Loading AI tools
ভারতীয় নৃত্য ও চলচ্চিত্র পরিচালক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাবা যাদব (জন্ম: ১৮ ফেব্রুয়ারি) একজন ভারতীয় চলচ্চিত্র ও নৃত্য পরিচালক।[৫][৬] তিনি ১৯৯৭ সালে মহব্বত সিনেমার মাধ্যমে একজন কোরিওগ্রাফার হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং লগান (২০০১) এবং দেবদাস (২০০২) এর মতো সফল চলচ্চিত্রগুলিতে কাজ করেন।[৭] তিনি ২০১৩ সালে বস: বর্ন টু রুল সিনেমার মাধ্যমে পরিচালক হয়েছিলেন এবং গেম: হি প্লেস টু উইন (২০১৪) ও বাদশা: দ্য ডন (২০১৬) সিনেমাগুলি পরিচালনা করেছেন।
বাবা যাদব | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৭ - বর্তমান |
২০২৩ সালে, তিনি শাকিব খান এবং ইধিকা পাল অভিনীত হিমেল আশরাফের প্রিয়তমা সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশী চলচ্চিত্রের কোরিওগ্রাফি করেন।
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
বছর | শিরোনাম | শিল্পী | মন্তব্য |
---|---|---|---|
২০১৩ | বস: বর্ন টু রুল | জিৎ, শুভশ্রী গাঙ্গুলী | তেলুগু ছবির রিমেক বিজনেসম্যান [৮] |
২০১৪ | গেম | জিৎ, শুভশ্রী গাঙ্গুলী | তামিল ছবির রিমেক থুপ্পাক্কি [৯][১০][১১] |
২০১৬ | বাদশা: দ্য ডন | জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস | তেলুগু চলচ্চিত্র ডন সেনুর রিমেক [১২] |
২০১৭ | বস ২ | জিৎ, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত ফারিয়া | ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা |
২০১৮ | ভিলেন | অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন | তেলুগু ফিল্ম জেন্টলম্যান অবলম্বনে |
২০২১ | ও মন রে | যশ দাশগুপ্ত, মধুমিতা সরকার | চিত্রসংগীত |
২০২২ | পাখি | অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলী | |
২০২৪ | সেন্টিমেন্টাল | যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তনী ঘোষ |
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.