঘটনা চক্র | |||
২০১৩ | গুরুমুখী বিদ্যা | মোক্তাদির ইবনে সালাম | ||
২০১৩ | ভালবাসার কাহিনী | |||
২০১৪ | বিহবল দিশেহারা | সাগর জাহান | ||
ছুটির আকাশ | আনিসুজ্জামান | |||
২০১৬ | কুসুম কবি | হুমায়ূন কবির | ||
২০১৬ | দ্য হিরো | [13] | ||
২০১৭ | স্মার্ট বয় এখন মালয়েশিয়া | শামীম জামান | ||
২০১৭ | ইট্স মাই লাভ স্টোরি | মাবরুর রশিদ বানহা | ||
২০১৮ | কাঠ গোলাপের সৌরভ | শাখওয়াত মানিক | ||
২০১৮ | নিখোঁজ ভালবাসা | মোহন আহমেদ | ||
২০১৮ | হাওয়া বদল | সকাল আহমেদ | ||
২০১৮ | হিটলার হারুন | শামীম জামান | ||
২০১৯ | অহংকার | শেখ সেলিম | আরটিভি | [14] |
২০২০ | মন চুরি | |||
২০২০ | সুতোয় বাঁধা প্রজাপতি | রূপক বিন রউফ | চ্যানেল আই | |
২০২০ | নতুন ড্রাইভার | ময়ূখ ব্যারি | আরটিভি | |
২০২০ | বি পজিটিভ | রূপক বিন রউফ | আরটিভি | [15] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.